/indian-express-bangla/media/media_files/2025/07/13/cats-2025-07-13-15-45-47.jpg)
স্বামীর জন্য কী নিয়ে গিয়েছিলেন মাধুরী?
Madhuri Dixit: নয়ের দশকের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ধক ধক গার্ল মাধুরী দিক্ষীত। অভিনয় প্রতিভা আর নৃত্যশৈলী ১৩ থেকে ৮৩-এর মন জয় করত। ভিন্ন স্বাদের চরিত্রে মাধুরীর অনবদ্য অভিনয় বারবার দর্শকের মন ছুঁয়ে যেত। বিয়ের পর বেশ কিছুদিন রূপোলি দুনিয়া থেকে দূরে ছিলেন, তবে রিয়্যালিটি শোয়ের মঞ্চে মাধুরীর নাচ দেখে যেন দুধের স্বাদ ঘোলে মেটাত ভক্তরা। চিকিৎসক shriram nene-র সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হওয়ার পর বিদেশেই সংসার পাতেন মাধুরী।
১৯৯৯ সালে মুম্বই ছেড়ে পাকাপাকিভাবেই বিদেশে চলে যান। কর্মরত মহিলা না হয়ে হোম মেকার হতে চয়েছিলেন মাধুরী। সকালে উঠে স্বামীর জন্য জলখাবার বানানো, সংসার সামালানোতে মন দিয়েছিলেন অভিনেত্রী। ভাল রান্না করে shriram nene-কে খাওয়ানোর জন্য একটি রান্নার বইও সঙ্গে রাখতেন মাধুরী।
সিমি গেরেওয়ালের সঙ্গে একটি সাক্ষাৎকারে মাধুরী বলেছিলেন, ভোর সাড়ে পাঁচটায় উঠে প্রাতঃরাশ বানিয়ে shriram nene-কে দিতেন। হাসপাতালে চলে যাওয়ার পর আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিতেন। অভিনেত্রী বলেছিলেন, 'আমি প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় উঠে ওঁর জন্য জলখাবার তৈরি করি। বেরিয়ে গেলে আবার আমি একটু ঘুমিয়ে নিই।'
রান্না প্রসঙ্গে যখন সিমি প্রশ্ন করেন তখন মাধুরী বলেন, 'আমি নিজেই মাঝেমধ্যে অবাক হয়ে যাই। ডঃ নেনেও চমকে যায়। রান্নায় কিছু ভুলভ্রান্তি হলেও কখনও কিছু বলেন না, বরং ভাল সার্টিফিকেটই দেন।' মার্কিন যুক্তরাষ্ট্রে যে চিংড়ি বিক্রি হয় সেগুলো রান্না করাই থাকে। কিন্তু, মাধুরী তো সেটা জানতেন না। যখন মশালা প্রণ বানালেন তখন সেগুলো অনেক কষ্ট করে চিবিয়ে খেতে হয়েছিল।
আরও পড়ুন মুসলিম হওয়ার খেসারত দিতে হল গায়ককে! সম্পর্ক নিয়ে মুখ খুললেন অমাল মালিক
মাধুরীর সংযোজন, 'আমার কাছে একটা ভারতীয় রান্নার বই ছিল। ওটা দেখেই আমি মশালা প্রণ ওঁর জন্য বানিয়েছিলাম। সেগুলো তো একেবারে রবারের মতো ছিবড়ে হয়ে গিয়েছিল, তবুও চিবিয়ে খেয়েছিল। গিলে নেওয়া অসম্ভব ছিল।' বিয়ের পর মাধুরীর মনে হয়েছিল একজন চিকিৎসক এত মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তিনি শুধু বিনোদন দিচ্ছেন।
নিজের কাজের থেকেও স্বামীর পেশাকে বেশি সম্মান করেন মাধুরী। অভিনেত্রীর দাবি, তাঁর কাজের থেকে shriram nene-এর কাজ সমাজকে অনেক বেশি প্রভাবিত করে। ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এক দশকের বেশি সময় সেখানেই ছিলেন। ২০১১-এ ভারতে ফিরে আসেন কারণ Dr Nene ওখানে আর প্র্যাকটিস করেন না।
আরও পড়ুন সুখী দাম্পত্যের জন্য মেয়েকে কী মন্ত্র দিয়েছিলেন তারকা মম শর্মিলা? ফাঁস করলেন সোহা