Shefali Jariwala Husband Reaction: ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি জারিওয়ালা। কাঁটা লাগা গার্লের মৃত্যুর খবরে তোলপাড় টিনসেল টাউন। আকস্মিক মৃত্যুর খবরে চমকে গিয়েছে অনুরাগীরা। ২৮ জুন রাতে চোখের জলে শেফালিকে বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। শেষযাত্রায় স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন স্বামী পরাগ ত্যাগী। শেফালির অস্থি ভাসানোর আগে বুকে আগলে কান্নায় ভেঙে পড়েছিলেন। মর্মান্তিক সেই মুহূর্ত ধরা পড়েছিল সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায়। স্ত্রীর মৃত্যুর সাত দিন পর সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রতিক্রিয়া অভিনেতা স্বামী পরাগ ত্যাগীর। শেফালির স্মৃতিতে লিখলেন, 'আজীবন শুধু তোমাকেই ভালবাসব।'
পোস্টে পরাগ লিখলেন, 'শেফালি, আমার পরী-সকলের কাছে চিরন্তন কাঁটা লাগা গার্ল, আপাতদৃষ্টিতে সকলে যা দেখত তার থেকে আরও অনেক বেশি ব্যপ্তি ছিল ওঁর। যেমন বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে একদম অবিচল ছিল। সবমিলিয়ে যেন মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড। এমন একজন নারী যাঁর জীবনের একটা লক্ষ্য ছিল। শরীর, মন, আত্মার সঙ্গে কর্মজীবন ওতোপ্রতোভাবে জড়িয়ে ছিল। কর্মজগৎ-এর বাইরেও শেফালির একটা আলাদা সত্তা ছিল। নিঃস্বার্থভাবে সকলকে ভালবেসে আগলে রাখত। ওঁর উপস্থিতিতে সকলের মুখে থাকত প্রশান্তির হাসি। সকলের কাছে মায়ের মতো ছিল শেফালি। একজন অসাধারণ মেয়ে-স্ত্রী, সিম্বার (পোষ্য) সুপারমম। বোন বা মাসি হিসেবে ছিল একদম আদর্শ। সেই সঙ্গে একজন প্রকৃত বন্ধুও।'
কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর জন্য শেফালি চিরদিন সকলের হৃদয়ে থেকে যাবেন? পরাগ লিখেছেন, 'প্রত্যেককে নিঃস্বার্থভাবে ভালবাসা, আনন্দ মজা করে থাকা, শপথগুলো পূরণ করা।' স্ত্রীর জন্য পরাগের প্রার্থনা, 'আশা করি এই স্থানটি ভালবাসায় ভরে উঠুক। স্মৃতিগুলো চিরদিন থেকে যাক। সাজানো গল্প দিয়ে ওঁর আত্মা আজীবন বেঁচে থাকুক।' শেফালির উদ্দেশ্যে পরাগের সংযোজন, 'ওঁর প্রাণোজ্জ্বল হাসি, অসাধারণ ব্যক্তিত্ব, সুন্দর হৃদয়ই হোক উত্তরাধিকার যা চিরদিন সকলের হৃদয়ে থেকে যাবে। জীবনের শেষদিন পর্যন্ত তোমাকে ভালবাসব।'
আরও পড়ুন সাদা ফুলে সাজানো শেফালির ছবি, হাহাকার অভিনেত্রীর বাবার, কান্না চেপে সান্ত্বনা স্বামীর
২ জুলাই বুধবার শেফালির শোকসভার আয়োজন করা হয়েছিল। সাদা ফুলে সাজানো শেফালির ছবি। মেয়ের ফটোর সামনে চোখের জল আটকাতে পারলেন না শেফালির বাবা সতীশ জরিওয়ালা। এদিকে নিজের যন্ত্রণা চেপে রেখে শ্বশুরমশাইকে সামলাচ্ছেন পরাগ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই হৃদয়বিদারক মুহূর্ত। পরিবারের সদস্য, কাছের মানুষজন ও বন্ধুবান্ধবরা শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন শেফালির স্মরণসভায়।
আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের