Miley Cyrus Liam Hemsworth split: এই তো কয়েক মাস আগে বিয়ের খবরটা পেয়ে কী খুশিই না হয়েছিলেন ফ্যানেরা। মাইলি সাইরাস ও লায়াম হেমসওয়ার্থের প্রেম তো আর আজকের নয়। প্রায় এক দশক ধরে কখনও মেঘ, কখনও বৃষ্টি ধাঁচের প্রেম করেছেন দুজনে। এই ভালবাসা, এই ঝগড়া এমনটাই চলেছে। গত বছর ডিসেম্বরে চুপচাপ একটি ব্যক্তিগত সেরিমনিতে বিয়েটা সেরে ফেললেন যখন দুজনে তখন সবাই ভেবেছিলেন যে সব ভাল যার শেষ ভাল। কিন্তু ৮ মাসের মাথায় সেই শেষ ভাল আর রইল না।
মাইলি ও লায়ামের বিয়ে ভেঙে যাচ্ছে এমন গুঞ্জন শুরু হয়েছিল শনিবার ১০ অগস্ট থেকেই। সন্দেহটা দানা বাঁধে একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে যেখানে দেখা যায় মাইলির হাতে তাঁর বিয়ের আংটিটি নেই। অথচ অন্যান্য গয়নাগাটি পরে আছেন গায়িকা। সাধারণত এমনটা তখনই ঘটে থাকে যদি কেউ বিয়ে ভাঙার পর্যায়ে থাকেন।
আরও পড়ুন: ২০ কিলো ওজন কমাবেন! বিশেষ ডায়েটে আমির খান
বিষয়টা নিয়ে প্রথমে কথা বলতে শুরু করেন নেটিজেনরাই। পরে পিপল ডট কম-এর একটি প্রতিবেদনে জানা যায় যে খবরটা সত্যি এবং খবরটা নিশ্চিত করেছেন মাইলির প্রতিনিধি। তবে শুধু বিয়ের আংটি নয়, এর মধ্যে আরও একটি কাণ্ড ঘটেছে। মাইলিকে সম্প্রতি চুমু খেতে দেখা গিয়েছে সেলিব্রিটি ব্লগার কেটলিন কার্টারকে। তিনি আবার ব্রডি জেনারের প্রাক্তন। সেই চুম্বনের ছবি নিমেষে ভাইরাল হয়ে যায়।
তার পরেই এই বিয়ে ভাঙার গুঞ্জন। তবে বিয়ে ভাঙতে চললেও দুই তারকার মধ্যে সদ্ভাব যথেষ্টই রয়েছে, পিপল ডট কম-কে নাকি এমনটাই জানিয়েছেন মাইলির প্রতিনিধি। তাঁর বক্তব্য, দুই তারকাই আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছেন এবং দুজনেই এখন নিজেদের কেরিয়ারে মন দিতে চান। বিয়ে ভাঙলেও মাইলি ও লায়াম নাকি তাঁদের সমস্ত পুষ্যি কুকুরের চিরকালীন অভিভাবক হয়ে থাকবেন, এমনটাই নাকি বোঝাপড়া হয়েছে দুজনের মধ্যেও। একথাও লেখা হয়েছে বিদেশের গসিপ পত্রিকাগুলিতে।
আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন অনন্যা চট্টোপাধ্যায়
অস্ট্রেলিয়ান অভিনেতা লায়াম হেমসওয়ার্থ প্রাথমিকভাবে কেরিয়ার শুরু করেন টেলিসিরিজ দিয়ে। কিন্তু খ্যাতির শীর্ষে ওঠেন লায়াম হাঙ্গার গেমস সিরিজের জন্য। সম্প্রতি আবারও ব্যস্ত অভিনেতা নতুন একটি টেলিসিরিজের কাজ নিয়ে যা নাকি সম্প্রচার হবে আগামী বছর। অন্যদিকে মাইলির সামনে রয়েছে তাঁর পরবর্তী অ্যালবাম শি ইজ মাইলি সাইরাস-এর লঞ্চ।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে