/indian-express-bangla/media/media_files/2025/04/22/AI3mo2f2Qv4O5NCFH6Lz.jpg)
চলে গেলেন অভিনেত্রীর প্রাক্তন Photograph: (Instagram)
Actress Ex-Husband Death: সকাল সকাল ফের এক বাজে খবর। নিজের কানে যেন এই খবর বিশ্বাসই করতে পারছিলেন না সারা দেশের ভাবিজি। যার সঙ্গে এতবছর সংসার করেছেন তাঁর মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী। প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অঙ্গুরি ভাবির প্রাক্তন স্বামী পীযুষ পোরে। অভিনেত্রী যেন ভাষা হারিয়েছেন এই ঘটনায়। কী হয়েছিল তাঁর?
মানুষের জীবনে প্রাণের যে কোনও আশ নেই, এই ঘটনায় যেন আবারও প্রমাণ পেল। ভাবিজি ঘর পর হ্যায় - ধারাবাহিকের অঙ্গুরি ভাবি সারা দেশে জনপ্রিয়। শিল্পা শিন্দে এই চরিত্র ছেড়ে দেওয়ার পর, শুভাঙ্গি আত্রে সেই জায়গায় সুযোগ পান। তারপর থেকে গোটা দেশের ভাবিজি হয়ে উঠেছিলেন তিনি। অভিনেত্রীর প্রাক্তন স্বামীর প্রয়াণে শোকে আচ্ছন্ন তিনি। প্রায় ২০ বছর সংসার করেছেন। এক কন্যা সন্তান রয়েছে তাঁদের।
দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন তিনি। তবে আর শেষরক্ষা হল না। জানা যাচ্ছে, গত শনিবার তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। অভিনেত্রী শুভাঙ্গির সঙ্গে মাস দুয়েক আগেই তাঁর বিবাহ বিচ্ছেদ হয় আইনিভাবে। এবং, তারপর দুজনের মধ্যে একেবারেই যোগাযোগ ছিল না। বিচ্ছেদের দু-মাস পরে যে প্রাক্তন স্বামীকে নিয়ে এহেন খবর পাবেন, ভাবতেই পারেননি অভিনেত্রী। সংবাদমাধ্যমে নিজেই সেকথা জানিয়েছেন তিনি।
ED summons actor: কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, মহেশ বাবুকে তলব করল ED
পীযুষ যিনি ডিজিটাল মার্কেটিং এর কর্মরত ছিলেন, তাঁর মৃত্যুতে প্রাক্তন স্ত্রী বলেন, এখনও কথা বলার অবস্থায় নেই। আগে নিজে একটু সবকিছুর সঙ্গে যুজে নি, তারপর কথা বলব। তিনি সময় চেয়ে নিয়েছেন সকলের থেকে। কিন্তু, কাজের প্রতি কমিট্মেন্ট রয়েছে। এই গভীর যন্ত্রণার পরও তিনি কাজে ফিরেছেন।
মাস দুয়েক আগেই বিচ্ছেদ, কী বলেছিলেন সেদিন শুভাঙ্গি?
এতবছরের সম্পর্ক ভাঙা তাঁর কাছে নেহাতই সহজ ছিল না। কিন্তু, দুজনের মাঝে এত দুরত্ব তৈরি হয়েছিল যে আর সবটা ঠিক করতে পারেননি। অভিনেত্রী বলেছিলেন, এই বিয়েতে আমি নিজের সবটা দিয়েছিলাম। তাই এই বিচ্ছেদ দুঃখজনক। আমি এই বিয়ে থেকে মুক্ত হয়ে এখন শান্তিতে আছি। মনে হচ্ছে মাথার ওপর থেকে চাপ সরে গেল।