Bollywood Actor Tragic Life Story: 'ততদিনে অনেক দূরে চলে গিয়েছে', জনপ্রিয় অভিনেতার জীবনের করুণ কাহিনি শোনালেন মহেশ ভাট

Mahesh Bhatt On Vinod Khanna: মহেশ ভাটের হাত ধরেই বাণিজ্যিক ছবিতে অভিষেক বিনোদ খান্নার। দুজনের গাঢ় বন্ধুত্বের মাঝে দূরত্ব তৈরি হয়। বিনোদ খান্নার মৃত্যুর আট বছর পর স্মৃতিচারণায় মহেশ ভাট।

Mahesh Bhatt On Vinod Khanna: মহেশ ভাটের হাত ধরেই বাণিজ্যিক ছবিতে অভিষেক বিনোদ খান্নার। দুজনের গাঢ় বন্ধুত্বের মাঝে দূরত্ব তৈরি হয়। বিনোদ খান্নার মৃত্যুর আট বছর পর স্মৃতিচারণায় মহেশ ভাট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আশ্রম থেকে ফেরার পর মারাত্মক পরিণতি বিনোদের! ফাঁস করলেন মহেশ ভাট

আশ্রম থেকে ফেরার পর মারাত্মক পরিণতি বিনোদের! ফাঁস করলেন মহেশ ভাট

Vinod Khanna state when he returned from Rajneesh ashram: দেখতে দেখতে কেটে গেল আট বছর। ২০১৭-এর ২৭ এপ্রিল চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন বিনোদ খান্না। বলিউডি ছবিতে তাঁর অনবদ্য অবদানের কথা অনস্বীকার্য। একটা সময় কেরিয়ারের মধ্যগগনে থাকলেও চরম হতাশা গ্রাস করেছিল ব্যক্তিগতজীবনকে। সংসার ছেড়ে রজনীশের আশ্রমে অনেকগুলো দিন কাটিয়েছিলেন এই প্রয়াত অভিনেতা। তাঁর জীবনের এই উত্থান-পতনের সাক্ষী বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাট। অষ্টম মৃত্যুবার্ষিকীতে বিনোদের স্মৃতিচারণায় মহেশ। অভিনেতাকে নিয়ে কী বললেন পরিচালক? 

Advertisment

বিনোদ খান্নাকে ছাড়া ৮ বছর কেটে গেল?

হ্যাঁ, বিনোদহীন ৮ বছর। কিন্তু, আমার কানে এখনও যেন ওঁর সেই ডাক ভেসে আসে। মনে হয় খোলসের ভিতর থেকে সমুদ্র আমাকে ডাকছে। আমি যেন ওঁর স্মৃতিগুলো নিয়ে আজও বেঁচে আছি। বিনোদের মৃত্যুটা মনে হয়েছিল সূর্যোদয়ের সঙ্গে আকাশের তারাগুলো যেন হঠাৎ মিলিয়ে গেল। 

বিনোদ আপনার খুব কাছের বন্ধু?

Advertisment

হ্যাঁ। কিন্তু আমার একটা অনুশোচনা হয়, যখন চলে গেলেন তখন ওঁর চোখের দিকে তাকাতে পারিনি। ওঁর হাতদুটো ধরতে পারিনি। কিছু ঋণ কখনও শোধ করা যায় না। ওঁর উদার মানসিকতা আমার জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছিল। নতুনভাবে বাঁচতে উদ্ভুদ্ধ করেছিল। মানুষ আসলে কারও ঋণ শোধ করতে পারে কিন্তু, সাহায্যটা নয়। 

আপনার পরিচালনাতেই তো বাণিজ্যিক ছবিতে বিনোদ খান্নার অভিষেক?

লাহু কে দো রঙ-এর সেই সুন্দর স্মৃতি আজও বহন করছি। হংকংয়ে যখন আমরা শুটিং করেছি সেই মুহূর্তগুলো আজও আমার স্মৃতিতে একদম তাজা। শুটিংয়ের পরদিন দার্জিলিঙের এক তরুণী (পরিচারিকা) আমাকে এসে বলেছিলেন যখন আপনারা বাপ্পি লাহিড়ীর সুরে "প্যার প্যার প্যার" গানের শুটিং করেছিলেন তখন আমি অনেক ছোট ছিলাম। ওঁর সেই কথাগুলো যেন আমাকে সেই সোনালি দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। 

আরও পড়ুন: আচমকা গায়েব অভিনেতা! ক্যানসারের মতো মারণরোগ লুকিয়ে..., সাফাই শুনলে আপনিও তাজ্জব বনে যাবেন

একটা সময় আপনাদের দুজনের পথ আলাদা হয়েছে?

জীবন আমাদের অদ্ভুতভাবে আলাদা করে দিয়েছিল। ওঁর মায়ের মৃত্যুর পর যেন সবটা বদলে গেল। সেই সময় আমার কেরিয়ারও ধ্বংশের মুখে। দুজনের জীবনেই এমন একটা কঠিন সময় এসেছিল...!! ওকে পুনের রজনীশের আশ্রমে নিয়ে গিয়েছিলাম। আমরা শুটিং থেকে বেরিয়ে তার মার্সিডিজে গাড়ি চালিয়ে ব্লু ডায়মন্ডে থাকতাম। 

রজনীশের উপরই বিনোদের দায়িত্ব দিয়ে এসেছিলেন?

আমি যখন ওখান থেকে চলে এলাম আর ও থেকে গেল। একবার আমেরিকাও গিয়েছিলাম। ওকে ফিরিয়ে আনার অনেক চেষ্টাও করেছিলাম। কিন্তু, ততদিনে ও অনেক দূরে চলে গিয়েছিল। যখন রজনীশের আশ্রম বন্ধ হয়ে গেল তখন ও ফিরে এল। তখন Jaslok হাসপাতালের উলটো দিকে একটি ছোট ফ্ল্যাটে দেখা করতে গিয়েছিলাম। 

আরও পড়ুন:

সেই সন্ধ্যায় কী ঘটেছিল?

যতক্ষণ না বেহুঁশ হয়েছি ততক্ষণ মদ্যপান করেছি। কিন্তু, ও খুব কম কথা বলছিল। তবে পুনরায় চলচ্চিত্র জগৎ-এর সঙ্গে যুক্ত হওয়ার বাসনা জেগেছিল ওঁর মনে। অভিনয় দক্ষতায় একটা সময় ইন্ডাস্ট্রির যে জায়গায় পৌঁছে গিয়েছিল সে তো ধারনার বাইরে। কিন্তু, ও রাজনীতিতে যোগ দিল আর আমি আমার গল্প বামানোর মধ্যেই সুখ খোঁজার চেষ্টা করলাম। 

এরপর আর কখনও যোগাযোগ হয়নি?

হ্যাঁ, মধ্যরাতে মাঝেমাঝে ফোন করতেন। কিন্তু, কণ্ঠস্বর শুনে মনে হত না স্বাভাবিক অবস্থায় রয়েছে। ধীরে ধীরে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তবে সম্পর্কের বন্ধনটা অটুট ছিল। এরপর একটা সময় সেই খারাপ খবরটা এল। এক সাংবাদিক ফোন করে বলেছিলেন, বিনোদ খান্না আর নেই। ওটা শুনে পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছিল। আট বছর পরও নিঃশব্দে আমার স্মৃতিতে চিরন্তন। 

Mahesh Bhatt recalls Vinod Khanna

বিনোদ খান্না খুব আবেগপ্রবণ মানুষ ছিলেন?

হ্যাঁ, সত্যিই অকদম আলাদা একটা মানুষ ছিল। ভীষণ দয়ালু ও আবেগপ্রবণ। ওঁর সঙ্গে জীবনের কিছুটা পথ একসঙ্গে চলার সুযোগ পাওয়াটা আমার সৌভাগ্য। আমি গর্বের সঙ্গে বলতে পারি বিনোদ খান্নার সঙ্গে দেখা না হলে এই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী থাকতে পারতাম না। 

আরও পড়ুন: মুক্তির আগেই রাজ্যসভায় রাখি গুলজার অভিনীত 'আমার বস'-এর প্রদর্শন, উচ্ছ্বসিত শিবু-নন্দিতা থেকে কলাকুশলীরা

bollywood movie Mahesh Bhatt Bollywood News Bollywood Actor Vinod Khanna