Divya Suresh Hit And Run: মধ্যরাতে বেপরোয়া গাড়ির গতি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পথচারী, দিব্যার বিরুদ্ধে দায়ের FIR

Divya Suresh: 'হিট অ্যান্ড রান' কেসে নাম জড়াল কন্নড় অভিনেত্রী ও রিয়েলিটি টিভি তারকা দিব্যা সুরেশের। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে জানা যাচ্ছে, গাড়িটি কন্নড় অভিনেত্রী দিব্যা সুরেশের এবং ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন।

Divya Suresh: 'হিট অ্যান্ড রান' কেসে নাম জড়াল কন্নড় অভিনেত্রী ও রিয়েলিটি টিভি তারকা দিব্যা সুরেশের। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে জানা যাচ্ছে, গাড়িটি কন্নড় অভিনেত্রী দিব্যা সুরেশের এবং ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বেসামাল স্টিয়ারিংয়ের মাশুল

Kannada actress Divya Suresh: 'হিট অ্যান্ড রান' কেসে নাম জড়াল কন্নড় অভিনেত্রী  ও রিয়েলিটি টিভি তারকা দিব্যা সুরেশের। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ সূত্রে খবর, গাড়ির চালকের আসনে ছিলেন খোদ অভিনেত্রীই। গত ৪ অক্টোবর ভোরে বেঙ্গালুরু শহরের বায়তারায়ণপুরা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন। সেই ঘটনায় তিনজন আহত হন। পুলিশ জানিয়েছে, জনপ্রিয় কন্নড় রিয়েলিটি শো বিগ বস–এর প্রাক্তন প্রতিযোগী এই অভিনেত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisment

আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে লাগাতার যৌন অত্যাচার, গ্রেফতার 'আজ কি রাত' খ্যাত সচিন

Advertisment

পুলিশের অভিযোগ অনুযায়ী, বছর ২৫-এর কিরণ জি (Kiran G) নামের মোটরসাইকেল আরোহী ৭ অক্টোবর অভিযোগ দায়ের করেন। তিনি বয়ান অনুযায়ী, রাত প্রায় ১টা ৩০ মিনিটে তিনি তাঁর দুই তুতো বোন অনুষা ও অনিথাকে নিয়ে নিত্যা হোটেলের কাছে দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ি একটি দ্রুত গতিতে ছুটে আসা একটি কালো গাড়ি তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় কিরণ ও ২৪ বছর বয়সী অনুষা হালকা চোট পান কিন্তু ৩৩ বছর বয়সী অনিথার পায়ে গুরুতর আঘাত লাগে। তাঁকে তড়িঘড়ি বিএজিএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তাঁর পা ভেঙে গিয়েছে এবং অস্ত্রোপচার করতে হবে।

আরও পড়ুন পকেট মানি মাত্র সাত টাকা-সামান্য সস নষ্টের জন্য মায়ের বকুনি, জীবনের চরম কষ্টের কাহিনি ভাগ পূজা বেদির

কিরণ জানান, অনিথার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় দুর্ঘটনার তিন দিন পর তিনি অভিযোগ দায়ের করেন। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে চালক ঘটনাস্থলে সেই মুহূর্তে না দাড়িয়েই চলে যায়। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ধারায় মামলা রুজু করা হয়। বেঙ্গালুরু পশ্চিম অঞ্চলের এক সিনিয়র ট্রাফিক পুলিশ অফিসার জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তে জানা যায় গাড়িটি কন্নড় অভিনেত্রী দিব্যা সুরেশের এবং ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন। অপর এক পুলিশ অফিসার বলেন, 'ঘটনাটি এখন তদন্তাধীন।' লাস্ট বাট নট ইন লিস্ট বছর তিনেক আগে দিব্যা সুরেশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি দুর্ঘটনায় আহত হওয়ার কথা জানিয়ে বিশ্রামে থাকার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন হাসপাতালে ভর্তি জারিনের মা, ভক্তদের কাছে 'বীর' খ্যত অভিনেত্রীর অনুরোধ 'দয়া করে ওঁর জন্য...'

Divya Suresh hit-and-run act