/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/jeet-final.jpg)
শনিবার মুক্তি পেয়েছে সুলতান-দ্য সেভিয়ারের প্রথম গান মাশা আল্লা। প্রথমদিনের শেষে এই গানের ভিউয়ারশিপ ৫ লক্ষ ছাড়াল। প্রযোজনা সংস্থার দাবি ইউটিউব ট্রেন্ডিংয়ে পয়লা নম্বরে রয়েছে মাশা আল্লা। এবছর ঈদেই রিলিজ করছে জিতের নতুন এই ছবি। সিনেমার ট্রেলার এখনও বেরোয়নি। তার আগেই প্রকাশ্যে চলে এল ছবির গান মাশা আল্লা।
সঙ্গীত পরিচালক স্যাভির পরিচালনায় গানটি গেয়েছেন দেব নেগি ও আকৃতি কক্কর। সুলতানের এই গানে জিতের সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।
আরও পড়ুন: ঈদে মুক্তি পাচ্ছে জিতের ‘সুলতান দ্য সেভিয়ার’
And we are right up there !!! #MashaAllah trending in the #No1 spot in @YouTubeIndia...Keep flowing in the love folks and keep dancing to #MashaAllahhttps://t.co/SVpBLipc6A#SultanTheSaviour#Eid2018@jeet30@Mim_Bidya@SurinderFilms@savvyguptapic.twitter.com/icIq1jhNgx
— GEPL (@GRASSROOTENT) April 29, 2018
সিনেমায় একজন অ্যাকশন হিরোর চরিত্রে দেখা যাবে জিতকে। আর আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। এছাড়াও সুলতানে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। জিতের আগের ছবি ইন্সপেক্টর নটি কে মুক্তি পেয়েছিল গতবছর। বক্স অফিসে তেমন সুবিধে করতে পারেনি এই ছবি। নটি কের প্রায় একবছর পর মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা। পরিচালক রাজা চন্দের এই ছবিটির প্রযোজনায় জিৎস ফিল্মওর্য়াকস, সুরিন্দর ফিল্মস ছাড়াও রয়েছে বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থা।
আরও পড়ুন: শহরে এসে পড়ল শরৎ, সৌজন্যে উমার ট্রেলার
Preparing for the ride.. Coming Tomorrow #Mashaallah first Song from #SultanTheSaviour#Eid2018pic.twitter.com/4eUjGfIdLx
— Jeet (@jeet30) April 28, 2018
ইউটিউবে গানটি মুক্তি পাওয়ার পর ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ থেকে দেব অনেকেই। তবে অংকুশের ডি ফর ড্যান্সও মুক্তি পেতে পারে ঈদে। উৎসবের সময়ে কে কাকে টক্কর দেবে, তা দেখার জন্যই অপেক্ষা করে আছে টলিউড।