Manosi Sengupta Pregnancy : 'ভেবেছিলাম ফ্লোর থেকেই...', দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে কী বললেন মানসী?

দ্বিতীয়বার মা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। একাধিক বাংলা ধারাবাহিকে তাঁর জুড়ি মেলা ভার। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কাজের আনন্দ চেটেপুটে উপভোগ করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে কী বললেন রিলের মৌমিতা বউদি ওরফে হবু মা মানসী?

দ্বিতীয়বার মা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। একাধিক বাংলা ধারাবাহিকে তাঁর জুড়ি মেলা ভার। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কাজের আনন্দ চেটেপুটে উপভোগ করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে কী বললেন রিলের মৌমিতা বউদি ওরফে হবু মা মানসী?

author-image
Kasturi Kundu
New Update
দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে কী বললেন মানসী?

দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে কী বললেন মানসী?

Manosi Sengupta Pregnancy : উৎসবের মরশুমে টেলিপাড়ায় খুশির ডবল ডোজ। সদ্য মা হয়েছেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। এবার সুখবর শোনালেন বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছোট পর্দার পপুলার ধারাবাহিক নিম ফুলের মধুতে সৃজনের বড় বউদির চরিত্রে সকলের দিল জিতে নিয়েছেন মানসী। এই মুহূর্তে আরও এক হিট মেগা কোন গোপনে মন ভেসেছে-তে দেখা যাচ্ছে মানসীকে। বরাবরই নেগেটিভ চরিত্রে সিরিয়ালপ্রেমীদের ভরপুর বিনোদন দেন মানসী। এবার তাঁর জীবনেও আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হচ্ছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মানসী কিন্তু, প্রেগন্যান্সিতেও চুটিয়ে কাজ করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কী বললেন মম টু বি মানসী?

Advertisment

ফোনের ওপারে শোনা গেল মিষ্টি হাসি। আনন্দের সঙ্গে জানালেন, 'হ্যাঁ, আমি প্রেগন্যান্ট। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে কাজ থেকে কিন্তু, আমি এখন ছুটি নিচ্ছি না। পাঁচ মাসের প্রেগন্যান্সিতেও আমাকে যে 'কোন গোপনে মন ভেসেছে'-তে কাজের সুযোগ দেওয়া হয়েছে সেটার জন্য আমি কৃতজ্ঞ। কর্মক্ষেত্রে যদি কমফোর্ট জোন থাকে তাহলে কাজ করতে সত্যিই কোনও অসুবিধা হয় না। আমি তো চেয়েছিলাম ফ্লোর থেকেই সোজা নার্সিংহোমে ডেলিভারি করাতে যাব। কিন্তু, সেটা হবে না।'

Advertisment

এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। সেই প্রসঙ্গে মানসীর সংযোজন, 'এটা আমার হাই-রিস্ক প্রেগন্যান্সি। আমার সন্তান প্রিম্যাচিওর হয়েছিল। তাই এবার খুব সাবধানে থাকতে হবে। আমি আসলে বাড়ি বসে থাকতে পারি না। খুব প্রয়োজন ছাড়া ছুটি আমি নিই না। বহুদিন হয়ে গিয়েছে যে আমি সেভাবে ছুটি পাইনি। এখন আমাকে যখন সবাই ছুটি নিতে বলছে তখন আমি নিজেই নিতে চাইছি না। কাজের মধ্যে থাকতে ভাল লাগে। এখন আমি যে চরিত্রটায় কাজ করছি সেখানে তো প্রেগন্যান্সিটা বোঝা গেলে সমস্যা। তাই যতদিন পারব ততদিন কাজ করব'। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছোট পর্দার মৌমিতা ওরফে মানসী। খুবই শীঘ্রই বেবি বাম্পের গ্ল্যামারাস ফটোশ্যুটেও দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন : দুই থেকে তিন হবেন কে.এল রাহুল-আথিয়া, কবে মা হচ্ছেন সুনীল কন্যা?

Tollywood Actress tollywood news Bengali Serial Bengali Actress