Mamata Shankar: টাকা দিলে নাকি কারও সম্পর্কে খারাপ লেখার লোকও পাওয়া যায়, আমার মতো নগণ্য মানুষকে ট্রোল করে কী লাভ: মমতা

Mamata Shankar On Troll: সাম্প্রতিককালে মমতা শঙ্করের যে কোনও বক্তব্যই উঠে আসছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ট্রোলিং নিয়ে ভাবিত নৃত্যশিল্পী-অভিনেত্রী? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে মুখ খুললেন মমতা শঙ্কর।

Mamata Shankar On Troll: সাম্প্রতিককালে মমতা শঙ্করের যে কোনও বক্তব্যই উঠে আসছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ট্রোলিং নিয়ে ভাবিত নৃত্যশিল্পী-অভিনেত্রী? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে মুখ খুললেন মমতা শঙ্কর।

author-image
Kasturi Kundu
New Update
519356643_1314493723366965_3009946964072065651_n

আমি আগেও নিজের কথা বলেছি এখনও বলছি আর ভবিষ্যৎ-এ ও বলব: মমতা

Mamata Shankar Reaction: শাড়ির আঁচল থেকে মেট্রোয় চুমু কাণ্ড, স্যানিটারি ন্যাপকিন, সাইবাবার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে নিজের মত প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় হয়ে যায় নীতি পুলিশরা। মুখ থেকে শুধু কথা পরার অপেক্ষা, শুরু হয়ে যায় ট্রোলিং চাঁচাছোলা ভাষায় আক্রমণ। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। হ্যাঁ, বিশিষ্ট নৃত্যশিল্পী, স্বনামধন্য অভিনেত্রী পদ্মশ্রীপ্রাপ্ত মমতা শঙ্করের কথাই বলছি। সাম্প্রতিককালে তাঁর যে কোনও বক্তব্যই উঠে আসছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এই ঘটনায় তিনি হতাশ? বারবার তাঁর দিকে ধেয়ে আসা আক্রমণের কারণে এবার নিজের মতপ্রকাশ করা বন্ধ করে দেবেন মমতা? কোনও কিছু বলার আগে এবার থেকে আরও বেশি ভাবনাচিন্তা করবেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই সব প্রশ্নের উত্তর দিলেন মমতা শঙ্কর। 

Advertisment

তাঁর স্পষ্ট জবাব, 'ট্রোল করলে আমার কিছ্ছু যায় আসে না। আমার মতো নগন্য মানুষকে ট্রোল করে কী লাভ? আমি তো কারও নাম করে কিছু বলি না। সকলে নিজেদের মতামত দেন, আমিও দিই। মতপ্রকাশ করা তো আমার নৈতিক অধিকার। বড় বড় মনিষীদের ছাড় দেয় না, আমি তো কোন ছাড়। তাছাড়া শুনেছি আজকাল টাকা দিলে নাকি কারও সম্পর্কে খারাপ লেখার লোকও পাওয়া যায়। আমার মনে হয় টাকাগুলো ভাল কাজে খরচ করা উচিত। আমি আগেও নিজের কথা বলেছি এখনও বলছি আর ভবিষ্যৎ-এ ও বলব। আমি তো কাউকে খারাপ বলি না। যাঁদের রাগ হয় আমি মনে করি না তাঁদের রাগানোর মতো কোনও কথা বলি। আমি শুধু আমার ভাবনাটুকু শেয়ার করি।'

আরও পড়ুন পুরস্কৃত হওয়ার জন্য কখনও কাজ করিনি, পদ্মশ্রী ভগবানের দেওয়া উপহার: মমতা শংকর

Advertisment

ট্রোল নিয়ে যে মমতা শঙ্কর একদমই ভাবিত নন সেই বিষয়টা কার্যত স্পষ্ট করে দিয়েছেন। বরং অভিনেত্রী-নৃত্যশিল্পীর বক্তব্য, 'যাঁরা আমাকে নিয়ে খারাপ কথা বলেন তাঁদের হয়তো কোনও কারণে গাত্রদাহ হয়। ব্যাপারটা অনেকটা পড়ল কথা সবার মাঝে যার কথা তাঁর গায়ে লাগে-র মতো। কারও আঁতে নিশ্চয়ই ঘা লাগে বা আমার উপর হয়ত কারও রাগ আছে। আমার যেটা ঠিক মনে হয় সেটাই আমি বলি। কারও ক্ষতি করা, খারাপ বুদ্ধি দেওয়া বা শত্রুতা করে কোনও কথা কখনও বলি না।'

সাইবাবার প্রতি অগাধ ভক্তি নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমে নিজের মত প্রকাশ করতেই ফের কটাক্ষের শিকার মমতা শঙ্কর। সেই প্রসঙ্গেও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন। তাঁর মতে, 'আমি আমার বিশ্বাসের কথা বলেছি। কোনও ধর্মকে ছোট করি না। মন্দির, মসজিদ বা চার্চের সামনে আমি মাথা নত করি। কারণ সাইবাবা সবাইকে ভালবাসতে শিখিয়েছেন।' 

আরও পড়ুন 'জন্তুরাও আমাদের থেকে অনেক ভাল!', কালীঘাট মেট্রোয় চুমু-কাণ্ডে খেপে লাল মমতা শঙ্কর

Mamata Shankar