Mamata Banerjee reacts on Bangla Serial: সামনে বসে আছেন লীনা গঙ্গোপাধ্যায়। আর তাঁকে সামনে দেখেই মুখ্যমন্ত্রী আবারও বলতে শুরু করলেন.. "এখন সিরিয়ালগুলো, শুধু এ ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে ৩ জন ঝগড়া করছে। ”
Mamata Banerjee reacts on Bangla Serial: সামনে বসে আছেন লীনা গঙ্গোপাধ্যায়। আর তাঁকে সামনে দেখেই মুখ্যমন্ত্রী আবারও বলতে শুরু করলেন.. "এখন সিরিয়ালগুলো, শুধু এ ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে ৩ জন ঝগড়া করছে। ”
মহানায়ক সম্মানের মঞ্চে, আবারও বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি সিরিয়াল এবং তাঁর স্ক্রীপ্ট নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে, এবার বাংলা সিরিয়ালে মিলিয়ে দিলেন বাংলা গান এবং ভাষাকে। এর আগেও অবশ্য তিনি বাংলা সিরিয়ালের নানা ক্রিঞ্জ দৃশ্য নিয়ে নানা কথা বলেছেন, আজও ফের একবার তাঁকে একই কাজ করতে দেখা গেল। তাঁর সঙ্গে আরও একটি বিষয়ে আলোকপাত করলেন তিনি। কী বলছেন?
সামনে বসে আছেন লীনা গঙ্গোপাধ্যায়। আর তাঁকে সামনে দেখেই মুখ্যমন্ত্রী আবারও বলতে শুরু করলেন.. "এখন সিরিয়ালগুলো, শুধু এ ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে ৩ জন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেকটার, বাকিগুলো সব ঝগড়ুটে ক্যারেকটার। আর বাজে বাজে জিনিসগুলোও শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। লীনাদিদের দোষ নেই। আমি সব টিভি সিরিয়ালের মালিকদের বলব, আপনারা সতর্ক হন। ভাল জিনিস দেখান। খারাপ কিছু শেখাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি, এগুলো কেন? সিরিয়াল বাড়াতে হলে ভাল কিছু দেখান। কত ভাল জিনিস আছে। এসব না করে, খালি এ ওকে ছুরি মারছে, এ ওকে গুলি চালাচ্ছে। আমি যেই দেখি বন্ধ করে দি। সারাদিন কাজ কর্মে ব্যস্ত থাকি, আর দিনের শেষে সিরিয়াল দেখেও টেনশন করব? ওটা তো রিল্যাকসেসন করার জিনিস। হাসি খুশি মজা, সামাজিক গল্প দেখান। আমার সংস্কৃতিকে জাগ্রত করে এমন কিছু দেখান।
শেষ কিছু বছর দেখা গিয়েছে যে বাংলা সিরিয়ালে ভীষণ মাত্রায় হিন্দি গানের প্রচলন বেড়েছে। এবং সংলাপের থেকে বেশি আজকাল গান শোনানো হয়। ৩০ মিনিটের এপিসোডে, ৭ মিনিটের বিরতি, এবং আরও ১০ মিনিটের বেশি গান। গানের ভান্ডার বেশি, সঙ্গে হিন্দি গানের মাত্রা - এই প্রসঙ্গেই আজ বলতে শোনা গেল মাননীয়া মুখ্যমন্ত্রীকে। কী বলছেন তিনি?
তাঁর কথায়, সব সিরিয়ালে বাংলা গান আর কই? এরা ভাবে শুধু ঢিক চ্যক বাজিয়ে দিলেই হল। আরে বাজান না, অসুবিধা নেই। কিন্তু, ওরা তো একটা জায়গায় বাজায়, ওদের তো প্লাটফর্ম আছে। বলিউড তো আছেই। কিন্তু, টলিউডে বাংলা গানটা বেশি করে দিন। সবাইকেই ভাবতে হবে এটা। এখানে তো গান তৈরি করার লোক কম নেই। যারা গান করেন, তাঁরা এখন গান লেখেন, সুর দেয়। সুতরাং, আপনারা কেন করেন না? নিশ্চই আমরা হিন্দি গান দেব। কোনও ভাষাকে আমরা অপমান করব না। সাউথ ইন্ডিয়ান গান দেব। কিন্তু, অরিজিনাল বিষয়টা যেন হারিয়ে না ফেলি। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে যেন গর্ব করি। দেশকে নিয়ে যেমন গর্ব হবে, বাংলা নিয়েও যেন গর্ব হয়। সব ভাষা নিয়ে যেন সম্প্রীতি গড়ে ওঠে।