বলের আঘাতে গেল চোখ! ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল, এই পরিচালক আজও...

চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন, যার মধ্যে অনেকগুলো আজও ভারতীয় সিনেমার সেরা কমেডি সিনেমার তালিকায় স্থান পেয়েছে।

চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন, যার মধ্যে অনেকগুলো আজও ভারতীয় সিনেমার সেরা কমেডি সিনেমার তালিকায় স্থান পেয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Priyadarshan-wanted-to-be-a-cricketer-1

কী হয়েছিল তাঁর সঙ্গে?

Indian legendery Director: ভারতের একাধিক চলচ্চিত্র শিল্পে ছাপ রেখে যাওয়া মালয়ালামের কিংবদন্তি পরিচালক প্রিয়দর্শন আজও সমানভাবে সফল এবং জনপ্রিয়। চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন, যার মধ্যে অনেকগুলো আজও ভারতীয় সিনেমার সেরা কমেডি সিনেমার তালিকায় স্থান পেয়েছে।

Advertisment

তবে আশ্চর্যের বিষয় হলো- প্রিয়দর্শনের ( Priyadarshan ) প্রথম স্বপ্ন কিন্তু পরিচালক হওয়া ছিল না! ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন। রাজ্যস্তরে খেলেছেন, স্কুলজীবনে ছিলেন দলের সেরা। এমনকি কলেজে অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছেন। নিজেই এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, “একটা সময় ক্রিকেটার হওয়াই ছিল আমার একমাত্র লক্ষ্য।”

Deepika Kakkar: ক্যানসারের মাঝেই নতুন করে সংক্রমণ! সাংঘাতিক অসুস্থ দীপিকা

Advertisment

কিন্তু ভাগ্যের পরিহাসে মাঠের একটি মারাত্মক দুর্ঘটনা তার বাঁ চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। সেদিনই বদলে যায় জীবনের পথ। প্রিয়দর্শন অকপটে মেনে নেন, "যা হয়, ভালোর জন্যই হয়। আমি যদি ক্রিকেটার হতাম, হয়তো আজ অবসর নিয়ে ব্যাংকের চাকরি করতাম। কিন্তু ভাগ্য আমাকে সিনেমার পথে নিয়ে এসেছে, আর এ নিয়ে আমার কোনও আফসোস নেই।" ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা অবশ্য এখনও অটুট। শুটিং সেটে ব্যাট-বল নিয়ে যাওয়া তাঁর অভ্যাস, আর বিরতির সময় সহকর্মীদের নিয়ে খেলার আনন্দে মাতেন তিনি।

২০২৪ সালের সেপ্টেম্বরে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন প্রিয়দর্শন। কয়েক দশক আগে যার বলের আঘাতে তিনি চোখ হারিয়েছিলেন, সেই প্রাক্তন ফাস্ট বোলার হানিফ মোহাম্মদের সঙ্গে বহু বছর পর আবার দেখা হয় তাঁর। কেরালা ক্রিকেট লিগে (কেসিএল) তিনি নিজের দল ত্রিবান্দ্রম রয়্যালসের মালিক হয়েছিলেন এবং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলেন হানিফকে। হুইলচেয়ারে বসেও তিনি প্রিয়দর্শনের আমন্ত্রণ রাখতে উপস্থিত হয়েছিলেন সেই বিশেষ দিনে।

Mamata Shankar: টাকা দিলে নাকি কারও সম্পর্কে খারাপ লেখার লোকও পাওয়া যায়, আমার মতো নগণ্য মানুষকে ট্রোল করে কী লাভ: মমতা

অবশেষে, বন্ধু মোহনলাল ও সুরেশ কুমারের সঙ্গে সিনে  দুনিয়ায় পদার্পণ করেন প্রিয়দর্শন। যদিও তাঁদের প্রথম ছবি থিরানোত্তম (১৯৭৮) নানা জটিলতায় আটকে যায় এবং মুক্তি পায় বহু বছর পর, ২০০৫ সালে। পরিচালক হিসেবে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে পুচাক্কোরু মুক্কুঠি দিয়ে। এরপর আর ফিরে তাকাতে হয়নি।

বর্তমানে তিনি কাজ করছেন নিজের ৯৯তম ছবি হাইওয়ান-এ, যেখানে অভিনয় করছেন অক্ষয় কুমার ও সাইফ আলী খান। এটি তাঁর মালয়ালাম হিট ওপ্পাম (২০১৬)-এর রিমেক। আর তাঁর ১০০তম ছবি হবে প্রিয় বন্ধু মোহনলালের সঙ্গে—এমনটাই জানিয়েছেন পরিচালক। সেই ছবির পর তিনি চলচ্চিত্র থেকে অবসর নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

Bollywood News bollywood Entertainment News Today