Shefali Jariwala Last Conversation: বিচ্ছেদের পরও ছিল সুসম্পর্ক, প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ কী কথা হয়েছিল? স্মৃতিচারণায় হরমিত

Shefali Jariwala-Harmeet Singh: শেফালির মৃত্যুর পর বিবেক ললওয়ানির সঙ্গে কথপকথোনের সময় স্মৃতি হাতড়েছেন প্রাক্তন স্বামী। শেফালির সঙ্গে শেষ কী কথা হয়েছিল হরমিতের?

Shefali Jariwala-Harmeet Singh: শেফালির মৃত্যুর পর বিবেক ললওয়ানির সঙ্গে কথপকথোনের সময় স্মৃতি হাতড়েছেন প্রাক্তন স্বামী। শেফালির সঙ্গে শেষ কী কথা হয়েছিল হরমিতের?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dfds

শেফালির সঙ্গে শেষ কথা...

Shefali Jariwala-Harmeet Singh Last Conversation: শেফালি জারিওয়ালা, এই নামটার সঙ্গে যেন ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে দু'দশক আগের সেই সুপারহিট কাঁটা লাগা গান। ২০০০ সালের গোড়ার দিকে মিউজিক ভিডিও-তে পারফরম্যান্সের মাধ্যমে রাতারাতি কাঁটা লাগা গার্ল তকমা জুড়ে যায় শেফালির নামে সঙ্গে। ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মিট ব্রাদার্সের মিউজিশিয়ান ও প্রাক্তন স্বামী হরমিত সিং গভীর শোকপ্রকাশ করেছেন। শেফালির মৃত্যুর পর বিবেক ললওয়ানির সঙ্গে কথপকথোনের সময় স্মৃতি হাতড়েছেন প্রাক্তন স্বামী। শেফালির সঙ্গে শেষ কী কথা হয়েছিল হরমিতের?

Advertisment

স্মৃতিচারণা করে বলেন, 'আমার মনে আছে, দু-তিন বছর আগে বাংলাদেশে একটি শো করতে যাওয়ার সময় প্রাইভেট বিমানে আমি সানি লিওনি আর শেফালি একসঙ্গে গিয়েছিলাম। পাশাপাশিই বসেছিলাম, অনেকক্ষণ কথাও বলেছি।' কাঁটা গালা গার্লের আকস্মিক মৃত্যুর পর হরমিত সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে লিখেছিলেন, 'ওঁর মৃত্যুর খবর শুনে আঁতকে উঠলাম। আমরা একসঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছি। ও সবসময় আমার হৃদয়জুড়ে থাকবে।' শেফালির স্বামী, মা-বাবা, বোনের প্রতিও সহানুভূতি প্রদর্শন করেছেন হরমিত। ২৭ জুন শুক্রবার শেফালির মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বাড়িতে কী ঘটেছিল সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রীর বান্ধবী পূজা ঘাই।

আরও পড়ুন অসুখী দাম্পত্য! মানসিক অশান্তির জেরেই...! প্রথম স্বামীর বিরুদ্ধে আর কী অভিযোগ ছিল প্রয়াত অভিনেত্রীর?

বিবেক ললওয়ানিকে তিনি জানান, শরীর নিয়ে খুব সচেতন ছিল। নির্দিষ্ট সময়ে নৈশভোজ করত। তারপর পরাগকে বলত পোষ্যকে ঘুরিয়ে আনতে। যে মুহূর্তে ও নীচে নেমেছে পরিচারিকা ডেকে বলেছেন, দিদির শরীর ভাল নেই। তখন পরাগ পোষ্যকে ঘোরানোর জন্য পরিচারিকাকে নীচে ডেকে উপরে চলে যায়। ঘরে গিয়ে পরাগ দেখেছে শেফালির হার্টবিট তখনও সচল, কিন্তু, চোখ দুটো বন্ধ। শরীরের ওজন যেন বেড়ে গিয়েছিল। তখনই বুঝতে পারে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, বেলভিউতে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।'

Advertisment

শেফালির অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে কী জানাচ্ছেন বান্ধবী পূজা ঘাই? কাঁটা লাগা গার্ল শেফালি যৌবন ধরে রাখতে নিয়মিত  ভিটামিন সি আইভি ড্রিপ নিতেন, সেই কথা স্বীকার করেছেন পূজা। শুক্রবার রাতেও নিয়েছিলেন। একইসঙ্গে পূজা ঘাই আরও একটি বিষয় নিশ্চিত করেছেন, এটি কোনওভাবেই ক্ষতিকারক নয়। দুবাইয়ে প্রায় প্রত্যকেই এটি নিয়ে থাকে। 

আরও পড়ুন 'তখনও হার্টবিট চলছিল...', মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী ঘটেছিল? নীরবতা ভাঙলেন শেফালির বান্ধবী

shefali Jariwala kaanta laga