Mahanayak Uttam Kumar: 'আমরা দুজন দুজনের প্রেমে পড়েছিলাম..', মহানায়ককে নিয়ে স্পষ্টকথা সৌমিত্রর

Uttam Kumar praised by Soumitra Chatterjee: মহানায়ককে নিয়ে সৌমিত্র ভীষণ ফ্যাসিনেটেড ছিলেন। তাই তো, কেবল যখন একটা বিশেষণে তাঁকে দাগিয়ে দেওয়া হয়েছিল, তখনই প্রতিবাদ করেছিলেন।

Uttam Kumar praised by Soumitra Chatterjee: মহানায়ককে নিয়ে সৌমিত্র ভীষণ ফ্যাসিনেটেড ছিলেন। তাই তো, কেবল যখন একটা বিশেষণে তাঁকে দাগিয়ে দেওয়া হয়েছিল, তখনই প্রতিবাদ করেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mahanayak Uttam Kumar reaction by soumitra chattopadhyay entertainment news

Uttam - Soumitra: মহানায়ককে নিয়ে কী বলেছিলেন সৌমিত্র? Photograph: ( ফাইল)

Mahanayak Uttam Kumar: মহানায়ক উত্তম তিনি, তাঁকে সহজে কোনও বিশেষণে বিঁধে ফেলা নিশ্চই সম্ভব না। সেই কারণেই তো তাঁকে নিয়ে এহেন মন্তব্য সৌমিত্র নিজেও পছন্দ করেননি। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেও উত্তম বাবুর গুণগ্রাহী ছিলেন। শুধু তাই নয়, তাঁকে নিয়ে নানা জায়গায় তিনি কথা বলেছেন। কেউ কেউ তো এমনও বলতেন, সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি উত্তমের প্রতিদ্বন্দ্বী ছিলেন...

Advertisment

অনেকে এমন দাবি করতেন, যতই সত্যজিতের মানসপুত্র সৌমিত্র হন না কেন, উত্তম তাঁর কাছে 'নায়ক' - ই ছিলেন। তাই তো, যখন উত্তমকে তাঁর দরকার পড়েছে, তিনি সৌমিত্রর কথা ভাবেননি। উত্তমের আদরের পুলুকে নিয়ে নানা কথা শোনা যায়। কিন্তু, মহানায়ককে নিয়ে সৌমিত্র ভীষণ ফ্যাসিনেটেড ছিলেন। তাই তো, কেবল যখন একটা বিশেষণে তাঁকে দাগিয়ে দেওয়া হয়েছিল, তখনই প্রতিবাদ করেছিলেন।

আরও পড়ুন  -   Uttam Kumar: কেন তিনি মহানায়ক? আসল কারণ জানলে আবার উত্তমের প্রেমে পড়বেন! 

সৌমিত্র চট্টোপাধ্যায়কে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি নাকি মেধাবী অভিনেতা এবং মহানায়ক নাকি পপ আইকন? প্রশ্ন শুনেই থামিয়ে দিয়েছিলেন তিনি। জবাবে বলেছিলেন, এইসব উপাধি আমার একদম পছন্দ না। একজন অভিনেতা অবশ্যই মেধাবী হবেন। তাঁর পা মাটিতেই থাকবে। মেধাবী না হলে কেউ এত সহজে জনপ্রিয়তা পায় না। সিনেমায় আসার আগে থেকেই আমি উনাকে চিনতাম।"

Advertisment

আরও পড়ুন -   Srabanti chatterjee Divorce: 'আমার বস' মুক্তির আগে বিয়ের বন্ধন থেকে মুক্ত, শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদে সিলোমহর রোশনের

মহানায়কের ছেলের বিয়েতে গিয়েই এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। কিন্তু, কাজের অভিজ্ঞতা? সৌমিত্র বলেন, প্রথমবার উনার সঙ্গে আমার দেখা হয়, আমার বোনের বিয়েতে। আমার ভগ্নিপতির ভাল বন্ধু ছিলেন তিনি। তপন সিনহার ঝিন্দের বন্দীতে একসঙ্গে কাজ করি প্রথম। সেটের বাইরে কাজ করতে গিয়ে আমরা একে অপরের প্রেমে পরে যাই... এটুকু বলেই হেসে ওঠেন পর্দার ফেলুদা। প্রসঙ্গে, মহানায়কের অভিনয়ে মুগ্ধ ছিলেন তিনি। বারবার তাঁর প্রশংসা করেছেন। উত্তমকে নিয়ে তিনি এমনও বলেছিলেন, চিরদিন আমাদের বন্ধুত্ব অটুট ছিল।

soumitra chatterjee Uttam Kumar Bollywood Actor tollywood tollywood news