Madhuri Dixit: অনুষ্ঠানে ৩ ঘণ্টা দেরি-টাকা ফেরৎ-এর দাবি! মাধুরীর শো ঘিরে তুলকালাম, অনলাইনে ভাইরাল ভিডিও

Madhuri Dixit Canada event: মেলবোর্নের কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর জন্য গায়িকা নেহা কক্করকে জনগণের রোষের মুখে পড়তে হয়েছিল। সেই একই ঘটনার ছায়া মাধুরী দিক্ষীতের জীবনেও। জেনে নিন বিস্তারিত।

Madhuri Dixit Canada event: মেলবোর্নের কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর জন্য গায়িকা নেহা কক্করকে জনগণের রোষের মুখে পড়তে হয়েছিল। সেই একই ঘটনার ছায়া মাধুরী দিক্ষীতের জীবনেও। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Madhuri Dixit: মেলবোর্নের কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর জন্য গায়িকা নেহা কক্করকে জনগণের রোষের মুখে পড়তে হয়েছিল। সেই একই ঘটনার ছায়া মাধুরী দিক্ষীতের জীবনেও। এই মুহূর্তে বলিউডের ডান্সিং ক্যুইন মাধুরী দিক্ষীতকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। নেপথ্যে কানাডা সফরের নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছানো। এই ঘটনায় উপস্থিত দর্শকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায়  ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। কাঠগোড়ায়  অনুষ্ঠানের আয়োজকরাও, প্রশ্ন উঠেছে তাঁদের দক্ষতা নিয়েও।  

Advertisment

ইতিমধ্যেই অনুষ্ঠানের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে মাধুরী মঞ্চে পারফর্ম করছেন। ভিডিওটির উপর লেখা, 'যদি একটা পরামর্শ দিতে পারতাম সেটা হবে মাধুরী দীক্ষিতের অনুষ্ঠানে যাবেন না। আপনার টাকা বাঁচান।' সামাজিক মাধ্যমে অনেকে অনুষ্ঠানটিকে 'অগোছালো', 'অত্যন্ত খারাপভাবে সংগঠিত' এবং 'সময়ের অপচয়' বলেও বর্ণনা করেছেন।

Advertisment

একজন ক্ষুব্ধ দর্শক অনলাইনে লিখেছেন, 'এটা ছিল সবচেয়ে বাজে একটা শো। একেবারে অগোছালো, বিজ্ঞাপনে কোথাও বলা হয়নি যে তিনি শুধু কথা বলবেন আর প্রতিটি গানে দুই সেকেন্ড নাচবেন। প্রমোটাররা একদমই ঠিকভাবে আয়োজন করেননি। অনেকেই মাঝপথে বেরিয়ে গিয়েছেন। অনেকে রিফান্ড চাইছিলেন। তিনি যতই ভাল অভিনেত্রী ও মানুষ হোন না কেন যাঁরা গিয়েছিলেন প্রত্যেকে একমত যে এই অনুষ্ঠান একদম বাজে ছিল।'

আরও পড়ুন বাংলায় কাজ করতে চাই কিন্তু বাজেটের জন্য কেউ ডাকে না, ভাল চরিত্র পেলে কম্প্রোমাইজ করতে রাজি: সুস্মিতা

অপর এক ব মন্তব্য করেছেন, 'অন্যতম খারাপ একটি শো। দর্শকদের সময়ের কোনও মূল্যই দেওয়া হয়নি। তিন ঘণ্টা দেরিতে শুরু হল আর তারপর একগুচ্ছ বোরিং কথাবার্তা।' উপস্থিত দর্শকদের দাবি, টিকিটে উল্লেখ ছিল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, কিন্তু তা শুরু হয় রাত ১০টা নাগাদ। অনেকেই শো শেষ হওয়ার আগেই চলে যান। এক দর্শক লিখেছেন, 'আমি রাত ১১টা ০৫ মিনিটে বেরিয়ে এসেছ কারণ পরের দিন আমার কাজ ছিল। জানি না এটা আয়োজকদের সিদ্ধান্ত ছিল নাকি তাঁর? কিন্তু অনুষ্ঠানটা একেবারেই দেরিতে শুরু হয়েছিল, যা দর্শকদের সময়ের প্রতি অসম্মান।'

আরও পড়ুন আত্মবিশ্বাসের অভাব-অস্ত্রোপচারের সিদ্ধান্ত, Fabulous Lives of Bollywood Wives খ্যাত শালিনীর কঠিন লড়াইয়ের গল্প জানেন?

কিছু মানুষ আয়োজকদের বিরুদ্ধে Consumer Protection Ontario-তে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার দাবি তুলেছেন। তবে সমালোচনার মাঝেও কিছু অনুরাগী মাধুরীর পক্ষেই মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, 'তিনি বরাবরের মতোই আশানুরূপ পারফর্ম করছেন! এটা সম্ভবত প্রোডাকশন বা ম্যানেজমেন্টের সমন্বয়জনিত সমস্যা।' আরেকজন যোগ করেছেন, 'মাধুরী দীক্ষিত অসাধারণ। প্রকৃত ভক্তরা তাঁর এক ঝলক পেলেও খুশি হবে। যদি আয়োজনে সমস্যা হয়ে থাকে সেটা তাঁর দোষ নয়। ওঁর উপস্থিতিই এক বিশেষ অভিজ্ঞতা।' এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত মাধুরী দীক্ষিত বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন 'শিল্পীর সীমা থাকবে কিন্তু জনগণের?' বোনের বদনামীতে সকলকে ধুয়ে দিলেন টনি

Madhuri Dixit