৫ বার বিয়ে, সন্তান-সুখ থেকে বঞ্চিত, ফ্ল্যাট থেকে মেলে অভিনেতার পচা-গলা দেহ

এরপর শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হন। ছয় মাস হাসপাতালে, তিন বছর বিছানায়... ফলে সিনে-দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কাজ বন্ধ, অর্থকষ্ট, মানসিক বিপর্যয়, এমনকি...

এরপর শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হন। ছয় মাস হাসপাতালে, তিন বছর বিছানায়... ফলে সিনে-দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কাজ বন্ধ, অর্থকষ্ট, মানসিক বিপর্যয়, এমনকি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mahesh

কে এই অভিনেতা?

অমিতাভ বচ্চনের শাহেনশাহ- হিন্দি সিনেমায় এক মাইলস্টোন, এই ছবির মতো চিরস্থায়ী আর দুটি নেই। তবে এ ছবিটি যে আরেক অভিনেতার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল, তার নাম মহেশ আনন্দ। বহু বছর ধরে লড়াই করার পর, এই ছবিই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তিন্নু আনন্দের অ্যাকশন ড্রামায় বচ্চনের পর্দার প্রতিপক্ষ হয়ে মহেশ দর্শকের নজর কেড়েছিলেন।

Advertisment

মহেশের অভিনয়যাত্রা শুরু ১৯৮৪ সালে কমল হাসান, রীনা রায় ও ড্যানি অভিনীত 'কারিশমা' দিয়ে। অভিনয়ের জগতে প্রবেশের আগেই তিনি শিল্পীদের সঙ্গে যুক্ত ছিলেন। তারও আগে ১৯৮২ সালে, 'সনম তেরি কসম' ছবির প্রথম দৃশ্যে একটি নৃত্য পরিবেশন করেছিলেন, সেখানেই তিনি রীনা রায়ের বোন বরখা রায়কে দেখেছিলেন। পেশাগত সম্পর্ক ধীরে ধীরে প্রেমে বদলে যায় এবং দু’জনের বিয়ে হয়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। 

Shubhashis Mukherjee: কর্পোরেট বিয়ে! যেভাবে ঘর বাঁধলেন শুভাশিস-ঈশিতা?

১৯৮৭ সালে মহেশ বিয়ে করেন প্রাক্তন মিস ইন্ডিয়া এরিকা মারিয়া ডি’সুজাকে। তাদের একটি ছেলে হয়, নাম ত্রিশূল। কিন্তু বছর কয়েক পরেই এই সংসার ভেঙে যায়, ছেলে ও স্ত্রী চলে যান কানাডায়। এরপর অভিনেত্রী মধু মালহোত্রার সঙ্গে সম্পর্ক গড়লেও, সেটিও পরিণতি পায়নি। ব্যক্তিগত জীবনে টালমাটাল- তাও নব্বইয়ের দশকে মহেশ ছিলেন জনপ্রিয় খলনায়ক। অমিতাভ বচ্চন থেকে সঞ্জয় দত্ত, সানি দেওল, সালমান খান, অক্ষয় কুমার... টপ নায়কদের বিপরীতে তিনি শক্তিশালী চরিত্রে অভিনয় করেন। বচ্চনের সঙ্গে গঙ্গা যমুনা সরস্বতী, তুফান, লাল বাদশাহ তার উল্লেখযোগ্য কাজ।

Advertisment

Salman Khan: সলমনের বিরুদ্ধে মামলা! বিরাট ফাঁসলেন বলিউডের ভাইজান

১৯৯৯ সালে উষা বাচানিকে বিয়ে করলেও মদ্যপানের সমস্যা ও ব্যক্তিগত সংকট আবারও সম্পর্ক ভেঙে দেয়। এরপর শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত হন। ছয় মাস হাসপাতালে, তিন বছর বিছানায়... ফলে সিনে-দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কাজ বন্ধ, অর্থকষ্ট, মানসিক বিপর্যয়, এমনকি তিনি অভিযোগ করেন তার সৎ ভাই ৬ কোটি টাকা প্রতারণা পর্যন্ত করেছিলেন। ছেলের প্রতি আকুল আকাঙ্ক্ষা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় হৃদয় বিদারক বার্তা লিখতেন।

২০১৮ সালে রাশিয়ান নাগরিক লানাকে বিয়ে এবং রঙ্গিলা রাজা ছবিতে প্রত্যাবর্তন তাকে নতুন করে আশার আলো দেখিয়েছিল। কিন্তু ছবিটি ফ্লপ হয় এবং তার কিছুদিন পর, ৯ ফেব্রুয়ারি ২০১৯-এ মুম্বাইয়ে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় মহেশ আনন্দকে। টিভি চলছিল, পাশে খাবার আর মদের বোতল। ময়নাতদন্তে বলা হয় প্রাকৃতিক মৃত্যু, তবে যেন অনেক অজানা ব্যথা অধরা রয়ে গেল। 

Entertainment News Entertainment News Today