Manasi Sinha on Chandalika: কিছুদিন ধরেই, রবি ঠাকুরের চন্ডালিকা নাটক নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। ডান্স বাংলা ডান্সের মঞ্চে, রবি ঠাকুরের এই নাটকের এক অদ্ভুত দিক দেখানো হয়েছে। রবি ঠাকুরের যে কয়েকটি নৃত্যনাট্য রয়েছে, তার মধ্যে চন্ডালিকা অন্যতম জনপ্রিয়। কিন্তু সেই ডান্স ফর্মে দেখানো হয়েছে, আনন্দ নাকি প্রকৃতিকে শান্ত করলেন। আর সেই নিয়েই চর্চা তুঙ্গে। সঙ্গে বাজছিল একটি হিন্দি গান। শিল্প এবং সংস্কৃতির নামে এই কান্ড? রে রে করে উঠেছেন নৃত্য বিশেষজ্ঞরা। সেই দিন সেই মঞ্চে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর। এমন একজন কিংবদন্তি কি করে বসে বসে সেই নাটকটি দেখলেন এই নিয়েও অনেকে নানান প্রশ্ন তুলছেন।
যদিও পরবর্তীকালে মমতা শংকর জানিয়েছিলেন, তিনি প্রথম থেকেই এই নাচের বিরোধিতা করেন। এবং, সেই কারণে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার নাকি অশান্তিও হয়। কিন্তু সেই সমস্ত মন্তব্য বাদ দিয়ে অদ্ভুত একটি মন্তব্য দেখানো হয়েছে সেদিনের এপিসোডে। ১৯৭৮ সালে প্রথম চন্ডালিকা করেন মমতা শংকর। তার চোখের সামনে এরকম একটি নাচ উপস্থাপন হতে দেখে তীব্র নিন্দা করেছিলেন মমতা। অন্যদিকে অভিনেত্রী মানসী সিনহাও এই নিয়ে নানা মন্তব্য করেছেন। তার মেয়ের নাকি এই শো ভীষণ পছন্দ। তাই সেদিন বাড়িতেই টিভিতে সেই নাচ তিনি দেখেছেন। অভিনেত্রীর কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি রেগে আগুন হয়ে মন্তব্য করেন...
Actor Bala: 'আমি যদি মরে যাই', প্রাক্তন স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযো…
"আমি চমকে গেছিলাম। আমি ভাবছিলাম, কী হচ্ছে কেন হচ্ছে? তবে, তাঁর থেকে বড় আরও চমকেছি দেবলীনার বক্তব্য শুনে। দেবলীনা নাকি বলেছে, যারা সমালোচনা করছেন তাদের নাকি পড়াশোনা করা উচিত। আমি এটা শুনে কী বলব বলো? দেবলীনার এই কথা শুনে আমি স্তম্ভিত। যারা সমালোচনা করছেন তাদের নাকি, রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করা উচিত। মানে, কতখানি অহংকার। কোন সীমায় পৌঁছালে মানুষ এটা বলতে পারে। আমি নাচ জানি মানে আমি সব জানি, এটা কিন্তু না।"
Mamata Shankar: 'মিঠুনের সঙ্গে ঝগড়া হয়ে গেল..' রিয়ালিটি শোয়ে কিছুই সত্যি নয়? 'ড্যান্স বাংলা ড্যান্সের' বিতর্কের পর ঠোঁটকাটা মমতা শঙ্কর
সেদিন সেই অনুষ্ঠানে চন্ডালিকার নাম দিয়ে যে নাচ দেখানো হয়, তাঁর সঙ্গে হিন্দি গানের যোগ ছিল। তাহলে কি বাংলার সাংস্কৃতিক অবনতি এই ঘটনা? মানসী জানান, "রবি ঠাকুর নানা ভাষায় গান লিখেছেন। কিন্তু সবকিছুর আড়ালে তো একটা যুক্তি কাজ করবে। চন্ডালিকার একটা অর্থ আছে। এই নাচটায় অদ্ভুত অঙ্গভঙ্গি এবং জিমন্যাস্টিক - এগুলো কী? কেন? দেবলীনা নিজে পড়াশোনা করেছে কিনা আমার সেই নিয়ে সন্দেহ আছে। পার্থিব ভালবাসার ঊর্ধ্বে গিয়ে ভালবাসার কথা বলে, চন্ডালিকা, এই নাচটা কি সেটা? আমি শুনলাম যিনি এই নাচের কোরিওগ্রাফি করেছেন, তিনি নাকি এও বলেছেন, আমায় সরাসরি বলেন নি, কিন্তু বলেছেন নাকি, রবীন্দ্রনাথ কি বাপের সম্পত্তি? আমি তাঁকে বলতে চাই, হ্যাঁ! রবীন্দ্রনাথ আমার, বাঙালির, গোটা ভারতের বাপের সম্পত্তি। আমাদের বাপ-দাদার ঠাকুর উনি, সেই উত্তরাধিকার সূত্রে আমরা তাঁকে পেয়েছি। নাহলে রবীন্দ্রনাথকে ছোঁয়া আমাদের সম্ভব না। আমাদের যোগ্যতা নেই। আর, আমার বাপের সম্পত্তি তুমি ধ্বংস করবে, সেটা আমি মেনে নেব।"
এরপরেই তিনি জানান, "সব থেকে খারাপ লাগছে, মমতা দি বাংলার তথা ভারতবর্ষের নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম একজন মানুষ। এই রিয়ালিটি শো এ গিয়ে তার, সমস্যা হয়ে দাঁড়াল। মানুষের কাছে তাকে ছোট করা হলো কারণ ছাড়াই।"