/indian-express-bangla/media/media_files/2025/08/14/actress-2025-08-14-12-56-44.jpg)
সেই অভিনেত্রীকে চেনেন?
প্রায়শই বলা হয়- সামনে কী অপেক্ষা করছে, কেউই তা জানে না। অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক জুয়েল মেরির জীবনে এই কথাটিই যেন বাস্তব হয়ে উঠেছে। এক সময় মালায়ালম বিনোদন জগতের জনপ্রিয় মুখ এবং সেলিব্রিটি ও পুরস্কার অনুষ্ঠানের পরিচিত উপস্থাপক তিনি। তবে, সাম্প্রতিক সময়ে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনায়, তাঁর জীবন অস্থির মোড় নেয়। তবুও তিনি হাল ছাড়েননি। দৃঢ় মনোবল নিয়ে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুয়েল খোলামেলা ভাবে শেয়ার করেছেন তার গত কয়েক বছরের সংগ্রামের গল্প।
২০১৫ সালে জুয়েল বিয়ে করেন বিনোদন জগতের অনুষ্ঠান প্রযোজক জেনসন জাকারিয়াকে। তিনি এই সম্পর্ককে একসময় “অ্যারেঞ্জ-কাম-লাভ ম্যারেজ” হিসেবে বর্ণনা করেছিলেন। ২০২১ সালে এই তারকা দম্পতি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অবশেষে ২০২৪ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে সম্পর্কের ইতি ঘটে। জুয়েলের ভাষায়, “অনেকে ভাবে বিবাহবিচ্ছেদ সহজ। কিন্তু আমার ক্ষেত্রে তা ছিল একেবারেই ভিন্ন। আমি প্রায় তিন-চার বছর ধরে লড়াই করেছি। পারস্পরিক সম্মতিতে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু হয়নি। শেষ পর্যন্ত এই বিচ্ছেদ আমি জয় হিসেবে নিয়েছি। একে সত্যিই যুদ্ধ বলা যায়।"
Armaan Malik: চার বিয়ের অভিযোগে বিপাকে! আরমান মালিকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলাও দায়ের
বিবাহবিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন জুয়েল। বলেন, 'আমি ভেবেছিলাম, এবার অন্তত নিজের মতো করে বাঁচা উচিত। তাই লন্ডনে একটি শো করতে যাই এবং সেখানে এক মাস কাটাই। বন্ধুদের সাথে দেখা করি। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে এদিক ওদিক ঘুরে বেড়াই। এটি ছিল আমার জীবনের সেরা একক ভ্রমণ- রোমাঞ্চে ভরা। জন্মদিনও উদযাপন করেছি সেখানে। ফিরে এসে দেখি সমস্ত সঞ্চয় শেষ। আমি জানতাম আবার নতুন করে কাজ শুরু করতে হবে।"
তবে শারীরিক অসুস্থতা তার জীবনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। দীর্ঘ সাত বছর ধরে থাইরয়েড সমস্যায় ভুগছিলেন তিনি, যার ফলে ওজন ওঠানামা করত। সঙ্গে ছিল মানসিক চাপ, পিসিওডি এবং গলার সমস্যা। একজন উপস্থাপক হিসেবে কণ্ঠস্বর তার প্রধান হাতিয়ার হওয়ায়, প্রথমে তিনি ভেবেছিলেন গলার সমস্যা হয়তো পেশাগত কারণে। কিন্তু স্ক্যান ও বায়োপসির পর জানা যায়- সম্ভাব্য ক্যান্সার।
Atif Aslam: শোকে মূর্ছা গেলেন শিল্পী, চলে গেলেন কাছের মানুষ
অবশেষে ফেব্রুয়ারিতে তার সাত ঘণ্টার অস্ত্রোপচার হয়, যার ফলে তিনি পুরোপুরি কথা বলার ক্ষমতা হারান এবং বাম হাত দুর্বল হয়ে পড়ে। বীমা না থাকায় সমস্ত চিকিৎসা খরচ সঞ্চয় থেকে মেটাতে হয়। ছয় মাস পর ফলো-আপে ডাক্তার জানান- তিনি ক্যান্সার মুক্ত। অভিনেত্রীর কথায়, "সেই মুহূর্তের আনন্দ ভাষায় বোঝানো যাবে না।" বর্তমানে প্রতি ছয় মাস অন্তর তাকে পরীক্ষা করাতে হয়।
জুয়েল মেরির বিনোদন জগতে যাত্রা শুরু হয় হিট রিয়েলিটি শো D4 ড্যান্স-এর সহ-উপস্থাপক হিসেবে। এরপর মালয়ালম মেগাস্টার মামুত্তির বিপরীতে দুটি ছবিতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে। সর্বশেষ তাকে দেখা গেছে গেট সেট বেবি ছবিতে।