Legendary Actress Passed Away: দীর্ঘ লড়াই শেষ, বাংলা সিনেমায় নক্ষত্রপতন, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Basanti Chatterjee: বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। শেষ দেখা গিয়েছিল গীতা এলএলবি ধারাবাহিকে। গতকাল রাত এগারোটা নাগাদ, অভিনেত্রী মৈত্রেয়ী নিজের সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর জানান।

Basanti Chatterjee: বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। শেষ দেখা গিয়েছিল গীতা এলএলবি ধারাবাহিকে। গতকাল রাত এগারোটা নাগাদ, অভিনেত্রী মৈত্রেয়ী নিজের সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর জানান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Legendary Bengali Actress basanti Chatterjee Passed away

চলে গেলেন অভিনেত্রী...

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নক্ষত্রপতন। দীর্ঘদিন ধরে এই অভিনেত্রী নানান কষ্টে ভুগছিলেন। অর্থ সাহায্যের জন্য বারবার তাকে কথা বলতে দেখা গিয়েছে। বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। গতকাল রাত্রে বেলা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। শেষ দেখা গিয়েছিল গীতা এলএলবি ধারাবাহিকে। গতকাল রাত এগারোটা নাগাদ, অভিনেত্রী মৈত্রেয়ী নিজের সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর জানান। সঙ্গে বলেন, তোমার সঙ্গে আবার পরজন্মে দেখা হবে।

Advertisment

প্রসঙ্গে বাংলা সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গতকাল রাতেই নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন। গতকাল তাঁর পরিচারিকা রেখাদেবীর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হলে, তিনি জানান খবরটি সত্যি। তখন তিনি অঝোরে কাঁদছেন। প্রিয় মানুষটাকে দেখে রাখতেন তিনি। এবং, তাই তাঁর চলে যাওয়াটা যেন মেনে নিতে পারছেন না। জানানো হয়েছিল তার মেয়ে আসার অপেক্ষাতেই বডি রাখা হয়েছে। আর্টিস্ট ফোরামে আমি জানানো হয়েছিল তার মৃত্যুর খবর।

Indraneil Sengupta: বাংলার পর্দা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে, ‘অনঅ্যাকাস্টেড আর্থ’- এ নতুন চ্যালেঞ্জের মুখে অভিনেতা

Advertisment

দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যান্সারে ভুগছিলেন। গীতা এলএলবি সিরিয়ালের সময়, তিনি দারুণ অসুস্থ ছিলেন। বারবার জানিয়েছেন, মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খেতেন তিনি। ইনজেকশনের প্রায় খরচ হতো সাড়ে চার হাজার টাকা। তাও দমদম থেকে সোনারপুরে প্রতিদিন শুটিংয়ে আসতেন। তাঁর মৃত্যুতে শোকোস্তব্ধ টলিউড। এক সময় নানান ধারাবাহিকের সঙ্গে সঙ্গে, সিনেমাতেও তিনি ছিলেন জনপ্রিয় মুখ। এছাড়াও, ঠগিনী সিনেমায় তার আইকনিক চরিত্র আজও ভোলার নয়। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় এর আগেও তার অসুস্থতার কথা বারবার তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে অনেকবার সাহায্য করেছেন।

Bollywood Actress: মাত্র ১৫ বছরে বিয়ে, শরীরে কুষ্ঠ ছিল এই অভিনেত্রীর, বিয়ে টিকল না! তারপর যা হল...

তার মৃত্যুতে মুখ্যমন্ত্রীর বার্তা, প্রবীন টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের, প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদন জগতে অপূরণীয় ক্ষতি হলো। আমি তার পরিবার বন্ধু বান্ধবের অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। গতকাল মৈত্রেয়ী যে পোস্ট শেয়ার করেছিলেন, সেখানে তিনি লিখছেন... "অনেক কষ্ট পেয়েছ তুমি, এবার শান্তিতে ঘুমোও বাসন্তিদি আবার দেখা হবে কোথাও, কোনো জন্মে, তোমার স্নেহ, তোমার আদর, তোমার ভালবাসায় আবার কোলে টেনে নেবে জানি....এবার ভালো থেকো।"

tollywood Entertainment News Tollywood Actress Entertainment News Today