Shefali Jariwala: ২৭ জুন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি জারিওয়ালা। কাঁটা লাগা গার্লের আকস্মিক মৃত্যুর খবরে তোলপাড় হয়ে যায় টিনসেল টাউন। চোখের জল আটকাতে পারেনি অনুরাগীরা। ২৮ জুন রাতে চোখের জলে শেফালিকে বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। শেষযাত্রায় স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন স্বামী পরাগ ত্যাগী। শেফালির অস্থি ভাসানোর আগে বুকে আগলে কান্নায় ভেঙে পড়েছিলেন। স্বজন হারানোর যন্ত্রণায় একেবারে শোকে পাথর পরাগ। হৃদয়বিদারক সেই প্রতিটি মুহূর্ত ধরা পড়েছিল সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায়। শেফালির মৃত্যুর সাতদিন পর সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর স্মৃতিতে একটি পোস্ট করেছিলেন। দু-একদিনের মধ্যে আরও একটি আবেগঘন পোস্ট। স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কোলাজে শেফালিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন পরাগ।
স্মৃতিমেদুর পোস্টে পরাগ লিখেছেন, 'পরি, তুমি প্রতি মুহূর্তে আমার সঙ্গেই আছ। আমি তোমাকে দেখতে পাই। আজীবন শুধু তোমাকেই ভালবাসব। আমি তোমাকে অন্তর থেকে ভালবাসি, আমার গুণ্ডি, আমার ছোকড়ি। তোমাকে খুব মিস করি। যেখানেই থাক খুব ভাল থেকো।' পরাগের পোস্টের কমেন্ট বক্সে তাঁকে সমবেদনা জানিয়েছেন পরিচিত থেকে ভক্তরা। ২ জুলাই বুধবার শেফালির শোকসভার আয়োজন করা হয়েছিল। সাদা ফুলে সাজানো শেফালির ছবি। মেয়ের ফটোর সামনে চোখের জল আটকাতে পারলেন না শেফালির বাবা সতীশ জরিওয়ালা।
আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের
এদিকে নিজের যন্ত্রণা চেপে রেখে শ্বশুরমশাইকে সামলাচ্ছেন পরাগ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই হৃদয়বিদারক মুহূর্ত। পরিবারের সদস্য, কাছের মানুষজন ও বন্ধুবান্ধবরা শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন শেফালির স্মরণসভায়। শেফালি জারিওয়ালার প্রতি পরাগ বরাবরই প্রকাশ্যে ভালবাসা জাহির করতেন। বিশেষ করে শেফালি যখন বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলেন সেই সময় স্ত্রীকে ছাড়া তাঁর বিনিদ্ররজনী যাপনের গল্প নজের মুখে শুনিয়েছিলেন পরাগ।
এক সাক্ষাৎকারে পরাগ বলেন, 'শেফালিকে আ্মি ভালবাসি সেটা আমি জানি। কিন্তু, কতটা ভালবাসি সেটা বুঝতাম না। বিগ বসের জন্য যখন আমার থেকে অনেকদিন দূরে ছিল তখন সেটা উপলব্ধি করেছিলাম। ভীষণ মিস করতাম। প্রতি মুহূর্তে ওঁর কথা মনে পড়ত. ওকে ছাড়া বাড়িটা শূন্য মনে হত। ওঁর সঙ্গে সবকিছু শেয়ার করতাম। প্রতি রাতে জেগে থাকতাম আর ভাবতাম কী করে এটা ওকে বলব।'
আরও পড়ুন শেফালির মৃত্যুর ৭ দিন পর নীরবতা ভাঙলেন তারকা স্বামী, পরাগ জানালেন...