Pijush Ganguly Death: 'আবার ফিরে আসুন...', পীযূষের মর্মান্তিক মৃত্যুর ১০ বছর পর স্মৃতিমেদুর সহ অভিনেত্রী মৈত্রেয়ী

Maitreyee Mitra-Pijush Ganguly: ২০১৫ সালের ২৫ অক্টোবর, আজকের দিনেই মর্মান্তিক সড় দুর্ঘটনায় প্রাণ হারান বাঙালি অভিনেতা পিযূষ গঙ্গোপাধ্যায়। ১০ তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ সহ অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রর।

Maitreyee Mitra-Pijush Ganguly: ২০১৫ সালের ২৫ অক্টোবর, আজকের দিনেই মর্মান্তিক সড় দুর্ঘটনায় প্রাণ হারান বাঙালি অভিনেতা পিযূষ গঙ্গোপাধ্যায়। ১০ তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ সহ অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

স্মৃতিচারণায় মৈত্রেয়ী

Pijush Ganguly 10th Death Anniversary: আজ থেকে ১০ বছর আগের কথা। ২৫ অক্টোবর, ২০১৫ এই দিনটি বাংলা মেগার দর্শকের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঘড়ির কাঁটার সময় ধরে জল নুপূরের জন্য টেলিভিশনে চোখ রাখতেন সিরিয়ালপ্রেমীরা। পারী পাগলি (অপরাজিতা আঢ্য)-র শিক্ষক থেকে স্বামী হয়ে ওঠার ভূমিকায় অভিনয় করছিলেন পিযূষ গঙ্গোপাধ্যায়। ধারাবাহিক যখন জমে উঠেছে সেই সময় আচমকা দুঃসংবাদ।

Advertisment

আরও পড়ুন মধ্যরাতে বেপরোয়া গাড়ির গতি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পথচারী, দিব্যার বিরুদ্ধে দায়ের FIR

 সপ্তমীর সন্ধ্যায় এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছি স্টেশনের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। হাসপাতালের চিকিত্‍সকরা বলেছিলেন পীযুষের সারা শরীরে গভীর ক্ষত ছিল। পথ দুর্ঘটনায় তাঁর পাঁজর ভেঙে গিয়েছিল। হাতে-পায়ে ছিল মারাত্মক চোট। অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হয়। রক্তচাপও ধীরে ধীরে কমে যায়। অবশেষে ৫০ বছর বয়সী অভিনেতার অকাল মৃত্যুতে শিল্পীমহলে নেমে আসে শোকের ছায়া।

Advertisment

আরও পড়ুন হাসপাতালে ভর্তি জারিনের মা, ভক্তদের কাছে 'বীর' খ্যত অভিনেত্রীর অনুরোধ 'দয়া করে ওঁর জন্য...'

চিকিৎসকদের মতে, ফ্যাট এমবলিজম-এর জেরে রক্তে সংক্রমণ ঘটলে ফুসফুস আক্রান্ত হয়। এরপর কার্ডিও-পালমোনারি ফেইলিওর-এর কারণেই পীযুষের মৃত্যু হয়েছে। পিযূষের আকস্মিক মৃত্যুতে বদলে গিয়েছিল জল নুপূরের প্লট-ও। এই ঘটনার পর কেটে গিয়েছে ১০ বছর। আজও সহ অভিনেত্রী  মৈত্রেয়ী মিত্রর স্মৃতিতে তাজা সেই মর্মান্তিক মুহূর্ত।

হৃদয়বিদারক পোস্টে প্রয়াত অভিনেতা পিযূষ গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণ করে লিখেছেন, বড় টাটকা তাজা আজও সেই দিনটার স্মৃতি। সেই ২৫-এ অক্টোবর, ২০১৫ থেকে ২০২৫ চোখের পলকে সময় কেটে গেল। তখন ২০১৫, বয়েই গেল আর জলনূপুর আপনার দুটো কাজ চলছিল। "বয়েই গেল" আপনার সঙ্গে আমার শেষ কাজ । তারপর সেই অসাধারণ মানুষ, দুর্দান্ত শিল্পী পীযূষ গাঙ্গুলী হারিয়ে গেল। কিন্তু আজও আপনি আছেন, আমার মত আপনার অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে, আমার মত আপনার গুণমুদ্ধ সহকর্মীদের প্রতিদিনের সংলাপ পাঠের সময়ে তাদের মননে। ভাল থাকুন পিযূষ গঙ্গোপাধ্যায় দা, আবার ফিরে আসুন এখানে আপনার অসামান্য প্রতিভা নিয়ে।'

আরও পড়ুন সঞ্জয়ের সম্পত্তি নিয়ে প্রাক্তন-বর্তমান স্ত্রীর মধ্যে আইনি লড়াই, শান্তির জন্য পুজোর আয়োজন প্রিয়ার

Bengali Actor Pijush Ganguly