Asha Bhosle Husband: শুক্রবার সাতসকালে আচমকা রটে যায় প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে! এই খবরে তোলপাড় বিনোদুনিয়া। অনেকে তো আবার এই গভীর শোকপ্রকাশও করেছেন। কারও আবার বিশ্বাসই হচ্ছে না লেজেন্ডারি শিল্পী আশা ভোঁসলে আর নেই। চর্চার মাঝে সত্যিটা জানালেন আশা পুত্র আনন্দ ভোঁসলে। মায়ের মৃত্যুর এই ভুয়ো খবরে খুব স্বাভাবিকভাবেই রেগে কাঁই। ETimes-কে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন'। সাম্প্রতিক অতীতে কবিতা ছিব্বারের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খুলেছিলেন। বাড়ির অমতে বিয়ে করে কী ভাবে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন সেই ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
কিংবদন্তী সংগীতশিল্পী ভালবেসে বিয়ে করেছিলেন জ্ঞানপাত্র ভোঁসলেকে। তারপর জীবন ঠিক কতটা বদলে গিয়েছিল? আশা বলেছিলেন, 'আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি। আমার থেকে ২০ বছরের বড় ছিলেন। প্রেম করে বিয়ে করেছিলাম বলে অনেকদিন আমার সঙ্গে কথা বলেননি। এই বিয়েটা মেনে নিতে পারেননি। ওঁর পরিবার এতটাই রক্ষণশীল যে সংগীতজগৎ-এর মেয়েকে বউ হিসেবে মান্যতা দিতে অসুবিধা হত।' শুধু শ্বশুরবাড়ির সদস্য নয় স্বামীর অত্যাচারও সহ্য করতে হয়েছে আশাকে। তবুও কখনও কারও দিকে অভিযোগের আঙুল তোলেননি।
কিংবদন্তী সংগীতশিল্পী বলেছিলেন, 'চরম দুর্ব্যবহারের সঙ্গে জুটেছিল অত্যাচারও। আমার গর্ভে যখন ছোট ছেলে আনন্দ তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়। তখন আমি মা, দিদি, ভাইয়ের কাছে ফিরে যাই। তবে আমি কারও বিরুদ্ধে কখনও কোনও অভিযোগ করিনি। আমার মনে হয় যদি আমার মিস্টার ভোঁসলের সঙ্গে সাক্ষাৎ না হত তাহলে আমার জীবনে এই তিন সুন্দর সন্তান উপহার পেতাম না।'
আরও পড়ুন আজ 'আশা' নেই! কিংবদন্তী সংগীতশিল্পীর মৃত্যুর খবরে তোলপাড়, মুখ খুললেন ছেলে
আর জে আনমলের ইউটিউব চ্যানেলে শেষ ইচ্ছে প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'গান আমার জীবন। মন দিয়ে গান গেয়েছি। ৩ বছর বয়স থেকে ক্লাসিক্যাল গাইতে শুরু করেছিলাম বাবার হাত ধরে। পুরো জীবনটা চলে গেল এতেই। এবং এখন আমার এই একটাই ইচ্ছে, গাইতে গাইতে যেন আমার শেষ নিঃশ্বাস পড়ে।' প্রসঙ্গত, গত মার্চ মাসে রটে গিয়েছিল প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার প্রয়াণের খবর। ৯১ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ভক্তমহলে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় সত্যিটা জানিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার ছেলে সুচিন্দ্রা বালি।
তিনি জনান, মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বর্ষীয়ান অভিনেত্রী বৈজয়ন্তীমালা সুস্থ আছেন। তারকা পুত্র ইন্সটা স্টোরিতে একপ্রকার ক্ষোভ উগরে দিয়ে লেখেন, 'ডঃ বৈজয়ন্তীমালা শারীরিকভাবে সুস্থ আছেন। যা রটেছে তা সম্পূর্ণ ভুয়ো। কিছু খবর চাউর করার আগে বিবেচনা করা উচিত।'
আরও পড়ুন প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রী ! খবর রটতেই সত্যিটা জানালেন বৈজয়ন্তীমালার পুত্র