Uttam Kumar: কেন তিনি মহানায়ক? আসল কারণ জানলে আবার উত্তমের প্রেমে পড়বেন!

Mahanayak Uttam Kumar: তিনি বাংলা সিনে ইন্ডাস্ট্রির এমন এক নাম, যার কাট আউট আজও সামনে থাকলে সবাই একবার হলেও দাঁড়িয়ে যান। সেই মানুষটা স্ক্রীপ্ট না দেখে অভিনয় করবেন, এও আবার হয়? যতই নামজাদা পরিচালক হন না কেন…

Mahanayak Uttam Kumar: তিনি বাংলা সিনে ইন্ডাস্ট্রির এমন এক নাম, যার কাট আউট আজও সামনে থাকলে সবাই একবার হলেও দাঁড়িয়ে যান। সেই মানুষটা স্ক্রীপ্ট না দেখে অভিনয় করবেন, এও আবার হয়? যতই নামজাদা পরিচালক হন না কেন…

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Uttam Kumar said to basu bhattacharya on griha pravesh shooting I'm uttam kumar

Uttam Kumar: কেন ফ্লোর ছেড়েছিলেন তিনি... Photograph: (ফাইল চিত্র )

Mahanayak Uttam Kumar: তিনি উত্তম কুমার! একথা ভুললে নিশ্চই হবে না। এবং সেকথা নিজেই প্রমাণ দিয়েছিলেন মহানায়ক। অনেক সময় এমন হয়, যে তারকারা বর্ষীয়ান পরিচালকের কাছে ছবির স্ক্রীপ্ট প্রসঙ্গে জানতে চান না। শাহরুখ খান নিজেই একবার বলেছিলেন যশ চোপড়ার কাছে তিনি কোনোদিন স্ক্রীপ্ট নিয়ে জানতে চাননি। কিন্তু, প্রসঙ্গে যখন মহানায়ক তখন এটা সম্ভব না।

Advertisment

আরও পড়ুন  - ফিরে দেখা সুচিত্রার সেরা ৫ ছবি, কিছু মিস হলো না তো?

তিনি বাংলা সিনে ইন্ডাস্ট্রির এমন এক নাম, যার কাট আউট আজও সামনে থাকলে সবাই একবার হলেও দাঁড়িয়ে যান। সেই মানুষটা স্ক্রীপ্ট না দেখে অভিনয় করবেন, এও আবার হয়? যতই নামজাদা পরিচালক হন না কেন, উত্তম বাবু মানেই সি নিদারুণ সুন্দর এক চার্ম। তাঁর হাসি থেকে তাকানো কিংবা হাতের সিগারেট ধরা সবকিছুই ছিল আইকনিক। সেই মানুষটি গোটা একটা সিনেমায় অভিনয় করবেন আর স্ক্রীপ্ট দেখবেন না? কিন্তু এক সিনেমায় শুধু স্ক্রীপ্ট তাঁকে দেখানো হয়নি বলে ফ্লোর ছেড়েছিলেন মহানায়ক।

আরও পড়ুন  -  এতকিছুর পর হাতে পেয়ারা ধরালেন উত্তম? ফ্যালফ্যাল করে চেয়ে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন?

Advertisment

তাঁকে এমনি এমনি নিশ্চই মহানায়ক বলা হয় না। চলছিল বাসু ভট্টাচার্যের গৃহপ্রবেশ ছবির শুটিং। সেই ছবি নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারণ, এহেন আইকনিক ছবি খুব কম হয়। এবং, সেই ছবির শুটিং উপলক্ষে উত্তম তখন ফ্লোরে। বাসু ভট্টাচার্য পরিচালক হিসেবে খুব স্ট্রিক্ট ছিলেন। এবং অভিনেতা উত্তম পরিচালকের কাছে স্ক্রীপ্ট দেখতে চেয়েছিলেন। কিন্তু, পরিচালক বলেন, আমি বাসু ভট্টাচার্য, আমি কাউকে স্ক্রীপ্ট দেখাই না। তারপর?

'প্রচণ্ড গায়ের জোর ছিল...', মহানায়ক উত্তমকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা?

উত্তম যে উত্তম-ই! তিনি যে অভিনয় করতে শিখেছেন। এবং তিনি অভিনয়কে পুজো করতেন। আপোস করতে পারেননি কোনোদিন। সেদিন ও পারেননি। অভিনেতা হিসেবে স্ক্রীপ্ট দেখবেন না? নিশ্চই না। বরং তিনি পাল্টা উত্তরে বলেছিলেন, আমিও উত্তম কুমার, স্ক্রীপ্ট না দেখে অভিনয় করি না।" তারপর আর ফিরে দাঁড়াননি। বরং ফ্লোরে ছেড়ে চলে এসেছিলেন। এবং পরবর্তীতে এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার। বিপরীতে শর্মিলা ঠাকুর। এমনকি, উত্তম বাবু কেন যে বাসুবাবুর সঙ্গে মানিয়ে নিতে পারলেন না, একথা তাঁর ভক্তরাও বুঝতে পারেন না।

'সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পরম সৌভাগ্যের', মহানায়িকার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি দর্শনার

Uttam Kumar Tollywood Actress tollywood news