Tota 25th Wedding Anniversary: কেক কেটে মালাবদল, টোটার ২৫ তম বিবাহবার্ষিকীতে প্রাক্তন-বর্তমান মিলেমিশে একাকার

Tota 25th Anniversary: ছবি-সিরিজ থেকে ভাল সাড়া পাচ্ছেন টোটা। এর মাঝেই স্টার স্টাডেড পার্টির আয়োজন করলেন অভিনেতা। সৌজন্যে বিবাহ অভিযানের ২৫ বছর পূর্তি।

Tota 25th Anniversary: ছবি-সিরিজ থেকে ভাল সাড়া পাচ্ছেন টোটা। এর মাঝেই স্টার স্টাডেড পার্টির আয়োজন করলেন অভিনেতা। সৌজন্যে বিবাহ অভিযানের ২৫ বছর পূর্তি।

author-image
Kasturi Kundu
New Update
 টোটার ২৫ তম বিবাহবার্ষিকীতে এক ছাদের নীচে রাজ-মিমি টু দেব-শুভশ্রী

টোটার ২৫ তম বিবাহবার্ষিকীতে এক ছাদের নীচে রাজ-মিমি টু দেব-শুভশ্রী

Tota 25th Anniversary Party : ১৩ ডিসেম্বর ছিল টোটা রায় চৌধুরী ও তাঁর স্ত্রী শর্মিলির ২৫ তম বিবাহবার্ষিকী। সমাজমাধ্যমের পেজে স্বামী-স্ত্রীর ছবি পোস্ট করে শর্মিলিকে বিবাহবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান 'ফেলুদা' টোটা। সেই সময় ভূস্বর্গ ভয়ঙ্কর, চালচিত্রের প্রচারে বেজায় ব্যস্ত ছিলেন অভিনেতা। তাই ২৫ তম বিবাহবার্ষিকীতে বিশেষ কিছু আয়োজন করে উঠতে পারেননি।

Advertisment

একসঙ্গে মুক্তি পেয়েছে টোটা রায় চৌধুরীর দুটি কাজ, প্রতিম.ডি.গুপ্তার চালচিত্র ও সৃজিতের সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্কর। তাঁর দুটি কাজই দর্শকমহলে বেশ ভাল সাড়া ফেলেছে। একদিকে কাজের সাফল্য তো অন্যদিকে ২৫ তম বিবাহবার্ষিকী মিলেমিশে একাকার। পরিবার পরিজন, ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে ধুমধাম করে উদযাপন হল টোটা-শর্মিলির ২৫ তম বিবাহবার্ষিকী।

Advertisment

কেক কেটে মালাবদল করে বিশেষ দিনটির উদযাপন করলেন টোটা-শর্মিলি। নিমন্ত্রিত ছিলেন স্বস্ত্রীক আবির চট্টোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, দেব সহ কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণি গঙ্গোপাধ্যায়, স্ত্রীকে নিয়ে এসেছিলেন অর্জুন চক্রবর্তী।

তারকারা একে অপরকে আলিঙ্গন করেন। একটি বিষয় খেয়াল করলে দেখা যাচ্ছে, টোটা-শর্মিলির ২৫ বছরের বিবাহ অভিযানের সেলিব্রেশনের মুহূর্তে মুখোমুখি প্রাক্তন-বর্তমান। দেব-শুভশ্রী থেকে রাজ-মিমি! উল্লেখ্য, ইউভানের জন্মের পর তাঁর জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবের হাত থেকে পুরস্কার নিয়েছেন শুভশ্রীও।

আবার হ্যান্ডসেকও করেছিলেন প্রাক্তন প্রেমিকযুগল। তবে স্টার স্টাডেড জমকালো অ্যানিভার্সরি পার্টির মুহূর্তগুলো সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সেখানে উপস্থিত সেলেবরা। অভিনেত্রী সুদীপা চক্রবর্তী টোটা-শর্মিলির ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ধুতি-পঞ্জাবিতে টোটা আর উজ্জ্বল গোলাপি বর্ণের শাড়িতে শর্মিলি। সাবেক সাজে দম্পতির দিক থেকে যেন চোখ সরছিল না সেখানে উপস্থিত সকলের। 

আরও পড়ুন: 'তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে...', বিয়ের জন্মদিনে স্ত্রীকে আদুরে শুভেচ্ছা টোটার

Couples Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actor wedding anniversary