Zareen Khan: হাসপাতালে ভর্তি জারিনের মা, ভক্তদের কাছে 'বীর' খ্যত অভিনেত্রীর অনুরোধ 'দয়া করে ওঁর জন্য...'

Zareen Khan Mother Hospitalized: শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জারিন খান জানিয়েছেন তাঁর মা হাসপাতালে ভর্তি। মায়ের দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের প্রার্থনারও অনুরোধ করেছেন। ইনস্টা স্টোরিতে কী লিখেছেন?

Zareen Khan Mother Hospitalized: শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জারিন খান জানিয়েছেন তাঁর মা হাসপাতালে ভর্তি। মায়ের দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের প্রার্থনারও অনুরোধ করেছেন। ইনস্টা স্টোরিতে কী লিখেছেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মায়ের জন্য জরিনের অনুরোধ

Zareen Khan Mother: জারিন খান, বলিউডের অত্যন্ত পরিচিত মুখ। যদিও এই মুহূর্তে বড় পর্দায় তাঁর আনাগোনা একটু কমেছে। ২০২১-এ হাম ভি আকেলে তুম ভি আকেলে- ছবিতে শেষ দেখা গিয়েছিল জারিনকে। কর্মজীবন নিয়ে চর্চায় না থাকলেও ব্যক্তিগতজীবনের কারণে বিভিন্ন সময় পেজ ৩-এর খবরে জায়গা করে নেন বলি ডিভা জারিন খান। শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন তাঁর মা হাসপাতালে ভর্তি। মায়ের দ্রুত আরোগ্যের জন্য ভক্তদের প্রার্থনারও অনুরোধ করেছেন। ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'মা হাসপাতালে ভর্তি। দয়া করে ওঁর জন্য প্রার্থনা করুন।'

Advertisment

আরও পড়ুন 'হাসিখুশি থেকো আর সবসময় খুঁজে...', মালইকার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুনের!

২০২২ সালে জারিনের মা একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই বছরের ডিসেম্বর মাসে অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর মা অনেকটাই সুস্থ আছেন। ২০২২-এ হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জারিন বলেছিলেন, তাঁর মায়ের শারীরিক অবস্থা ভাল-মন্দ মিশিয়েই চলতে থাকে। অভিনেত্রীর সংযোজন, 'তবুও আমি খুশি থাকার চেষ্টা করি যাতে মায়ের সঙ্গে কিছু ভাল মুহূর্ত কাটাতে পারি। এই দিনগুলো অনেক ভাল কারণ তখন বারবার হাসপাতালে ছুটতে হয় না।'

Advertisment

জারিন আরও জানান, মায়ের সুস্থতা সবসময়ই তাঁর জীবনের প্রথম অগ্রাধিকার। অভিনেত্রী বলেন, 'যদি আমার মা-ই না থাকেন তাহলে আমার কাছে অন্য কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয় । আমার জীবনে মা ছাড়া আর কেউ নেই। যখন তিনি অসুস্থ থাকেন তখন আমার আর কিছুই ভাল লাগে না। বেঁচে থাকার অর্থই খুজে পাই না। তাই আমার কাজ, ফিটনেস রুটিন সবকিছু ওবলোটপালট হয়ে গিয়েছিল। এখন তিনি কিছুটা ভাল আছেন, তাই আমি আবার কাজ শুরু করেছি এবং নিজের শরীরচর্চার দিকেও মন দিচ্ছি।' 

আরও পড়ুন সঞ্জয়ের সম্পত্তি নিয়ে প্রাক্তন-বর্তমান স্ত্রীর মধ্যে আইনি লড়াই, শান্তির জন্য পুজোর আয়োজন প্রিয়ার

উল্লেখ্য, ২০১০ সালে জারিন খান তার কর্মজীবন শুরু করেন একজন মেকআপ আর্টিস্ট হিসেবে। পরে সালমন খানের সঙ্গে 'বীর' ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। কিন্তু, ক্যাটরিনা কাইফের সঙ্গে জারিন খানের তুলনা তাঁর কেরিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে। ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে জারিন সেই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন। তাঁর কথায়, এক সময় এমনও হয়েছিল যে আমি বাড়ির বাইরে বেরতে ভয় পেতাম। কারণ মানুষ আমার পোশাক নিয়েও মন্তব্য করত। আমাকে নানা নামে ডাকা হত এমনকি একসময় মনে হত বাড়িতেই বসে থাকি। সবাই আমাকে ব্যর্থ অভিনেত্রী মনে করত।

 আরও পড়ুন পকেট মানি মাত্র সাত টাকা-সামান্য সস নষ্টের জন্য মায়ের বকুনি, জীবনের চরম কষ্টের কাহিনি ভাগ পূজা বেদির

zareen khan