/indian-express-bangla/media/media_files/2025/11/02/cats-2025-11-02-19-01-23.jpg)
অভিনেত্রীর কঠিন লড়াই
Shalini Passi-Fabulous Lives of Bollywood Wives: 'ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস'-এ উপস্থিতির পরই স্টাইল আইকন হিসেবে থেকেই শালিনী পাশির জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর স্বতঃস্ফূর্ততা, আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যই দর্শকমহলে সকলের প্রিয়। গ্ল্যামারস এই সিরিজে সুকৌশলে 'না' বলতে পারার ক্ষমতাই তাঁকে সকলের থেকে আলাদা করে তুলেছে। সিরিজটি সম্প্রচারিত হওয়ার মাসখানেক পরও শালিনীকে মানুষ আজও ভালোবাসে শুধুমাত্র তাঁর বাস্তববাদী মানসিকতা এবং সততার জন্য। কিন্তু এই আত্মবিশ্বাসের আড়ালে রয়েছে এক কঠিন লড়াই। সম্প্রতি Humans of Bombay-এর সঙ্গে এক আলাপচারিতায় শালিনী তাঁর আত্মবিশ্বাস অর্জনের লড়াইয়ের গল্প শোনান। জীবনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তিনি প্রায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন।
সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে এবং শুটিং শুরুর আগের সময় একটু 'কুল' হতে চেয়েছিলাম। তিনি বলেন, 'আমি খুব সচেতন ছিলাম। নিজেকে বলতাম, এখন তো আমি ক্যামেরার সামনে যাব। ভিক্টোরিয়ান যুগের মেয়ে মনে হলে চলবে না। সত্যি বলতে কী, আমি গালি শেখার চেষ্টা করেছিলাম। সবাই যেমন কুল ভাবে কথা বলে তেমন করেই কথা বলারও চেষ্টা করেছিলাম।' তিনি আরও জানান, 'আমি আট বছর ধরে ইংরেজি শিখছি কারণ আগে আমি তোতলাতাম। কঠিন শব্দ উচ্চারণ করতে পারতাম না তাই ভেবেছিলাম এখন সময় এসেছে কুল হওয়ার কিন্তু পারিনি।'
শালিনীর বন্ধুরাও তাঁর এই শোতে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর কথায়, 'যখন আমি সিরিজে সই করলাম অনেক বন্ধু ফোন করে বলল, করো না শালিনি তুমি খুব সাদামাটা। এই শো তোমার জন্য নয়। কিন্তু এখন তাদের সকলের মত বদলে গিয়েছে।' তবে পর্দায় যত শান্ত দেখালেও, শালিনির নিজের চেহারা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছেন।
আরও পড়ুন পরিবারে উৎসবের আমেজ, বউদির সাধ মিটতেই বাগদান সারলেন জনপ্রিয় টলিউড অভিনেতা
সেই প্রসঙ্গে শালিনীর মত, 'আমি খুব একটা হাসি না কারণ মনে হয় আমার নাকটা বড়। এখন অবশ্য কনট্যুর করি কিন্তু অনেক বছর আমি হাসি এড়িয়ে চলতাম। কারণ মনে হতো এতে নাকটা আরও বড় লাগে। অনেকদিন ধরে আমি ভাবতাম আমার দাঁতগুলো খুব হলদেটে দেখায় কারণ আমার গায়ের রং ফর্সা। কিন্তু এখন মনে হয় ক্যামেরায় সব ঠিকই লাগে।'
সেই সাক্ষাৎকারে শালিনী জানান, কীভাবে একসময় তিনি প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। যতক্ষণ না এক চিকিৎসকের কথায় তাঁর দৃষ্টিভঙ্গিতে বদল আসে। তিনি বলেন, 'প্রায় ২০ বছর আগে আমি নিউ ইয়র্কে এক প্লাস্টিক সার্জনের কাছে গিয়েছিলাম। আমাকে দেখে বললেন, আমি জানি আপনি কেন এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, আপনার নাকের জন্য। আমি বললাম, ঠিকই বলেছেন।'
আরও পড়ুন 'পাক্কা ক্রিমিনাল', ক্যাটরিনার গোপন ছবি ফাঁস করতেই ফুঁসে উঠলেন সোনাক্ষী
তখন শালিনীকে চিকিৎসক পালটা কী বলেছিলেন? 'এই নাকটা হয়তো আপনার দাদার বা মায়ের কাছ থেকে পেয়েছেন। আমি বললাম, হ্যাঁ, দাদার। তখন তিনি বললেন, আপনার নাকই আপনার চরিত্রের পরিচয়। আমি চাইলে এটা বদলে দিতে পারি কিন্তু তাতে আপনার মুখটাই বদলে যাবে। আর সেটা তখন আপনার মুখ থাকবে না।'
এই কথাটাই ভাবনাচিন্তায় বদল এনেছিল। Fabulous Lives of Bollywood Wives-এর শালিনী বলেন, ওই কথাটাই আমাকে ক্লিনিক থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল। সেদিনের পর থেকেই আমি ওই চিন্তা বাদ দিয়েছি। এখন আমি গর্বের সঙ্গে বহন করি যা কিছু আমার পরিবারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us