Uttam Kumar: 'নায়কে'র সাজে মহানায়ক, উত্তমের কালো স্যুট এবং সানগ্লাসের নেপথ্যের গল্প জানেন...?

Mahanayak Uttam Kumar: শোনা যায়, নায়ক নাকি উত্তমের ১১৪তম ছবি। এবং এই ছবির আগেই তাঁর ভীষণ শরীর খারাপ হয়। সত্যজিতের সঙ্গে কাজ বলে কথা। পরিচালক বেশ কিছু নিয়ম মেনেই চলতেন...

Mahanayak Uttam Kumar: শোনা যায়, নায়ক নাকি উত্তমের ১১৪তম ছবি। এবং এই ছবির আগেই তাঁর ভীষণ শরীর খারাপ হয়। সত্যজিতের সঙ্গে কাজ বলে কথা। পরিচালক বেশ কিছু নিয়ম মেনেই চলতেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Uttam Kumar said to basu bhattacharya on griha pravesh shooting I'm uttam kumar

Uttam Kumar: উত্তমের এই লুকের নেপথ্যের গল্প জানেন? Photograph: (ফাইল চিত্র )

Uttam Kumar in Satyajit Ray's Nayak: তিনি মহানায়ক উত্তম কুমার। তিনি কিই না পারেন। সবথেকে বড় কথা, তাঁর কাজের স্পৃহার সামনে কোনও কিছুই পাত্তা পাননা। বরং কাজের কারণে তিনি নিজের শরীরে থাকা রোগ এবং দাগকেও এড়িয়ে চলতে পারেন। মহানায়ক উত্তম মানেই বেশ কিছু ভাল ছবি আর দারুণ কিছু গল্প। আর মাস্টার সত্যজিৎ রায়ের সঙ্গে যখন তিনি নায়ক ছবি করছেন, ঠিক তখন নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। নায়ক ছবিতে উত্তমের চেহারা, তাঁর সিগারেট ধরার স্টাইল সবটাই যেন আইকনিক হয়ে উঠেছিল। আর সত্যজিৎ তাঁর পছন্দের নায়কের জন্য বেশ কিছু কাজও করেছিলেন।

Advertisment

শোনা যায়, নায়ক নাকি উত্তমের ১১৪তম ছবি। এবং এই ছবির আগেই তাঁর ভীষণ শরীর খারাপ হয়। সত্যজিতের সঙ্গে কাজ বলে কথা। পরিচালক বেশ কিছু নিয়ম মেনেই চলতেন। কিন্তু, মিস্টার রায় যে কী সাংঘাতিক পার্টিকুলার ছিলেন এসব বিষয়ে, সেকথা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। মহানায়ক এই ছবিতে এক সুপারস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবং এই ছবির আগেই উত্তমের জল বসন্ত হয়েছিল। দাগ ছিল স্পষ্ট, তারপরেও তিনি মেকাপ ছাড়াই অভিনয় করেছিলেন।

আমি নাস্তিক, কিন্তু ভোগের অতীন না হয়ে উঠলে তো অভিনেতা না, অ্যাক্টিভিস্ট…

টাকার চোরাবালি দৃশ্য :

Advertisment

নায়ক ছবিতে এক আইকনিক দৃশ্যের কথা অনেকেই জানেন।  যেখানে দেখা যাচ্ছে উত্তম টাকার চোরাবালিতে ক্রমশই ঢুকে যাচ্ছেন। আর এই দৃশ্য তৈরি হওয়ার নেপথ্যে এক গল্পও আছে। সত্যজিৎ রায়ের নির্দেশ মতোই কী করা হয়েছিল? মিস্টার রায় নির্দেশ দিয়েছিলেন, টাকার চোরাবালি তৈরি করার জন্য কাগজের টুকরো কাটার জন্য। এবং, এই ছবির শুটিং বেশিরভাগ সময় স্টুডিওর অন্দরে হয়েছিল। এছাড়াও সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কিছু জায়গায় হয়েছিল।

প্রিমিয়ার এবং সেই ছবির পোশাক

পরনে সাদা কালো রংয়ের পোশাক এবং সঙ্গে চোখে কালো রংয়ের একটা চশমা - এই পোশাকেই সুপারস্টার মন জয় করেছিলেন হাজারো বঙ্গ তনয়ার। কিন্তু এই পোশাকের নেপথ্যে রয়েছে এক অজানা গল্প। ট্রাঙ্গুলার পার্কের দোকান থেকে তিনি সুট বানিয়েছিলেন। প্রিয় দুই দর্জি বরকত আলী এবং গোলাম মহম্মদ - তাঁকে এই স্যুট বানিয়ে দিয়েছিলেন। এবং সেই আইকনিক চশমার আড়ালে এক দারুণ গল্প আছে। একটা তস্য পুরোনো চশমার ফ্রেম, সেটাকেই তাঁর আইকনিক ব্ল্যাক সানগ্লাস বানিয়ে নিয়েছিলেন তিনি।

Bollywood Actress: ভিক্ষা করে দিন গুজরান! পরিচারিকা থেকে পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রী, জীবন সংগ্রামের কাহিনি শুনলে চোখে জল আসবে

এবং, জানা যায় সেই ছবির প্রিমিয়ারে এই পোশাকেই গিয়েছিলেন তিনি। এবং তাঁকে দেখতে উপচে পড়েছিল ভিড়। উপস্থিত ছিলেন অনেকেই। নায়কের ভূমিকায় মহানায়ক, যেন সকলের নয়নের মণি আজও।

Satyajit Roy Award Uttam Kumar satyajit ray