Sanjay Dutt: বাংলাদেশে ভয়ঙ্কর কাণ্ড ঘটান সঞ্জয়, আওয়াজ শুনেই পিছনে ফিরলেন লতা মঙ্গেশকর! কী হয়েছিল?

ছোট থেকেই গানের প্রতি তীব্র আগ্রহ ছিল সঞ্জয়ের। তাঁর বোন একবার জানিয়েছিলেন, তিনি নাকি ভীষন ভাল বাদ্যযন্ত্র বাজাতেন। এবং এক ধরনের ড্রামের ওপর তাঁর দারুন দখল ছিল। কিন্তু, একবার যা কান্ড ঘটিয়েছিলেন তিনি...

ছোট থেকেই গানের প্রতি তীব্র আগ্রহ ছিল সঞ্জয়ের। তাঁর বোন একবার জানিয়েছিলেন, তিনি নাকি ভীষন ভাল বাদ্যযন্ত্র বাজাতেন। এবং এক ধরনের ড্রামের ওপর তাঁর দারুন দখল ছিল। কিন্তু, একবার যা কান্ড ঘটিয়েছিলেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sanjay dutt started to play bongo in Bangladesh lata Mangeshkar startled

যা করেছিলেন সেদিন সঞ্জয়...

Sanjay Dutta-Lata Mangeshkar: বলিউড তারকাদের জীবনে বিতর্ক লেগেই থাকে। এবং এই তারকার জীবন একটা আদ্যোপান্ত ছবি। যা পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রাজকুমার হিরানি। সঞ্জয় দত্ত যাকে আসলেই খলনায়ক বলে অভিহিত করা হয় বলিপাড়ার বুকে, তিনি কিন্তু একেবারেই খলনায়ক নয়। বরং, আর পাঁচজনের মতোই এই অভিনেতা ছিলেন একদম ঘরের ছেলে। আজ তাঁর জন্মদিন। সুনীল দত্তের ছেলে সঞ্জয়, নানা সময় ইন্ডাস্ট্রিতে যা কান্ড ঘটিয়েছেন, সেই নিয়ে উপন্যাস হয়ে যাবে। 

Advertisment

সম্পর্কের দিক দিয়ে তিনি মাধুরীর প্রেমে পড়েছিলেন। তবে, সঞ্জু সিনেমায় প্রাপ্ত তথ্য থেকে অনেক রমণীর সঙ্গেই তাঁর সম্পর্ক ছিল। তবে, কোনোটাই শেষ অবধি টেকেনি। এবং মা নার্গিসের মৃত্যু তাঁকে ভীষণ ভেঙে দিয়েছিল। কিন্তু একবার ছোটবেলায় যেভাবে তিনি লতা মঙ্গেশকরের নজর আকর্ষণ করেছিলেন, সেকথা জানিয়েছিলেন তাঁর বাবা সুনীল দত্ত নিজেই। ছোট থেকেই গানের প্রতি তীব্র আগ্রহ ছিল সঞ্জয়ের। তাঁর বোন একবার জানিয়েছিলেন, তিনি নাকি ভীষন ভাল বাদ্যযন্ত্র বাজাতেন। এবং এক ধরনের ড্রামের ওপর তাঁর দারুন দখল ছিল। কিন্তু, একবার যা কান্ড ঘটিয়েছিলেন তিনি...

Sridevi: 'তুমি ২ বাচ্চার বাবা', পরকীয়ায় জড়ালেও স্ত্রীর প্রতি সৎ ছিলেন?…

Advertisment

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর, একদল ভারতীয় শিল্পী বাংলাদেশে যান সেখানকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মনোবল বাড়াতে। সেই দলে ছিলেন অভিনেতা সুনীল দত্ত- নিজেও। খবরটি জানতে পেরে মাত্র ১২-১৩ বছরের সঞ্জয় দত্ত জেদ ধরেন, তিনিও বাবার সঙ্গে বাংলাদেশ যেতে চান। তখন সুনীল দত্ত তাঁকে বুঝিয়ে বলেন, "শুধুমাত্র যারা গান গাইতে বা বাদ্যযন্ত্র বাজাতে পারে, তারাই এই সফরে অংশ নিতে পারে।" কিন্তু সঞ্জয় থেমে থাকার পাত্র নন। সঙ্গে সঙ্গে জানান, তিনি 'বঙ্গ' বাজাবেন। যা একধরণের তালবাদ্য। অগত্যা আর কী করার। ছেলের জোরাজুরিতে নতি স্বীকার করেন বাবা। সঞ্জয়ও বাংলাদেশে দলের সঙ্গে পাড়ি জমান।

Actress Filed Complaint: হত্যাকাণ্ডে অভিযুক্ত অভিনেতা, সুপ্রিম সিদ্ধান্তে সহমত অভিনেত্রীকে হুমকি অভিযুক্তর ফ্যানেদের! অভিযোগ দায়ের..

তারপর? সেখানে পৌঁছে যখন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর পারফর্ম করছিলেন, হঠাৎ করেই সঞ্জয় মঞ্চে উঠে ‘বঙ্গো’ বাজাতে শুরু করেন, যদিও ছন্দে খুব একটা মিল ছিল না। এদিকে, লতাজী? যার সুর না থাকলেই সমস্যা হত, সুর ছাড়া যিনি কিছুই জানতেন না। এমন অদ্ভুত আওয়াজ শুনে তো তিনি স্তম্ভিত। মাঝপথে লতাজি পিছন ফিরে তাকিয়ে দেখেন। তাঁর পারফরম্যান্সে ছন্দপতন ঘটিয়েছে এক ছোট্ট ছেলে- তিনি সঞ্জয় দত্ত! যদিও তিনি কিছু বলেননি, তবু মুহূর্তটি ছিল অত্যন্ত বিব্রতকর এবং সঞ্জয়ের জন্য তা ছিল এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা।

sanjay dutt Lata Mangeshkar