/indian-express-bangla/media/media_files/2025/10/15/pankaj-dheer-death-2025-10-15-14-11-15.jpg)
চলে গেলেন অভিনেতা
Pankaj Dheer passes away: বিপুল জনপ্রিয়তা অর্জনকারী শো, মহাভারত-এ কর্ণের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা পঙ্কজ ধীর। আর আজ বেলা গরইেতা জানা গিয়েছে, ১৫ অক্টোবর ২০২৫-এ মুম্বাইয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। অভিনেতার মৃত্যু নিশ্চিত করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ)।
শুক্রবার বিকেল ৪:৩০ টায় মুম্বইয়ের ভিলে পার্লে (পশ্চিম) পবন হংসের পাশে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পঙ্কজ ধীর তাঁর দীর্ঘ অভিনয় জীবনে বহু চলচ্চিত্র ও ধারাবাহিকের অংশ ছিলেন। তবুও, কর্ণের চরিত্র তাঁকে সারা দেশে সুপরিচিত করেছে। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "বহু বছর ধরে মানুষ আমাকে ভালোবেসেছে। স্কুলের ইতিহাস বইয়েও কর্ণের উল্লেখ থাকলে, আমার ছবি ব্যবহৃত হয়। এমনকি আমার জন্য নির্মিত মন্দিরগুলিতেও আমি গিয়েছি। আট ফুট উঁচু মূর্তিতে মানুষ এসে পূজা করে।"
তিনি আরও জানান, মহাভারতের অন্যান্য সংস্করণে অভিনয়ের প্রস্তাব পেয়েও সেগুলো প্রত্যাখ্যান করেছেন। তাঁর কথায়, "আমি কর্ণের চরিত্র করেছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার এই সিদ্ধান্ত টাকার জন্য নয়, বরং ভক্তদের প্রতি শ্রদ্ধার জন্য।"
মহাভারতের বাইরে, পঙ্কজ ধীর বহু ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জীবনে দারুণ সব প্রশংসা পেয়েছেন। শাহরুখ খানের 'বাদশাহ', সলমন খান ও জামিন অভিনীত 'তুমকো না ভুল পায়েঙ্গে', অজয় দেবগন অভিনীত, আরও অনেক সিনেমাতে তাঁকে দেখা গিয়েছ। এবং টিভিতেও বেশ কিছু অভিনয় করেছেন তিনি। 'সসুরাল সিমর কা', 'রাজা কি আয়েগি বারাত' মতো টিভি শোতেও অভিনয় করেছেন।
তিনি অভিনেতা নিকিতিন ধীর-এর বাবা, যিনি ‘এক বীর স্ত্রী কি কাহানি’ এবং ঝাঁসি কি রানী-র মতো প্রজেক্টে পরিচিত। পঙ্কজ ধীরের মৃত্যুতে চলচ্চিত্র ও টিভি জগত শোকাহত, তাঁর অবদান ও কর্ণ চরিত্রের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।