New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/mimi-chakraborty-2.jpg)
শরীরচর্চার ভিডিও শেয়ার করে কী বার্তা দিলেন মিমি?
Mimi chakraborty Fitness: ফিটনেস ফ্রিক মিমি চক্রবর্তী তাঁর সমাজমাধ্যমের পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে কী বার্তা দিয়েছেন? আর তাঁর এই কাণ্ড দেখে কী বলছেন অয়ন শীল?
শরীরচর্চার ভিডিও শেয়ার করে কী বার্তা দিলেন মিমি?
Mimi chakraborty Video: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম মিমি চক্রবর্তী। টেলিভিশন থেকে জার্নি শুরু করে আজ টলিউডের প্রথম সারির নায়িকা। সিনেমা-সিরিজে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়। জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন মিমি। কখনও ফটোশ্যুটের ছবি-ভিডিও তো কখনও আবার পোষ্যর সঙ্গে কাটানো কোয়ালিটি সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন অভিনেত্রী। এছাড়াও জিমে শরীরচর্চার ভিডিও ভাগ করে নেন মিমি চক্রবর্তী।
সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমের পেজে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বারবার তিনি পরাজিত হচ্ছেন। শত চেষ্টার পরও কিছুতেই যেন পারছেন না মিমি চক্রবর্তী। অবশেষে সাকসেস! আসলে নতুন ট্রেনিং নিচ্ছেন মিমি। এটা তাঁর কাছে নিঃসন্দেহে একটা বিরাট চ্যালেঞ্জ। যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ চেষ্টা জারি রাখতে হবে। ভিডিও পোস্ট করে সেই বার্তাই দিয়েছে টলি ক্যুইন মিমি চক্রবর্তী। সেই সঙ্গে আরও বলেছেন, 'প্রতিদিন একটু একটু করে আরও শক্তিশালী হচ্ছেন'। ক্যাপশনে ট্রেনারের নামও উল্লেখ করেছেন মিমি।
এই ভিডিওটি দেখে কী বলছেন পরিচালক অয়ন শীল? কমেন্ট বক্সে তিনি লিখেছেন, 'আমি যদি এটা করার চেষ্টা করতাম তাহলে তো কবরে গিয়েও শান্তি পেতাম না। ওখানে গিয়েও আমাকে মাশুল গুনতে হবে।' মিমি পালটা লেখেন, 'তুমি না সত্যিই সাঙ্ঘাতিক।' মিমিকে শেষ দেখা গিয়েছে বাংলাদেশি মুভি তুফানে। শাকিব খানের মিমির অন স্ক্রিন রসায়ন দারুণ উপভোগ করেছেন দর্শক। চিত্রনাট্য থেকে তুফানের গানে বাজিমাৎ করেছিল বক্স অফিস। তার আগে আবিরের সঙ্গে আলাপেও দর্শকের দিল জিতে নিয়েছেন মিমি।
২০২৪-এ ওয়েব সিরিজেও হাতেখড়ি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে 'যাহা বলিব সত্য বলিব'-তে পৃথার চরিত্রে মাত দিয়েছেন মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি ঠাকুরভক্তিও রয়েছে মিমির। বাড়িতে পুজো করার ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। টোটা রায় চৌধুরীর ২৫ তম বিবাহবার্ষিকীর পার্টিতেও গর্জাস লুকে নজর কেড়েছেন গ্ল্যাম ডল মিমি চক্রবর্তী। সরু ফিতের ব্লাউজ আর পাতলা ফিনফিনে শাড়িতে গ্ল্যামার যেন চুইয়ে পড়ছিল। আবিরের স্ত্রীর সঙ্গে সেলফিতেও মেতেছিলেন মিমি।
আরও পড়ুন: কেক কেটে মালাবদল, টোটার ২৫ তম বিবাহবার্ষিকীতে প্রাক্তন-বর্তমান মিলেমিশে একাকার