/indian-express-bangla/media/media_files/2025/07/29/jugal-2025-07-29-19-17-42.png)
কে এই অভিনেতা?
Guess Who This Bollywood Star: আনলাকি, কিংবা পনৌতি - অনেক বলিউড তারকাকেই এক শব্দটা শুনতে হয়। তাঁরা কোনও সিনেমায় থাকলেই সেই সিনেমা ফ্লপ কিংবা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও অনেকেই আছেন নিজের পরিচয় তৈরি করতে পারেন না। কিন্তু, ক্রিকেট তারকার সন্তান হয়েও এই অভিনেতা কেন নিজের নাম করতে পারলেন না, সেই নিয়েও রয়ে যায় প্রশ্ন। দেখতে এমন সুপুরুষ একজন, যিনি বহু রমণীর মনে ঝড় তুলেছিলেন, তাঁর ভাগ্য বদলালো না বলিউডে। এমনকি, শাহরুখের সঙ্গে কাজ করেও নজরে এলেন কিন্তু কাজ করতে পারলেন না।
একসময় চকলেট হিরোদের বেশ পছন্দ করতেন তরুণীরা। তাঁদের মিষ্টি আচরণ এবং সুন্দর চেহারার প্রেমে পড়তেন। সেরকমই এক হিরো ছিলেন প্রবীন হংসরাজের ছেলে যুগল হংসরাজ।
শাহরুখের মহাব্বতে ছবিতে কাজ করেছিলেন তিনি। যুগল যেমন দেখতে সুন্দর ছিলেন, তেমনই তাঁর চারমিং আচরণ বেশ নজর কেড়েছিল। ১৯৭২ সালে যুগল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। বাবা প্রবীন ছিলেন ক্রিকেটার। এবং ছেলে হিসেবে তিনি অন্য পথ বেছে নিয়েছিলেন। ২০০০ সালে তাঁর ভাগ্য পাল্টেছিল যশ চোপড়ার এই ছবির জন্যই। এবং, রাতারাতি তিনি জাতীয় ক্রাশ হিসেবে জনপ্রিয়তা পান। তখন তিনি কেরিয়ারের শীর্ষে! মহব্বতে ছবি থেকেই তিনি দারুণ পরিচিতি পান।
Bollywood: গুটিবসন্তে মারা যান স্ত্রী, অভিনেত্রীর সঙ্গে গভীর প্রেমে মত্ত …
জানা যায়, ৪০টি সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি। কিন্তু ভাগ্য। তাঁর ভাগ্য সঙ্গ দিল না। এমন ধরণের দুর্ভাগ্যের কবলে পড়লেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জীবনে দুর্ভাগ্য নেমে আসে। মানুষের নজরে তিনি 'অদ্ভুত' হিসেবেই গণ্য হতে শুরু করেন। মাত্র ১০ বছর বয়সে তিনি অভিনয় করতে শুরু করেন। ১৯৮৩ সালে নাসিরুদ্দিন শাহ এবং শাবানা আজমির সঙ্গে তিনি মাসুম চরিত্রে অভিনয় করেছিলেন। সেখান থেকে হৃদয় জয় করেছিলেন তিনি। যদিও শাহরুখের সঙ্গে কাজ তাঁর জীবনকে গতি দিল না। তিনি এক জায়গায় দাঁড়িয়ে থাকলেন। বেশ কিছু ছবিতে শুটিং করেছিলেন, কিন্তু সেগুলি মুক্তি পায়নি। অনেকেই তাঁকে জিঙ্কড হিসেবে আখ্যা দিয়েছিলেন।
Sanjay Dutt: বাংলাদেশে ভয়ঙ্কর কাণ্ড ঘটান সঞ্জয়, আওয়াজ শুনেই পিছনে ফির…
ব্যক্তিগতভাবে তাঁর এবং সহ-অভিনেতা কিম শর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলেও তাঁরা দুজনে এই নিয়ে আলোচনা কোনওদিন করেননি। কিন্তু, মাঝখানে হঠাৎ হারিয়ে গেলেন তিনি। বহুবছর তিনি সিল্ভার স্ক্রিনের বাইরে ছিলেন। ফেরত এলেন মিসম্যাচড নিয়ে। সেই সিরিজে তাঁকে রোহিত সারাফের বাবার ভূমিকায় দেখা গিয়েছে। এছাড়াও ইব্রাহিম আলি খানের নাদানিয়া ছবিতে দেখা গিয়েছে।