Maitreyee Mitra Thakurpukur Accident:৬ এপ্রিল রবিবার ভোরের ঘটনায় ঠাকুরপুকুর এলাকায় চাঞ্চল্য। বিশালাকার একটি বিলাসবহুল গাড়ি ঠাকুরপুকুর এলাকায় একের পর এক নিরীহ মানুষকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণহীনভাবে এগিয়ে চলছে। অনিয়ন্ত্রিত গতির বলি এক অসহায় বৃদ্ধ। ঘটনার কিছুক্ষণের মধ্যেই জানা যায় ওই গাড়িতে চালকের আসনে ছিলেন বাংলা মেগার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। যিনি মদ্যপ অবস্থায় প্রায় অচৈতন্য ছিলেন। সেই অবস্থাতেই গাড়ি চালিয়ে শুটিং সেটে আসছিলেন। তাঁর সঙ্গী সাথীরাও প্রায় বেহুঁশ।
ওই মুহূর্তে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে। জনরোষের কবলে পড়েছেন তাঁরা। শুধু রেহাই পেয়েছেন ওই গাড়িতে থাকা ধারাবাহিকের অভিনেত্রী ঋ সেন। পরিচিত মুখ হওয়ায় একপ্রকার কর্ডন করে তাঁকে সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। একদিকে এই ঘটনার তীব্র নিন্দা করছে সেলেব থেকে সাধারণ মানুষ। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে যখন সকলে সুর চড়াচ্ছেন তখন অন্যদিকে স্টুডিয়োপাড়ার শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন।
মদ্যপ অবস্থায় কোনও ব্যক্তি কী ভাবে ফ্লোরে আসার সাহস পান? অনেকের মনেই এই প্রশ্ন নাড়া দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারই বর্হিপ্রকাশ ঘটালেন অভিনেত্রী মৈত্রী মিত্র। ফেসবুক পোস্টে তিনি জানতে চেয়েছেন, 'মদ্যপ অবস্থায় একজন পরিচালক কি করে শুটিং এ আসছিলেন?' ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'আমরা বিনোদন জগতে কাজ করি। কিন্তু আমরা সেখানে কাজ করি, বিনোদন করতে যাই না। আমাদের কাজের জায়গায় যথেষ্ট নিয়মের মধ্যে থেকেই কাজ করতে হয়। সেখানে পরিচালক ভিক্টো ওইরকম নেশাগ্রস্ত অবস্থায় শুটিং ফ্লোরে যাওয়ার কথা ভাবলেন কী করে সত্যিই জানিনা।' তাঁর মতে, 'প্রতিটি ক্ষেত্রে কাজের জায়গায় কিছু না কিছু নিয়মানুবর্তিতা থাকে । আর সেটা পালন করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্য।'
ধিক্কার জানিয়ে লিখেছেন, 'নেশা করুন, উদযাপন, করুন, কিংবা অধঃপাতে যান সেটা যে কারোও ব্যক্তিগত ব্যাপার । কিন্তু আমাদের কাজের জায়গা আমাদের মন্দির, তার সন্মান নষ্ট করার দুঃসাহস দেখাবেন না দয়া করে।' পোস্টে আরও একটি বিষয় উল্লেখ করেছেন, 'এই কদিন ধরে একটা প্রশ্ন মনে মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার সতীর্থদের কাউকে কাউকে জানিয়েছি সে কথা। আজ মনে হল সকলের সঙ্গে মনের কথাটা ভাগ করে নিই।'
আরও পড়ুন 'যাঁরা ড্রিঙ্ক করে ড্রাইভ করে...', সিনেমার প্রচারের মাধ্যমে তীব্র প্রতিবাদ যশরতের