Mahiya Mahi: 'ডিভোর্স হয়নি, সম্পর্ক', বছর দুয়েক আগেই বিচ্ছেদ হয়? স্বামী প্রসঙ্গে বিস্ফোরক মাহি

ম্প্রতি তাদের একটি ছবি প্রকাশ করেছেন যা ভারতে তুলেছিলেন, কিন্তু আগে কেন করেননি। তিনি বলেন, "এটি পোস্ট করার কারণ, উইকিপিডিয়াতে লেখা আছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি শেয়ার করেছি...

ম্প্রতি তাদের একটি ছবি প্রকাশ করেছেন যা ভারতে তুলেছিলেন, কিন্তু আগে কেন করেননি। তিনি বলেন, "এটি পোস্ট করার কারণ, উইকিপিডিয়াতে লেখা আছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি শেয়ার করেছি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mahiya mahi shared a statement after her fake death news

কী বলছেন অভিনেত্রী?

Bangladeshi Actress Mahiya Mahi: বাংলাদেশের চর্চিত নায়িকা মাহিয়া মাহি, দেড় বছর আগের বিতর্কিত বিবাহবিচ্ছেদের, ঘোষণা নিয়ে নতুন করে মুখ খুলেছেন। আগে তিনি জানিয়েছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তবে এখন মাহি স্পষ্ট করেছেন, "আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ আছে।"

Advertisment

মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। সেই সংসার পাঁচ বছর স্থায়ী হয়েছিল। এরপর ২০২১ সালে, রাকিব সরকারের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দেড় বছর আগে মিডিয়ার সামনে মাহি জানিয়েছিলেন, যে রাকিবের সঙ্গে তাদের সম্পর্ক শেষ, এবং তাঁরা বিচ্ছেদের পথে। মাহি তখনও রাকিবকে প্রশংসা করে বলেন, "রাকিব একজন ভালো মানুষ, পরোপকারী। আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।" 

Tahsan Khan: দুই দশকের সংগীতযাত্রার সমাপ্তি, শেষ গানে বিদায় নিলেন তাহসান

Advertisment

বিচ্ছেদের ঘোষণা কেন, এমন প্রশ্নের জবাবে তিনি সোজাসাপ্টা বলেন, "আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।" 

এছাড়া মাহি জানিয়েছেন, সম্প্রতি তাদের একটি ছবি প্রকাশ করেছেন যা ভারতে তুলেছিলেন, কিন্তু আগে কেন করেননি। তিনি বলেন, "এটি পোস্ট করার কারণ, উইকিপিডিয়াতে লেখা আছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি শেয়ার করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”

Zaira Wasim: ১৯ বছরেই বলিউডকে বিদায়, চুপিসারে বিয়ে, এই অভিনেত্রীর ত্যাগে ভরা জীবন চমকে দেবে

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে আছেন। রাকিব সরকারের অবস্থান এখন কোথায়, সেকথা স্পষ্ট নয়। তবে মাহি জানিয়েছেন, সন্তান ফারিশকে নিয়ে তাদের নিয়মিত যোগাযোগ চলছে এবং একে অপরের প্রতি সম্মান বজায় রয়েছে।

Bangladeshi actress Entertainment News Today Bangladesh