Arpita Khan Sharma And Malaika Arora : ফের চর্চায় বলিউডের মুন্নি ওরফে মালাইকা অরোরা। তবে এবার অর্জুন কাপুরের সঙ্গে প্রেম- ব্রেক আপের বিষয়ে নয়, ঘটনায় জড়িয়ে রয়েছেন প্রাক্তন স্বামী! কী ভাবছেন আরবাজ-সুরহার সম্পর্কে ভাঙন? মালাইকার সঙ্গে জুড়ছে সম্পর্ক? না না একেবারেই তা নয়, আরবাজের বোন অর্পিতার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন খান পরিবারের প্রাক্তন সদস্য। মঙ্গলবার অর্পিতা খান শর্মা তাঁর নিজের রেস্তোরাঁ উদ্বোভন করলেন। সেই উপলক্ষ্যেই পার্টি থ্রো করেছিলেন তিনি। আয়ুষ শর্মার সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরুর আনন্দ সকলের সঙ্গে উদযাপন করলেন তারকা দম্পতি। সেই পার্টিতেই অতিথি হিসেবে নজর কেড়েছেন অর্পিতার প্রাক্তন বউদি মালাইকা অরোরা।
বয়সটা যেন মালাইকার কাছে একটা সংখ্যা মাত্র। ৫১-তেও ফিট অ্যান্ড ফাইন। মালাইকার গ্ল্যামারাস লুক যেন টেক্কা দেয় জেন ওয়াইয়কেও। মঙ্গলবার মুম্বইয়ে রেস্তোরাঁ উদ্বোধনের পার্টিতে সাদা পলকা ডট টপ আর কালো প্যান্টে যেন ঠিকরে বেরচ্ছে গ্ল্যামার।
অর্পিতা খান শর্মার স্টার স্টাডেড পার্টিতে মালাইকার অরোরার প্রতিটি মুভমেন্ট লেন্সবন্দি করেছেন সেলেব পাপারাৎজ্জিরা। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর প্রাক্তন ননদের পার্টিতে মালইকার উপস্থিতি সত্যিই চোখে পড়ারই মতো।
দীর্ঘ ছয় বছর সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। সিংহম এগেইন-এর প্রচারে নিজেকে সিঙ্গল ঘোষণা করেছেন অর্জুন। অন্যদিকে মালাইকাও তাঁর ইনস্টাগ্রামে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। প্রসঙ্গত, অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন অর্জুন কাপুর।
অতীতের এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর অকপটে স্বীকার করেছিলেন, 'আমার প্রথম এবং সিরিয়াস রিলেশনশিপ ছিল অর্পিতার সঙ্গেই। আমার বয়স যখন ১৮ তখন থেকে আমাদের সম্পর্ক। মাত্র দুবছর রিলেশনে ছিলাম। আমি সলমান ভাইকে খুব ভয় পেতাম। তবুও আমি সাহস করে বলেছিলাম। পরিবারকেও জানিয়েছিলাম। এই সম্পর্কটা সকলে মেনেও নিয়েছিল।'
আরও পড়ুন:ওটিটি-তে দেখা যাবে নাগা-শোভিতার রূপকথার বিয়ে? বিয়ের ভিডিও স্বত্ব বিক্রি প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা