/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/chappaak-759.jpg)
মেঘনা গুলজার ও দীপিকা পাডুকোন।
মেঘনা গুলজার বলেছেন, তিনি অত্যন্ত সংবেদনশীল ও নান্দনিকভাবে 'ছপাক'-এর বিষয়টি সামলেছেন। অ্যাসিড আক্রান্ত ও সমাজকর্মী লক্ষ্মী আগরওয়ালের জীবনকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। বলা চলে, মানসিক আঘাতকে জয় করার গল্পই 'ছপাক'। পরিচালক আরও জানিয়েছেন, অ্যাসিডের ফলে ত্বকে কী পরিমাণ ক্ষতি হয় সেই বিষয়টি দেখানোর আগে তাঁকে সাবধানতা অবলম্বন করতে হয়েছিল এবং তিনি আশা করবেন দর্শক চরিত্রের জার্নিতে মনোনিবেশ করেন।
“অ্যাসিড আক্রমণের বিষয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে তা হল, যখন আপনার উপর আক্রমণ হয় তখন মুখ গলে যায় এবং ঘসে পড়তে থাকে। এমনটা মোটেই হয় না। গরম জল চামড়ায় দিয়ে দিলে যেমন জ্বলতে থাকে, এটা অনেকটা সেরকম। ত্বক একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়।''
আরও পড়ুন, ‘বিগ বস’-এর সেরা জুটি কারা, দর্শকরা জানালেন তাঁদের পছন্দ
পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মেঘনা বলেছেন “সব কথার পরে, আমি বিশ্বাস করি আপনি যদি আপনার গল্পে যাপন করতে চান তাহলে সমস্তটাই নান্দনিক ও সংবেদনশীলতার সঙ্গে সামলানো প্রয়োজন... প্রতিটা ছবির ক্ষেত্রেই এটা সত্যি। বিষয়টা পুরোটাই নির্মাতার সংবেদনশীলতার উপর নির্ভর করে। ”
পরিচালক আরও বলেন, ''যখন বিষয়টা নিয়ে গবেষণা করছিলাম, তখনই জানতে পারি যে কত কম সময়ের ব্যবধানে অ্যাসিড হামলার রিপোর্ট দায়ের হয়। এটাই উপলব্ধি করালো এটাই সেই ক্রুর ঘটনা বার বার ঘটে। যখন বিষয়টিক গভীরে যাই, জানতে পেরেছিলাম লক্ষ্মীর বিষয়টা উল্লেখযোগ্য এবং তাই তাঁর ঘটনাকেই গল্পের মুখ্য প্লট হিসাবে ধরে নেওয়া।''
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/deppika-chappak-759.jpg)
ছবিতে দীপিকা পাডুকোনকে দেখা যায় লক্ষ্মী-র চরিত্রে। মেঘনা বলেন, “দীপিকার মতো অভিনেতা এই চরিত্রে অভিনয় করা সিনেমার প্রতি আগ্রহ বাড়ায়। কারণ ও এত জনপ্রিয়, বড় এবং পরিণত যে তাঁর ফ্যানেরা এসে দেখতে চান। এবার আপনি বলতে পারেন তাহলে কি আমি ওর স্টার পাওয়ার ব্যবহার করেছি? আমি মনে করি, ছবির প্রচার এবং বিপণনের কাজে সেই ব্যবহারটা হয়েছে। যেটা আমার কাজ নয়। তাহলে আমি কি ওর শৈল্পিক সত্ত্বাকে ব্যবহার করেছি? হ্যাঁ।''
আরও পড়ুন, জন্মদিনে ফিরে দেখা দেব: টেলিভিশনে ৩টি উল্লেখযোগ্য স্মৃতি
মেঘনা গুলজার জানিয়েছেন, ২০১৮-য় 'রাজি'-র পরিচালনার আগেই তিনি এবং তার সহ-লেখক অতিকা চৌহান 'ছপাক'-এর চিত্রনাট্য লিখেছিলেন। মেঘনা বলেন, ''বিষয়টা সময় নেয়নি। আমরা গল্প লেখা শেষ করার পরেই রাজি তৈরি হয়। প্রতিটা চিত্রনাট্যের নিজের ভাগ্য থাকে, আপনি লিখতে পারেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না কখন তৈরি হবে।''
বিক্রান্ত মেসি, দীপিকা পাডুকোন অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী। অজয় দেবগণের 'তানাজি: দ্য আনসাং ওয়ারিওর'-এর সঙ্গে সম্মুখ সমরে থাকবে 'ছপাক'।