Jeet-Koel Incident: ধরুন আপনি নিজের মনে আপন খেয়ালে বসে আছেন, অনুভব করলে আপনার গায়ে এসে পড়লে একটি সাপ! তখন আপনার প্রতিক্রিয়া ঠিক কেমন হবে? নিজেকে ঠান্ডা রাখতে পারবেন নাকি অত্যন্ত জোরে চিৎকার করে উঠবেন? বেশিরভাগ মানুষের উত্তর হবে তাঁরা চিৎকার করে উঠবেন। এবং একজন নায়িকার সঙ্গে যদি এই ঘটনা ঘটে, তাহলে?
টালিপাড়ার এক অভিনেত্রীর গায়ে, এভাবে ছুড়ে মারা হয়েছিল সাপ! এবং সেই মানুষটি ভয়ঙ্কর জোরে চিৎকার করে উঠেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছিলেন যে এই সমস্ত ইয়ার্কি একদম পছন্দ করেন না। মুখের ভাব ভঙ্গি পাল্টে গেছিল তার। কি এমন হয়েছিল তার সঙ্গে? কেই বা করেছিলেন এই কান্ড? এই কাণ্ড ঘটিয়েছিলেন জিৎ। ঘটেছিল কোয়েল মল্লিকের সঙ্গে। দুজনে একসঙ্গে বহু ছবি উপহার দিয়েছেন। তাই কোয়েল ( Koel Mullick ) কিসে ভয় পান সেটা যে খুব ভালো করেই জানেন। তার সঙ্গে এও জানেন, কোয়েলের প্রতিক্রিয়া ঠিক কিরম হতে পারে!
আরও পড়ুন - Uttam Kumar: এতকিছুর পর হাতে পেয়ারা ধরালেন উত্তম? ফ্যালফ্যাল করে চেয়ে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন?
জিৎ আগে থেকেই প্রস্তুত ছিলেন, যে কোয়েলকে কিভাবে ভয় পাওয়ানো যেতে পারে। আর তাঁর প্ল্যানিং মতো তাই হল। ঘটনাটি ঘটেছিল বেশ করেছি প্রেম করেছি ছবির শুটিং চলাকালীন। কোয়েল তখন মেকআপ নিয়ে বসে আছেন গঙ্গার পাড়ে। জিৎ সকলের সঙ্গে অবশ্য কথা বলে রেখেছিলেন। কোয়েল আসা মাত্র তার গায়ে একটি সাপ ছুড়ে মারলেন। এবং প্ল্যানিং মাফিক, ভয়ংকর জোরে চিৎকার করে উঠলেন কোয়েল। যদিও পরে বুঝতে পারলেন এই সাপ আসলে, আসল নয় বরং প্লাস্টিকের সাপ। জিৎ আগে থেকেই জানিয়ে রেখেছিলেন, "কোয়েলের গায়ে আমরা এটা ছুঁড়ে মারবো, আশা করছি খুব জোর চিৎকার করবে।"
কিন্তু এই ঘটনা ঘটিয়ে জিতের আনন্দ দেখে কে? তিনি তখন তৃপ্তির হাসি হাসছেন। শুধু তাই নয়, ইউনিটের প্রত্যেকে তখন হাসতে ব্যস্ত। মাঝখান থেকে কোয়েল রেগে গিয়ে জিতকে বললেন, "আমি এগুলো একদম পছন্দ করি না। এই ধরনের ইয়ার্কিতে আমার আপত্তি আছে।" ততক্ষণে ভয়ের চোটে কোয়েলের আত্মারাম খাচা। রেগে মেগে তিনি জিতের দিকে তখন তাকিয়ে আছেন। একটা সময় তো হাত দিয়ে জিতকে মারবেন বলেও দেখিয়ে দিলেন।
আরও পড়ুন - Sreelekha Mitra: 'তাই বলে মানুষ মেরে ফেলবেন?' মদ্যপ পরিচালককে একহাত নিলেন শ্রীলেখা..
প্রসঙ্গে বর্তমানে জিৎ চর্চায় রয়েছেন তাঁর নতুন সিরিজ খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারের জন্য। সেই সিরিজ অর্জুন মিত্র হিসেবে তাকে দেখা গেছে। এবং বলাই বহুল্য, নিজের চরিত্রের প্রতি টপ ক্লাস জাস্টিস করেছেন জিৎ। এর আগেও বহুবার তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।