/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/madhuri759.jpg)
ছেলে আরিনের সঙ্গে মাধুরী। ফোটো- মাধুরীর ইনস্টাগ্রাম
বলিউডের ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত নেনে ইনস্টাগ্রামে ছেলে আরিনের সঙ্গে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। ক্লিপে দেখা যাচ্ছে মাধুরী দীক্ষিত নাচের অনুশীলনে মগ্ন এবং ছেলে, আরিন তবলা বাজাচ্ছে।
যদিও কিছুক্ষণ পর দেখা গেল মাধুরীর কাছে নাচের তালিম নিচ্ছেন তাঁর ছেলে। ডান্স ফ্লোর একসঙ্গে মাতাচ্ছেন মাধুরী ও আরিন। তবে মজার ছলে হলেও নিজের সেরাটা দিয়ে ছেলেকে সঙ্গত দিলেন মাধুরী।
আরও পড়ুন, করোনাজয়ীদের সাক্ষাৎকার নিলেন কার্তিক, উঠে এল অজানা তথ্য
ক্যাপশনে মাধুরী লিখেছেন, ''কোয়ারেন্টাইন আামাদের সেই সমস্ত কিছু করার সুযোগ করে দিয়েছে যা আমরা চিরকাল করতে চেয়েছি। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, এই ইচ্ছেটা আমার ছিল।''
আরও পড়ুন, সেলিনার কামব্যাক ছবি ‘সিজনস গ্রিটিংস’ মুক্তি পেল অনলাইন, রইল ট্রেলার
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও। কলঙ্ক ছবিতে শেষবার দেখা গিয়েছিল বাহার বেগম-এর চরিত্রে।
Read the full story English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন