Bollywood News: মাত্র ১৩ বছরে বিয়ে! ইসলাম গ্রহণ করেন এই শিল্পী, সয়েছেন অসহ্য যন্ত্রণা, চেনেন তাঁকে?

তার পরিবার পাকিস্তান থেকে ভারতে শরণার্থী হিসেবে আসেন। তখনও তিনি জন্মাননি। ছোটবেলাটা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। এক সাক্ষাৎকারে তিনি বলেন...

তার পরিবার পাকিস্তান থেকে ভারতে শরণার্থী হিসেবে আসেন। তখনও তিনি জন্মাননি। ছোটবেলাটা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। এক সাক্ষাৎকারে তিনি বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
saroj

চেনেন এই মহিলাকে?

 হিন্দি সিনেমার সঙ্গে গান ও নাচ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু আজকের মতো ঝকঝকে কোরিওগ্রাফি, একসময় অতটা প্রচলিত ছিল না। সেই রূপরেখা যিনি বদলে দিয়েছিলেন, তিনি হলেন সরোজ খান। ভারতীয় সিনেমার প্রথম সফল নারী কোরিওগ্রাফার, যিনি নাচকে একটি পেশা এবং নেশা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।

Advertisment

সরোজ খানের জন্ম ভারত স্বাধীন হবার এক বছর পর, ১৯৪৮ সালে। তার পরিবার পাকিস্তান থেকে ভারতে শরণার্থী হিসেবে আসেন। তখনও তিনি জন্মাননি। ছোটবেলাটা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার মা উনুনে  খালি হাঁড়ি বসিয়ে রাখতেন, যেন আমরা ভাবি রান্না হচ্ছে, এবং খিদের চোটে যাতে ঘুমিয়ে পড়ি।" শৈশবেই বাবার মৃত্যু, যার ফলে তাঁকেই উপার্জন করতে ছুটতে হয়। তার বয়স তখন মাত্র তিন বছর। শিশুশিল্পী হিসেবে তিনি বলিউডে কাজ শুরু করেন। প্রথম দিকে বলরাজ সাহনির সঙ্গে কাজ করেছিলেন। তাঁর মায়ের অনুরোধে একজন ডাক্তার তাঁকে সিনেমায় কাজ করার সুযোগ করে দেন।

নাচের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন তিনি ছোটবেলা থেকেই। তার ছায়ার সঙ্গে নাচতেন, মুখভঙ্গি করে নিজেকে প্রকাশ করতেন। প্রথম কাজ ছিল ‘হাওড়া ব্রিজ’ ছবিতে "আইয়ে মেহেরবান" গানে, যেখানে তিনি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে ছিলেন। তারপর ধীরে ধীরে উঠে আসেন সহকারী কোরিওগ্রাফার হিসেবে, এরপর নিজস্ব কোরিওগ্রাফির যাত্রা শুরু। কেরিয়ারে ভাল করলেও তার ব্যক্তিগত জীবনটা ছিল সমস্যায় ঠাঁসা। অত্যন্ত কম বয়সে তিনি পড়ে যান এক অসম সম্পর্কের ফাঁদে। এস সোহানলাল, একজন নামী কোরিওগ্রাফার, যিনি ছিলেন তার চেয়ে ৩০ বছরের বড় এবং বিবাহিত। সরোজ মাত্র ১৩ বছর বয়সে তাকে ‘বিয়ে’ করেন, যদিও আইনগতভাবে তা স্বীকৃত ছিল না।

Advertisment

Actress Passed Away: ৪৫ - এ সব শেষ! অভিনেত্রীর পচা গলা দেহ উদ্ধার..

তাদের একটি ছেলে এবং একটি মেয়ে হয়। কন্যাসন্তান আট মাস বয়সে মারা যায়। মানসিক ভাবে ভেঙে পরেন সরোজ। অনেক পরে তিনি জানান, "আমি জানতাম না বিয়ে কী, সে একদিন আমার গলায় কালো সুতো বেঁধে বলল আমি বিবাহিত। পরে জানতে পারি, সে বিবাহিত এবং তার চার সন্তান আছে।" সোহানলাল কখনও তাদের সন্তানদের নিজের বলে স্বীকার করেননি। সেখান থেকেই শুরু হয় বিচ্ছেদ।  যখন সোহানলাল অসুস্থ ছিলেন। এরপর তিনি তাদের জীবন থেকে একেবারেই সরে যান।

পরে, সরোজ খান বিয়ে করেন সর্দার রোশন খানকে। তিনিও ছিলেন বিবাহিত, কিন্তু সরোজ তাকে শর্ত দেন। তার সন্তানদের দত্তক নিতে হবে। সেই শর্তেই বিয়ে হয়। বিয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং জানান,"আমি ইসলামকে ভালোবাসি। আমার ছোট মেয়েটি মারা যাওয়ার পর, সে স্বপ্নে এসে মসজিদ থেকে আমাকে ডাকত। তখনই আমি ধর্মান্তরিত হই।"
Cheating case against Actor: চূড়ান্ত প্রতারণার অভিযোগ! অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের.. 

 তিনি কাজ করেছেন একাধিক প্রজন্মের তারকাদের সঙ্গে: শ্রীদেবী – ‘হাওয়া হাওয়াই’, ‘কাতে নাহি কাটে’। মাধুরী দীক্ষিত – ‘এক দো তিন’, ‘ধক ধক করনে লগা’। গোবিন্দ, শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ, রবীনা ট্যান্ডন সহ আরও অনেকে তার ইশারায় নেচেছেন।  তিনি ২০০০-এর দশকের আগে পর্যন্ত বলিউড কোরিওগ্রাফির মুখ ছিলেন। নারীদের জন্য পথ তৈরি করেছিলেন, যা আগে পুরুষশাসিত ছিল। ২০২০ সালে মহামারীর শুরুর সময়ে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে গোটা বলিউড শোকপ্রকাশ করে। জীবনের শেষ পর্যন্ত তিনি নাচের সঙ্গে যুক্ত ছিলেন।

saroj khan Entertainment News Entertainment News Today