Asha Bhosle Death Rumour: শুক্রবার সাতসকালে আচমকা রটে যায় প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে! এই খবরে তোলপাড় বিনোদুনিয়া। অনেকে তো আবার এই গভীর শোকপ্রকাশও করেছেন। কারও আবার বিশ্বাসই হচ্ছে না লেজেন্ডারি শিল্পী আশা ভোঁসলে আর নেই। চর্চার মাঝে সত্যিটা জানালেন আশা পুত্র আনন্দ ভোঁসলে। মায়ের মৃত্যুর এই ভুয়ো খবরে খুব স্বাভাবিকভাবেই রেগে কাঁই। ETimes-কে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন'। ১ জুলাই সোশ্যাল মিডিয়ায় শাবানা শেখ নামের এক ব্যক্তির পোস্ট ঘিরে জল্পনার সূত্রপাত। তিনি ফেসবুক আশা ভোঁসলের ছবিতে মালা পরানো একটি পোস্ট শেয়ার করেন। আর ক্যাপশনে লেখা, 'বিশিষ্ট সংগীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান। ২০২৫-এর ১ জুলাই সংগীতের একটা যুগের অবসান ঘটল।'
/indian-express-bangla/media/post_attachments/90e57054-084.jpg)
রূপোলি দুনিয়ার তরকাদের নিয়ে প্রায়ই রটে যায় ভুয়ো খবর। বর্ষীয়ান শিল্পীদের নিয়ে এমন ঘটনার নজির প্রায়ই দেখা যায়। প্রয়াত অভিনেতা দিলীপ কুমার থেকে লতা মঙ্গেস্কর, বর্ষীয়ান তারকা শক্তি কাপুর এমনকী অমিতাভ বচ্চনকে নিয়েও রটে গিয়েছিল মৃত্যুর ভুঁয়ো খবর। সেই তালিকায় জুড়ে গেলেন কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলেও। এই খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠায় কাশ্মীর টু কন্যাকুমারী। আসমুদ্রহিমালচল জুড়ে রয়েছে আশা ভোঁসলের ভক্ত। প্রত্যেকেই সত্যিটা জানার চেষ্টা করছেন। পরিচিতরা খোঁডজ নিতেই একপ্রকার তিতিবিরক্ত হয়ে ময়দানে নেমেছেন প্রবীণ সংগীতশিল্পী আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে।
গত মার্চ মাসে রটে গিয়েছিল প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার প্রয়াণের খবর। ৯১ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ভক্তমহলে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় সত্যিটা জানিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার ছেলে সুচিন্দ্রা বালি। তিনি জনান, মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বর্ষীয়ান অভিনেত্রী বৈজয়ন্তীমালা সুস্থ আছেন। তারকা পুত্র ইন্সটা স্টোরিতে একপ্রকার ক্ষোভ উগরে দিয়ে লেখেন, 'ডঃ বৈজয়ন্তীমালা শারীরিকভাবে সুস্থ আছেন। যা রটেছে তা সম্পূর্ণ ভুয়ো। কিছু খবর চাউর করার আগে বিবেচনা করা উচিত।'
আরও পড়ুন প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রী ! খবর রটতেই সত্যিটা জানালেন বৈজয়ন্তীমালার পুত্র
হিন্দি সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী বৈজয়ন্তীমালা। মৃত্যুর ভুয়ো খবর রটে যাওয়ার কয়েকদিন আগেও তাঁকে স্টেজ পারফর্ম করতেও দেখা গিয়েছে। বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যামাত্র। এখনও ফিট অ্যান্ড ফাইন বলউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারিতে চেন্নাইয়ের কলা প্রদর্শনীতে ভরতনাট্যম প্রদর্শন করেছেন। ৯১ বছর বয়সে তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স আর ফিটনেসে মুগ্ধ আজকের প্রজন্ম। স্বনামধন্য অভিনেত্রী হিসেবে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন বৈজয়ন্তীমালা। দীর্ঘ ছয় দশক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন। একাধারে তিনি ধ্রুপদী নৃত্যশিল্পের একজন লেজেন্ড তেমনই ডাকসাইটে সুন্দরী। সিনেমার পর্দায় তাঁর সৌন্দর্য আজও ভোলেনি দর্শক।
আরও পড়ুন প্রয়াত স্ত্রীর ইচ্ছেগুলো বঁচিয়ে রাখতে বিরাট পদক্ষেপ, লাইমলাইটে থাকতে হাতিয়ার শেফালি! পরাগ বললেন...