Bengali Actress: মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফ্লোরে ফিরছেন মানসী, 'খল' চরিত্রেই দেখা যাবে সৃজনের বড় বউদিকে?

Manosi Sengupta: দ্বিতীয়বার মা হয়েছেন মানসী। মাতৃত্বকালীন ছুটি শেষে এবার কাজে ফিরছেন অভিনেত্রী। টলিপাড়ার অন্দরে এমনই কানাঘুষো। কোন ধারাহিকে কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Manosi Sengupta: দ্বিতীয়বার মা হয়েছেন মানসী। মাতৃত্বকালীন ছুটি শেষে এবার কাজে ফিরছেন অভিনেত্রী। টলিপাড়ার অন্দরে এমনই কানাঘুষো। কোন ধারাহিকে কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

author-image
Kasturi Kundu
New Update
ফ্লোরে ফিরছেন মানসী

ফ্লোরে ফিরছেন মানসী

Manosi Sengupta New Serial: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ মানসী সেনগুপ্ত। নিম ফুলের মধু ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে তাঁকে। যদিও সেই ধারাবাহিক শেষ হওয়ার পর অন্তঃসত্ত্বা অবস্থাতেই বেশ কিছুদিন কোন গোপনে মন ভেসেছে-তে কাজ করেছেন। এখন কোনও বাংলা মেগায় দেখা যাচ্ছে না মানসীকে। তবে খুব শীঘ্রই আবার বাংলা সিরিয়ালের দর্শকের ড্রইংরুমে আসতে চলেছে মানসী ম্যাজিক। স্টুডিয়ো পাড়ার ফিসফাঁস,স্টার জলসার রাণী ভবানীতে দেখা যাবে 'নিম ফুলের মধু'-র মৌমিতা বউদিকে। এবারেও সম্ভবত সেই খল চরিত্রেই নাকি দেখা যাবে তাঁকে। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত মানসী বা চ্যানেলের তরফে সেভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শীঘ্রই কাজে ফিরবেন সেই কথা অবশ্য আগেই জানিয়েছিলেন। এখন অপেক্ষা মেগার দর্শকের সামনে আবার কবে চেনা ছন্দে হাজির হন মানসী সেনগুপ্ত। আসন্ন ধারাবাহিকের প্রোমোর শুটিংও নাকি শেষ।

Advertisment

Advertisment

রুপোলি দুনিয়ার বহু অভিনেত্রীই মা হওয়ার পর কাজের পরিমান কমিয়ে দিয়েছেন। কেউ আবার অভিনয়কে পুরোপুরি বিদায় জানিয়েছেন। কিন্তু, মানসীর ক্ষেত্রে একেবারে উলোটপুরাণ। সন্তানের জন্মের কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছেন। রুটিন মাফিক মেগার শুটিংয়ে নয়, তবে বেশ কিছু ফটোশুট সেরে ফেলেছেন। পরিবারের সঙ্গে ঘুরতেও গিয়েছেন মানসী। স্বমহিমায় রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মানসী বলেছিলেন কাজই তাঁর অক্সিজেন। কাজ ছাড়া থাকার কথা ভাবতেই পারেন না। মা হিসেবে সন্তানের দায়িত্ব পালনে যেমন কোনও ত্রুটি রাখবেন না ঠিক তেমনই মা হওয়ার পর জীবন বদলে ফেলতেও রাজি নন। 

এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, ''দুই সন্তানের জন্মের পর কোনওভাবেই আমার জীবন বদলে যায়নি। এমনকী বিয়ের পরও  নয়। আমি কিন্তু, বিয়ের পর বেশ কিছুদিন মায়ের কাছেও ছিলাম। সমাজের নিয়ম মেনে শ্বশুরবাড়িতই থাকতে হবে সেটা আমি অন্তত বিশ্বাস করি না। সোসাইটির চাপিয়ে দেওয়া কোনও নিয়ম আমি ফলো করতে রাজি নই। আমার মতে, ছেলে-মেয়ের জন্য কোনও আলাদা নিয়ম হতে পারে না। আমি শৃঙ্খলাবদ্ধ হয়ে বাঁচতে ভালবাসি না। সংসারে আর্থিক স্বচ্ছলতা রাখতে কাজ করাটা অবশ্যই প্রয়োজন। তাই কাজকে আমি বরাবরই প্রাধান্য দিই। সেই সঙ্গে সন্তানের সঠিক যত্ন।'  

আরও পড়ুন সোসাইটির চাপিয়ে দেওয়া কোনও নিয়ম আমি ফলো করতে রাজি নই: মানসী সেনগুপ্ত

Bengali Serial Bengali Actress Manosi Sengupta