Shefali Jariwala Tragic Love story: ২০০০ সালের গোড়ার দিকে মিউজিক ভিডিও-তে পারফরম্যান্সের মাধ্যমে রাতারাতি 'কাঁটা লাগা' গার্ল তকমা জুড়ে যায় শেফালি জারিওয়ালা নামের সঙ্গে। ২৭ জুন শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন স্বামী হরমিত সিং। শেফালির মৃত্যুর পর বিবেক ললওয়ানির সঙ্গে সাক্ষাৎকারে শেষ সাক্ষাৎয়ের স্মৃতিচারণা করেছেন। একসঙ্গে বিমানে চেপে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। বিচ্ছেদের পরও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে দীর্ঘক্ষণ কথাবার্তাও বলেছিলেন। কিন্তু, দাম্পত্যে থাকাকালীন সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। অবশেষে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। এরপরই প্রেম-ভালবাসার প্রতি আস্থা হারান শেফালি। দ্বিতীয়বার কাউকে মন দেওয়ার সাহস করতেন না, বিয়ে তো দূর অস্ত।
২০২১ সালে বলিউড বাবলকে শেফালি বলেছিলেন, 'যখন এইরকম ঘটনা কারও সঙ্গে ঘটে তখন মনে হয় পৃথিবীটাই যেন তাঁর জন্য ধ্বংস হয়ে গেল। খুব অল্প বয়সে আমি বিয়ে করেছিলাম, তারপর ডিভোর্স। আমার জন্য ওটা খুব কঠিন একটা সময় ছিল।' সেই সময় মানসিকভাবে শেফালির পাশে ছিল তাঁর পরিবার ও কাছের বন্ধুরা। জীবনের সেই কালো অধ্যায় থেকে তাঁকে উদ্ধার করার জন্য মা-বাবা-বোন আর প্রিয় বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন কাঁটা লাগা গার্ল। ভালবাসার প্রতি বিশ্বাস হারিয়েছিলেন শেফালি। সেই প্রসঙ্গে বলেছিলেন, 'আমি ফের নতুন করে প্রেমে পড়ার কথা ভাবতে পারি না। আর বিয়ে তো অনেক দূর। তবে সেটা এখন অতীত।'
আরও পড়ুন বিচ্ছেদের পরও ছিল সুসম্পর্ক, প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ কী কথা হয়েছিল? স্মৃতিচারণায় হরমিত
সাম্প্রতিক অতীতে টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। শেফালির সংযোজন, 'সব অত্যাচারই শারীরিক হবে তার কোনও মানে নেই। অনেকরকমের মানসিক নির্যাতনও হয় যার জন্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে।' একাধিক সাক্ষাৎকারে শেফালি বলেছেন, বিয়ের কারনে তিনি অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারেন নি। অনেক ভাল কাজও হারিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৪ সালে হরমিতের সঙ্গে সংসার পেতেছিলেন শেফালি। ২০০৯-এ ভেহে যায় তাঁদের দাম্পত্য। পাঁচ বছর পর পরাগ ত্যাগীর সঙ্গে দ্বিতীয়বার সুখের ঘর বাঁধেন শেফালি। কিন্তু, ২০২৫-এর ২৭ জুন পরিবার-পোষ্যকে কাঁদিয়ে চলে গেলেন কাঁটা লাগা গার্ল। অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছে তাঁর। শুধু প্রেমের প্রতি হারানো আস্থাটুকু ফেরাতে পেরেছিলেন পরাগ।
আরও পড়ুন অসুখী দাম্পত্য! মানসিক অশান্তির জেরেই...! প্রথম স্বামীর বিরুদ্ধে আর কী অভিযোগ ছিল প্রয়াত অভিনেত্রীর?