Shefali Jariwala: 'শেফালি যে সাপ্লিমেন্ট ব্যবহার করত সেগুলো...', কাঁটা লাগা গার্লের মৃত্যুর পর প্রকাশ্যে কোন সত্য?

Shefali Jariwala Death News: রূপোলি দুনিয়ার তারকারা অনেকেই সৌন্দর্য ধরে রাখতে শেফালির মতো নানান প্রকারের সাপ্লিমেন্ট ব্যবহার করেন। মৃত্যুর অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পর এই বিষয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মিনি মাথুর?

Shefali Jariwala Death News: রূপোলি দুনিয়ার তারকারা অনেকেই সৌন্দর্য ধরে রাখতে শেফালির মতো নানান প্রকারের সাপ্লিমেন্ট ব্যবহার করেন। মৃত্যুর অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পর এই বিষয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মিনি মাথুর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sqsqw

যা বললেন মিনি মাথুর...

Shefali Jariwala Death News Update: মাত্র ৪২ বছরে অকাল প্রয়াণ কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার। তাঁর মৃত্যুর কারণ হিসেবে যে বিষয়টি উঠে এসেছে তা হল সাপ্লিমেন্টের ব্যবহার, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। সৌন্দর্য ধরে রাখতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শেফালি। পুলিশ সূত্রে খবর, শেফালি কোনও চিকিৎসকের পরামর্শ ছাড়াই নানারকমের থেরাপি, ওষুধ সেবন করতেন। উপোসের পর অ্যান্টি এজিং ট্রিটমেন্টর জন্য ইনজেকশন নেওয়ার পরই হৃদরোগে আক্তান্ত হন শেফালি। ভিকি ললওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে মডেল ও অভিনেত্রী মিনি মাথুর এই বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন। কোনওরকম রাখঢাক না করেই জানিয়েছেন, তিনি নিজেও অনেক সাপ্লিমেন্ট ব্যবহার করেন। তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। 

Advertisment

Advertisment

মহিলাদের স্বাস্থ্য নিয়ে মিনি মাথুরের বক্তব্য, 'মহিলারা সর্বদা নিজেদের সেরা দেখানোর চেষ্টা করেন। আমার মনে হয় এমন কিছু বিষয় আছে যা নিয়ে প্রকাশ্যে কথা বললে সচেতনাবোধ বৃদ্ধি পাবে। আমি এখানে বিচার করতে আসিনি যে কারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করেছেন বা করেননি। আমার বিশ্বাস যদি অন্তর থেকে কেউ সুন্দর হয় তাহলে তাঁকে আলাদা করে বাহ্যিক সৌন্দর্যের জন্য ভাবতে হবে না।'

আরও পড়ুন 'শেফালিকে পেয়ে আমাকে ভুলে গেলে'? পরাগের বিয়েতে কেন এমন কথা বলেছিলেন সহ অভিনেত্রী?

শেফালি জারিওয়ালার মৃত্যুর নেপথ্য কারণ নিয়ে তাঁর কাছে বিশেষ কোনও তথ্য নেই সেই কথাও প্রকাশ্যে বলেন মিনি মাথুর। তাঁর কথায়, 'আমি এই প্রসঙ্গে কথা বলার ছাড়পত্রও পাইনি। ওঁর রিপোর্টে কী এসেছে সেটাও আমি ঠিক জানি না। ইন্টারনেট দেখে আমি কিছু বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত চিকিৎসক কিছু বলছেন। তবে এটা ঠিক শেফালি যে সাপ্লিমেন্টগুলো ব্যবহার করতেন সেটা অনেকেই করেন।' 

আরও পড়ুন 'ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করতে চাই', মৃত্যুর পর কী ভাবে ইচ্ছেপ্রকাশ শেফালির? জানলে চমকে যাবেন

মিনি বলেন, 'চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয়। আমরা তো কেউ তো প্রকৃত চিকিৎসক নই যে কী ধরনের প্রতক্রিয়া হবে তা বুঝতে পারব। সাপ্লিমেন্টের ব্যবহার কোনও অপরাধ বা ভুল নয়। এগুলো শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আমি এমন অনেককে চিনি যাঁরা এই ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া করা উচিত নয় সেটা আরও একবার বলছি।' নিজের প্রসঙ্গে মডেল-অভিনেত্রীর সংযোজন, 'আমার শরীরে যখন সুঁচ ফোটানো হয় আমি ডবল চেক করে নিই যে সেটা নতুন কিনা। আমি অনেক সাপ্লিমেন্ট ব্যবহার করি, ড্রিপ নেই তবে সবটাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।'

death news shefali Jariwala