/indian-express-bangla/media/media_files/2025/10/19/noname-2025-10-19-14-05-54.png)
কী বলছেন তিনি...
Tahsan Khan Last song: বাংলাদেশের সংগীত জগতে, তাহসান খানের নাম মানেই আবেগ, স্মৃতি আর অনুপ্রেরণার মিশেল। যিনি এক সময় স্টেজে ঝাঁপিয়ে, লাফিয়ে, হৃদয়ের সবটুকু ঢেলে গান গেয়েছেন, তিনিই কয়েক দিন আগে জানিয়েছিলেন, মেয়ে বড় হচ্ছে, তাই এখন আর সেইভাবে গান গাওয়া বা স্টেজে ওঠা ভালো লাগে না। তাঁর সেই বক্তব্যে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কেউ কেউ সমালোচনাও করেছিলেন।
কিন্তু তাহসান যেন নিজের মতোই বেঁচে থেকেছেন। নিরিবিলি, সংযত, অথচ গভীরভাবে স্পর্শকাতর। গতকাল, নিজের জন্মদিনেই, তিনি জানিয়ে দিলেন সংগীতজীবনের এক যুগের অবসান। প্রতিশ্রুতি অনুযায়ী, প্রকাশ করলেন তাঁর জীবনের শেষ গান- ‘প্রাকৃতিক’। বিকেল ৩টায় গানটি মুক্তি পেয়েছে পোরসেলিনা সিরামিকসের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং তাহসানের নিজস্ব প্ল্যাটফর্মে।
Zaira Wasim: ১৯ বছরেই বলিউডকে বিদায়, চুপিসারে বিয়ে, এই অভিনেত্রীর ত্যাগে ভরা জীবন চমকে দেবে
‘প্রাকৃতিক’ নামটি অনেকের কাছেই নস্টালজিয়ার মতো। ২০০৩ সালে 'ব্যান্ড ব্ল্যাক'-এর অ্যালবাম উৎসবের পরে প্রথম শোনা গিয়েছিল এই গান। তখন গানটির কণ্ঠশিল্পী ছিলেন জন কবির ও তাহসান খান। তরুণ প্রজন্মের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির এক মৃদু প্রতীক হয়ে উঠেছিল সেটি। এবার, দুই দশক পর, সেই গান ফিরে এল নতুন সংগীতায়োজনে, এককভাবে তাহসানের কণ্ঠে। কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে, তবে আধুনিক বাদ্যযন্ত্র আর সমৃদ্ধ সাউন্ড ডিজাইনে গানটি পেয়েছে এক নতুন রূপ।
‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’-এর এটিই শেষ গান। এর আগে এই প্রকল্পের মাধ্যমে তাহসানের সাতটি জনপ্রিয় গান নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল। প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা নাহিয়ান বিন মাহবুব জানিয়েছেন, “তাহসান বলেছেন, এটি তাঁর জীবনের শেষ গান। এরপর তিনি আর নতুন কোনো গান করবেন না। তাঁর মতো একজন শিল্পীর জীবনের শেষ গান আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে- এটা আমাদের জন্য ভীষণ গর্বের।”
দীর্ঘ দুই দশকের সুরের সফর শেষে, যেন এক নীরব সন্ধ্যার মতো বিদায় নিলেন তাহসান- গানের মানুষ, যিনি নিজের শব্দেই চিরকাল বেঁচে থাকবেন।