Advertisment

Manosi Baby Shower: পঞ্চব্যঞ্জনে জমজমাট সাধের অনুষ্ঠান, হালকা সাজে 'সুপারকুল' মম টু বি মানসী

Manosi Sengupta: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হবেন নিম ফুলের মধুর মৌমিতা। তার আগে পরিবার ও ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের সঙ্গে কবজি ডুবিয়ে সাধ খেলেন হবু মা।

author-image
Kasturi Kundu
New Update
পঞ্জব্যাঞ্জনে জমজমাট সাধের অনুষ্ঠান

পঞ্জব্যাঞ্জনে জমজমাট সাধের অনুষ্ঠান

Manosi Baby Shower Event: কাউন্টডাউন শুরু। দ্বিতীয়বার মা হওয়ার স্বাদ আস্বাদন করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। নিম ফুলের মধুতে সৃজনের বউদির চরিত্রে সকলের দিল জিতে নিয়েছেন মানসী। আরও এক হিট মেগা কোন গোপনে মন ভেসেছে-তেও দেখা গিয়েছে তাঁকে। প্রেগন্যান্সিতেও চুটিয়ে কাজ করছেন।

Advertisment

এখন অবশ্য লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। যদিও তিনি চেয়েছিলেন শ্যুটিং ফ্লোর থেকেই হাসপাতালে যেতে। কিন্তু, সব ইচ্ছে সবসময় পূরণ হয় না। রবিবার শহরের একটি রেস্তোরাঁয় সাত মাসের সাধের আয়োজন করা হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজেই গাড়ি চালিয়ে সাধের অনুষ্ঠানে এসেছিলেন মম টু বি মানসী সেনগুপ্ত। 

Advertisment

উজ্জ্বল লাল বর্ণের ব্লাউজের সঙ্গে ধবধবে সাদা শাড়ি আর গায়ে হালকা গয়না। প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছে। শঙ্খ-উলুধ্বনি আর পঞ্চব্যাঞ্জনে সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রসগোল্লা খেতে গিয়ে তো একেবারে...!! সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। হবু মা-কে ভালবাসায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জনেরা। সকলের সঙ্গে দেদার ফটোশ্যুটে মেতেছিলেন মানসী। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে উড বি মাম্মি মানসীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

প্রেগন্যান্সি কেমন কাটছে থেকে সাধের অনুষ্ঠান নিয়ে কী বললেন মানসী? অভিনেত্রী বলেন, 'প্রেগন্যান্সি বেশ ভালই কাটছে। আপাতত শ্যুটিং বন্ধ করে দিয়েছি। সাত মাস চলছে। এই সময় আর রিস্ক নেব না। এপ্রিলে ডিউ ডেট, তবে মার্চেই হয়ত ডেলিভারি হয়ে যাবে।' মানসী জানান, 'আমার মায়ের বাড়িটা তো অনেক দূরে। ওখানে তো শ্যুটিং ছেড়ে সবাই আসতে পারবে না। তাই রবিবার (সেকেন্ড সানডে) একটি রেস্তোরাঁয় সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ওখানেই সবাই এসেছিল। আমার দুবার সাধ হচ্ছে। বাড়িতে একবার হবে। ওখানে ফ্যামিলির সবাই থাকবে।' 

সকলে মিলে আনন্দের সঙ্গে হইহই করে কেটেছে দিনটা। আনন্দের সেইঅ মুহূর্তটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মানসী। লাল হৃদয় আর ইভল আইয়ের ইমোজির দিয়ে  আহা কি আনন্দ ক্যাপশনে বেবি সাওয়ারের ছবি শেয়ার করেছেন মানসী সেনগুপ্ত। 

আরও পড়ুন: 'ভেবেছিলাম ফ্লোর থেকেই...', দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে কী বললেন মানসী?

Bengali Serial Bengali Actress Bengali Television Bengali serial TRP
Advertisment