/indian-express-bangla/media/media_files/2025/09/06/cats-2025-09-06-11-35-06.jpg)
মিকার সম্পত্তি
Mika Singh 99 Houses: বলিউড তারকাদের লিপে ঝড় তোলেন পঞ্জাবি পপ গায়ক মিকা সিং। হল কাঁপানো রক মিউজিকে নেচে উঠে দর্শকের হৃদয়। অক্ষয় কুমার থেকে সলমান খানের মতো অভিনেতাদের জন্য কণ্ঠ দিয়েছেন পপুলার পপ গায়ক মিকা সিং। একাধিক বিতর্কেও নাম জড়িয়েছে গায়কের। তবে সেসব এখন অতীত। বরং এবার একটু অন্যভাবে লাইমলাইট ছিনিয়ে নিলেন রকস্টার মিকা সিং। বরাবরই স্মার্ট বিনিয়োগ এবং বিলাসিতার জন্য অর্থ ব্যায় না করে দীর্ঘমেয়াদি রিয়েল এস্টেটে বিনিয়োগের পক্ষে সওয়াল করে এসেছেন। এবার সামনে আনলেন এক চমকপ্রদ তথ্য। ১০-১২ টা নয়, ৯৯ টি বাড়ির মালিক মিকা সিং। দোসর ১০০ একরের একটি খামারবাড়ি।
গায়ক মিকা সিংহ জানিয়েছেন তাঁর সম্পত্তি বিনিয়োগের কৌশল। গর্বের সঙ্গে বলেছেন, বর্তমানে তাঁর ৯৯টি বাড়ি এবং ১০০ একরের একটি খামারবাড়ি রয়েছে। গলট্টা ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে পপ গায়ক মিকা বলেন, 'আমি ৯৯টা বাড়ি করেছি। এর মধ্যে কয়েকটি ছোট, কয়েকটি বড়, কিছু দামি আবার কিছু বাড়ি করেছি গ্রামে। আসল কথা হল কতগুলো সম্পত্তি। অনেকে আমাকে ভালোবাসেন আবার অনেকে বলেন পাগল, বিয়ে পর্যন্ত করেনি এগুলো সামলাবে কে? এসব কথা অনেক শুনতে হয়।'
তিনি আরও বলেন, 'আমি কৃষক পরিবারের সন্তান। টাকা পয়সা কোথায় খরচ করতে হয় সেটাই জানতাম না। শুধু একটা কথাই জানতাম জমিদার হতে হবে। দাদাজি সবসময় বলতেন, জমি কখনো ধোকা দেয় না। তাই জীবনে যা রোজগার করেছি জমিতেই বিনিয়োগ করেছি।' মিকার কথায়, তাঁর জনসম্মুখে বিলাসবহুল জীবনযাপনের ভাবমূর্তি থাকলেও বাস্তবে তিনি সবসময় সঞ্চয় ও সম্পত্তি গড়ার দিকে নজর দিয়েছেন।
গায়কের সংযোজন, 'লোকজন চায় মিকা সিংহ ২০ জন মেয়ের সঙ্গে নাচুক আর টাকা ওড়াক। কিন্তু আমি জানি সম্পত্তি কেনা মানে নিরাপদ থাকা। প্রত্যেকেরই জীবনে এটা থাকা উচিত।' মিকা আরও যোগ করেন, 'আমি একা ধনী বা বিশেষ কেউ নই। ইন্ডাস্ট্রিতে অনেক গায়কই প্রচুর টাকা উপার্জন করেন। কিন্তু তাঁরা সব ব্র্যান্ডেড জিনিস কিনে, অকারণে চার্টার্ড প্লেনে ঘোরেন। ওভাবে টাকা নষ্ট আমার মতে বোকামি। সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন প্রথমবার পুজো থেকে বঞ্চিত গণপতি বাপ্পা, গণেশ চতুর্থীর পরই রাজ-শিল্পার জীবনের বড় বিপদ
আরও জানান, গত ৩০ বছর ধরে তিনি একাই নিজের চেষ্টায় সঞ্চয় করেছেন। তাঁর কথায়, 'যা কিছু সম্পত্তি আজ আমার আছে সবই নিজের প্রচেষ্টায় করেছি। জীবনের শুরু থেকে আমাকে কেউ গাইড করেনি। দালের পাজির (দালের মেহেন্দি) সঙ্গে আমার গান নিয়ে কথা হয়, কিন্তু জীবনের সিদ্ধান্ত নিয়ে নয়। নিজের বুদ্ধি দিয়ে শিখেছি।'
আরও পড়ুন মাত্র ৫৫-এ থামল পথ চলা, প্রয়াত 'দৃশ্যম' খ্যাত অভিনেতা
প্রসঙ্গত, বর্তমানে তিনি যে বাড়িতে থাকেন সেটি কিনেছিলেন কোভিডের সময়। সেই প্রসঙ্গে বলেন, 'তখন রেকর্ডিং বা শুটিং করা সম্ভব ছিল না। তাই ভেবেছিলাম এমন একটা জায়গা থাকা দরকার, যেখানে প্রয়োজনে শুট, রেকর্ড বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। এই পুরো জায়গাটাই একরকম জ্যামিং সেশন স্পেস, রাতে এটা ডিস্কো থিমে পার্টি হলে পরিণত হয়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us