Zaira Wasim: ১৯ বছরেই বলিউডকে বিদায়, চুপিসারে বিয়ে, এই অভিনেত্রীর ত্যাগে ভরা জীবন চমকে দেবে

অভিনয় জীবনের সূচনা হয় আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দঙ্গল’-এর মাধ্যমে, যেখানে তিনি ছোটবেলার গীতা ফোগাট চরিত্রে অভিনয় করেছিলেন। গীতার বড়বেলার চরিত্রে ছিলেন ফাতিমা সানা শেখ...

অভিনয় জীবনের সূচনা হয় আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দঙ্গল’-এর মাধ্যমে, যেখানে তিনি ছোটবেলার গীতা ফোগাট চরিত্রে অভিনয় করেছিলেন। গীতার বড়বেলার চরিত্রে ছিলেন ফাতিমা সানা শেখ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zaira-Wasim-2

কে এই অভিনেত্রী?

Zaira Wasim-Dangal Actress: বলিউড এমন একটি জায়গা যেখানে শত শত, হাজার হাজার নতুন মুখ আসে। কেউ সামান্য কিছু সময়ের জন্য আলোচনায় থাকে, তারপর সময় এবং কালের নিয়মে অদৃশ্য হয়ে যায়। তবে অভিনেত্রী জাইরা ওয়াসিম ছিলেন তাদের থেকে আলাদা। তিনি আলোচনায় থাকতে চাননি। নিজের ইচ্ছাতেই তিনি মাত্র ১৯ বছর বয়সে চলচ্চিত্র-জগৎকে বিদায় জানান। সেই সিদ্ধান্তের পর থেকেই তিনি দূরে সরে যান সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে উপস্থিতি থেকে। অবশেষে, ২৪ বছর বয়সে, জাইরা আবারও খবরের শিরোনামে আসেন- নিজের বিয়ের খবর জানিয়ে।

Advertisment

জাইরা ওয়াসিমের অভিনয় জীবনের সূচনা হয় আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দঙ্গল’-এর মাধ্যমে, যেখানে তিনি ছোটবেলার গীতা ফোগাট চরিত্রে অভিনয় করেছিলেন। গীতার বড়বেলার চরিত্রে ছিলেন ফাতিমা সানা শেখ। বাস্তব জীবনের কুস্তিগির মহাবীর সিং ফোগাট ও তাঁর কন্যা গীতা-ববিতার জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এই সিনেমা। ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাইরা মাত্র ১৭ বছর বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে।

Bonny-Koushani Kali Puja: কৌশানী মাকে সোনার হার দিয়েছে আর আমি প্রার্থনা করব দর্শক যেন আমার ছবি ভালবাসে: বনি

Advertisment

ভারতে ‘দঙ্গল’ ৩৭০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল, তবে চীনে মুক্তির পর ছবিটি হয়ে ওঠে এক আন্তর্জাতিক সাফল্য। বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে যায় ২০০০ কোটি টাকা, যা আমির খানের ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবিগুলির মধ্যে অন্যতম।

Taniska Tiwari Bollywood: 'সিনেমার শুটিংয়ের মাঝে কুসুম-র প্রস্তাব আসে', তানিষ্কার বলিউড জার্নির অজানা কাহিনি শোনালেন মা

এক পুরনো সাক্ষাৎকারে জাইরা তার অভিনয়জীবনের শুরু নিয়ে বলেন, "আমার মাসি আর স্কুলের প্রিন্সিপাল আমার সবচেয়ে বড় সমর্থন ছিলেন। তাঁরাই আমার বাবা-মাকে রাজি করান যাতে আমি ছবির অডিশনে যেতে পারি।" তিনি আরও জানান, “‘দঙ্গল’-এর আগে আমি দু’টি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। তারপর মুকেশ ছাবড়া স্যার (ছবির কাস্টিং ডিরেক্টর) আমাকে এক সপ্তাহের ওয়ার্কশপে অংশ নিতে বলেন। মুম্বাইতে ওয়ার্কশপে অনেক মেয়ে ছিল, যাদের মধ্যে কেউ কেউ আগে থেকেই বিজ্ঞাপন বা সিরিয়ালে কাজ করেছে। তাই তখন আমার মনে হয়েছিল- ‘আমার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম।’”

পরে জানা যায়, ‘দঙ্গল’-এর চারটি প্রধান চরিত্রের জন্য প্রায় ১০,০০০-এরও বেশি মেয়ের অডিশন নেওয়া হয়েছিল। সেই বিশাল প্রতিযোগিতা থেকে জাইরার নির্বাচনই প্রমাণ করে, তাঁর প্রতিভা কতটা আলাদা ছিল।

Entertainment News Today bollywood actress Zaira Wasim