Amar Boss To Screened For Rajya Sabha Members: শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' ছবিটি দেখানো হয়েছিল রাজ্যসভায়। এ বার উইন্ডোজ প্রযোজনা সংস্থার আসন্ন ছবি 'আমার বস'-ও রাজ্যসভায় প্রদর্শিত হবে। ৩ মে শনিবার বেলা ১১ টায় রাজ্যসভায় অনুষ্ঠিত হবে সিনেমার স্পেশাল স্ক্রিনিং। সংসদের গ্রন্থাগার ভবনের বালযোগী প্রেক্ষাগৃহে দেখানো হবে পরিচালকদ্বয় শিবপ্রসাদ-নন্দিতার এই নতুন ছবি।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' প্রদর্শনের সময় থাকতে পারেননি। এ বার অবশ্য উপস্থিত থাকবেন। সিনেমার ট্রেলার লঞ্চের দিনই রাখি গুলজার বলেছেন, এখন আর গ্ল্যামার দুনিয়ার প্রতি বিশেষ টান নেই। নিজের মতো করে জীবনটাকে উপভোগ করতেই ভালবাসেন। কিন্তু, সেই অসম্ভবকে সম্ভব করেছেন শিবপ্রসাদ-নন্দিতা। বলা ভাল, উইন্ডোজের মাধ্যমে জীবনের নতুন দ্বার উন্মোচন হল এই কিংবদন্তী অভিনেত্রীর। দীর্ঘ ২২ বছর পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন রাখি গুলজারের!!
ট্রেলারে বর্ষীয়ান অভিনেত্রীর উপস্থিতিতেই যেন বাঙালির মনে বয়ে গিয়েছে হিমেল হাওয়া। আরও একবার বাংলা সিনেমাকে সমৃদ্ধ করবেন রাখি গুলজার, সে কথা বলার অবকাশই রাখে না। বয়স যে তাঁর কাছে সংখ্যামাত্র সেটা কিন্তু তাঁর ফুচকা ক্রেভিংয়েই স্পষ্ট। রবিবাসরীয় বিকেলে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে কলাকুশলীদের সঙ্গে জমিয়ে ফুচকা খেয়েছেন। শুটিংয়ের সময়ও এইরকম খোশ মেজাজেই দেখা গিয়েছিল রাখিকে। তিনি সকলের সঙ্গে মিলেমিশে খেতে ভালবাসেন, সেটের সকলের জন্য আগে রান্না করে একসঙ্গে খেতেন সেই সোনালি দিনগুলোর কথা নিজেই সকলের সঙ্গে শেয়ার করেছেন। রাখি গুলজারকে শেষ দেখা গিয়েছিল প্রয়াত স্বনামধন্য পরিচালক ঋতুপর্ণ ঘোষের শুভ মহরৎ-এ।
আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে কাজ করেছি, যে টোকেন মানি পেতাম সেটা আমি ওয়াকার্সদের মধ্যে বিলিয়ে দিতাম: রাখি গুলজার
স্কুলে গ্রীষ্মের ছুটি ও মাদার্স ডে-কে সামনে রেখে আগামী ৯ মে বিগ স্ক্রিনে মুক্তি পাবে 'আমার বস'। বর্তমান প্রজন্ম কর্পোরেট অফিসের ইঁদুর দৌঁড়ে ছুটতে ছুটতে যেন ভুলেই যায় বাড়িতে তাঁদের জন্য সারাদিন অপেক্ষা করে থাকেন বৃদ্ধ মা-বাবারা। সন্তানদের কাছে আজ একপ্রকার উপেক্ষিত তাঁরা। মা-ছেলের সম্পর্কের সমীকরণের প্রেক্ষাপটেই গল্প বুনেছেন পরিচালকদ্বয়।
এই ছবি প্রসঙ্গে নন্দিতা রায়ের বক্তব্য, 'কর্মক্ষেত্রে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাই। কিন্তু, আমরা অনেকেই আসলে বাড়ির বড়দের সারাদিন একলা রাখি। এই ছবির গল্প কিন্তু শুধু সেটা তা নয়, বরং তার থেকে অনেক বেশি কিছু রয়েছে এই সিনেমাতে। এটা আমাদের স্বপ্নের কাজ। কারণ রাখিজি চরিত্রটির জন্য রাজি হয়েছেন। এত বছর পর বাংলা ছবিতে কাজ করছেন।' শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও আনন্দে ভাসছেন। তাঁর কথায়, 'গত বছর বহুরূপীর শুটিংয়ের জন্য রাজ্যসভার স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকতে পারিনি। তবে এবার আমার বসের স্ক্রিনিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।'
আরও পড়ুন: 'এখনও বুড়ি হইনি...', যশ-নুসরতের 'আড়ি'-র প্রিমিয়ারে কেন এমন বললেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী?