/indian-express-bangla/media/media_files/2025/10/30/cats-2025-10-30-12-04-27.jpg)
মাহির হুঁশিয়ারি
Mahhi Vij-Jay Bhanushali Divcorce Rumour:
সত্যিই বিচ্ছেদের পথে জয়-মাহি?
জনপ্রিয় টেলি দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে চিড়! তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। ২০২৫ সালের জুলাই-আগস্ট নাগাদ নথিপত্রে সইসাবুত করে বিচ্ছেদের সিদ্ধান্ত নাকি চূড়ান্তও করে ফেলেছেন। এমনকী সন্তানদের হেফাজতের দায়িত্ব কাদের সেই বিষয়ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জয়-মাহি। এখানেই শেষ নয়, কানাঘুষো তাঁরা নাকি অনেকদিন ধরেই এক ছাদের নীচে থাকছেন না। পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতা হারানোর জন্যই নাকি তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে জয়-মাহির সাজানো সংসার। চর্চার মাঝে এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী মাহি ভিজ।
/indian-express-bangla/media/post_attachments/img/article-20251030112344545285000-295223.webp)
নীরবতা ভাঙলেন মাহি
তিনি দাবি করেছেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো। বিবাহবিচ্ছেদের খবর একেবারে ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন মাহি ভিজ। এইধরনের খবর প্রচারের আলোয় এলে আইনের দ্বারস্থ হবেন জয় ঘরনি। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, 'ভুয়া গল্প ছড়াবেন না। আমি আইনি ব্যবস্থা নেব'। এই ঘটনার একদিন আগেই জয় ভানুশালির ইনস্টাগ্রাম পোস্টে মেয়ের একটি ছবি পোস্ট করেন। সেখানে মাহি মন্তব্য করেন, 'তারা সবচেয়ে কিউট।' সঙ্গে তিনটি লাল হৃদয়ের ইমোজি।
আরও পড়ুন জয়-মাহির সাজানো সংসারে ভাঙন, দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি? চর্চা তুঙ্গে
কেন রাগান্বিত অভিনেত্রী?
এমন ঘটনা প্রথমবার নয়, এর আগেও জয়-মাহির বিচ্ছেদ গুঞ্জনে উত্তাল হয়েছিল নেটপাড়া। তখন মাহি এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন, 'ধরুন যদি সত্যিই এমন হয়ও তাহলে কেন আমি আপনাকে বলব? আপনি কি আমার কাকা? আপনি কি আমার আইনজীবীর ফি দেবেন? কারও বিচ্ছেদ বা আলাদা হওয়া নিয়ে মানুষ এত মাথাব্যথা কেন? আমি দেখি, কেউ লিখছে মাহি তো ভাল জয় খারাপ। আবার কেউ লিখছে, জয় ভাল মাহিই খারাপ। সবারই কাউকে না কাউকে দোষারোপ করার প্রবণতা। কিন্তু সত্যিটা আপনি জানেন? কী জানেন আপনি?'
আরও পড়ুন ছেলের কাছে কাতর আর্জি করলেও মেলেনি একফোঁটা জল, মৃত্যুর কোলে ঢলে পড়েন আরশাদের তৃষ্ণার্ত মা
মাহির যুক্তি
তিনি আরও বলেছিলেন, 'আমাদের সমাজে সিঙ্গেল মাদার আর ডিভোর্স নিয়ে এখনও মানুষ নাক বেঁকায়। সবাই ভাবে এখন নিশ্চয়ই সবাইকে নিজের মতো বাঁচতে দিন।' উল্লেখ্য, ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ভানুশালি ও মাহি ভিজ। ২০১৯ সালে তাঁদের জীবনে আসে কন্যা তারা এবং ২০১৭ সালে দত্তক নিয়েছিলেন দুই সন্তান রাজবীর ও খুশি।
আরও পড়ুন ১৪ বছরের সংসার ভাঙছে! বিবাহ-বিচ্ছেদ ও তারকা স্বামীকে নিয়ে বিস্ফোরক জনপ্রিয় অভিনেত্রী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us