Shefali Jariwala Memories: শেফালি জরিওয়ালা, এই নামটা শুনলেই মনে পড়ে যায় সেই নয়ের দশকের শেষর দিকে আর ২০০০ সালের গোড়ার সুপারহিট গান 'কাঁটা লাগা'। মাত্র ২০ বছর বয়সে মিউজিক ভিডিওতে পারফর্ম করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন শেফালি জারিওয়ালা। জীবিতকালে বলিউডলাইফকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, 'কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছেটা দীর্ঘদিনের। তবে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দুজনেরই সম্মতি প্রয়োজন। প্রথমে পরাগ না বুঝলেও যখন বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলাম তখন আমার স্বামীর মনেও এই বাসনা জেগেছিল যে এবার একটা পরিবার প্রয়োজন।'
আরও পড়ুন প্রয়াত স্ত্রীর ইচ্ছেগুলো বঁচিয়ে রাখতে বিরাট পদক্ষেপ, লাইমলাইটে থাকতে হাতিয়ার শেফালি! পরাগ বললেন...
কিন্তু, মনের সেই ইচ্ছে অসম্পূর্ণ রেখেই মাত্র ৪২ বছরে না ফেরার দেশে পাড়ি দেন কাঁটা লাগা গর্ল। তাঁর অনুপস্থিতিতেই শেফালির মমতাময়ী রূপের স্মৃতিচারণায় মগ্ন পরাগ ত্যাগী। রবিবাসরীয় ছুটির দিনে একাকী মন খারাপ পরাগের। শেফালির স্মৃতি আঁকড়ে মন ভাল করার প্রয়াস অভিনেতার। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বরাবরই ভালবাসতেন শেফালি জারিওয়ালা। বাড়ির যে কোনও অনুষ্ঠান, রাখিবন্ধন উৎসবে বাচ্চাদের নিয়ে আনন্দে মেতে উঠতেন।
আরও পড়ুন 'শেফালিকে পেয়ে আমাকে ভুলে গেলে'? পরাগের বিয়েতে কেন এমন কথা বলেছিলেন সহ অভিনেত্রী?
দিদির সন্তানদের সঙ্গে পেলে তো কোনও কথাই ছিল না। সারাক্ষণ ওদের সঙ্গে হইহুল্লোড় করে সময় কেটে যেত শেফালির। সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো দিনের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরাগ। হাসি-আনন্দের মুহূর্তের কোলাজ শেয়ার করে পরাগ শেফালির স্মৃতিতে লিখেছেন, 'পরী, এই দুনিয়ার সেরা মাসি। আর্য, কিয়ান তাদের মস্তিখোর মাসির সঙ্গে মজা করত। ও সবসময় বাচ্চাদের ভীষণ ভালবাসত। জীবনের প্রতিটি চরিত্রে ও সফল। প্রত্যেকে ওকে খুব ভালবাসত। ওঁর জীবনের এই সুন্দর মুহূর্তগুলো আমি তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চাই যাঁরা শেফালিকে মন থেকে ভালবাসেন।'
আরও পড়ুন প্রয়াত স্ত্রীর ইচ্ছেগুলো বঁচিয়ে রাখতে বিরাট পদক্ষেপ, লাইমলাইটে থাকতে হাতিয়ার শেফালি! পরাগ বললেন...
স্ত্রীর স্মৃতি আগলে তাঁর পছন্দের কাজগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরাগ। সেই জন্য নেটনাগরিকদের অনেকে আবার খোঁচা মেরেছেন। তিনি নাকি ফোকাসে থাকতে মৃত স্ত্রীকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য তাঁকে কোনওভাবেই প্রভাবিত করে না।