/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-14-10-02.jpg)
দ্য বেঙ্গল ফাইলস বিতর্কে সরব মিঠুন
The Bengal Files Controversy: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি দ্য বেঙ্গল ফাইলস।' আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগে কলকাতায় ট্রেলার লঞ্চে ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। মমতা সরকারের পুলিশ ট্রেলারের প্রদর্শন করতে বাধা দেয়। অভিযোগ, বিবেকের এই ছবি সাম্প্রদায়িক উস্কানিমূলক, ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। পরিচালকের পালটা দাবি, রাজনৈতিকচাপের কারণে সত্যিকে সামনে আনতে ভয় পাচ্ছে তৃণমূল সরকার। দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কের মাঝে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেছেন, তিনি নাকি সিনেমার নাম পরিবর্তন বিষয়ে অবগত ছিলেন না। এদিকে বিবেক ইন্ডিয়া টুডে-কে বলেছেন, 'বাংলায় তো শাসক দলই বলে দেয় কাকে কী বলতে হবে।' একদিকে যখন শাশ্বত বিতর্কের দায় এড়িয়েছেন তখন সিনেমার পাশে দাঁড়ালেন আরেক অভিনেতা মিঠুন চক্রবর্তী।
তাঁর স্পষ্ট জবাব, 'প্রথমেই আমি বলতে চাই এটি একটি হার্ড-হিটিং (গ্রহণযোগ্য ক্ষমতার প্রয়োজন) সিনেমা। যখন একটি ছবি সত্য ঘটনার কথা বলে, তখন সেটি হার্ড-হিটিং হয়। দ্বিতীয়ত, আমি বলতে চাই যে ট্রেলার লঞ্চ ইভেন্টে যা কিছু ঘটেছিল সবটাই পরিকল্পিত। যখন আপনি ট্রেলার দেখেননি তখন সেটি বন্ধ কেন করে দিলেন? সব তার কেটে দেওয়া হল? এটা পূর্বপরিকল্পিত। আরও যোগ করেন, 'দ্য বেঙ্গল ফাইলস ভয়ঙ্কর সত্যকে তুলে ধরেছে যা তিনি নিজেও জানতেন না। মিঠুনের সংযোজন, 'এই ছবির কাহিনি যে সত্যি সেটা প্রথমে আমিও জানতাম না। কারণ আমার জন্মের আগের ঘটনা। শুধু এক লাইনে বলা হয়েছিল যে নোয়াখালীতে হত্যাকাণ্ড হয়েছিল। কিন্তু কেন হয়েছিল, কোন কারণে হয়েছিল সেটা বলা হয়নি।'
আরও পড়ুন 'আমি ইতিহাসবিদ নই যে...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে মুখ খুললেন বাঙালি অভিনেতা শাশ্বত
'ডিস্কো ড্যান্সার' মিঠুন আরও বলেন, 'আমি শুধু এক লাইন পড়েছি 'গ্রেট কলকাতা কিলিংস'-এর বিষয়ে। এই প্রজন্ম সেই ঘটনার কথা জানে না। তাহলে সত্য জানতে আপত্তি কোথায়? আপনারা জানতে চান না আমাদের দেশে কী ঘটেছিল? গণহত্যা সম্পর্কে জানতে চান না? ৪০ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল। এটি ছিল নোয়াখালীতে ঘটে যাওয়া এক গণহত্যা। জানতে চান না কী কারণে সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল? এর মধ্যে আপত্তিজনক কী আছে? আপত্তিজনক তো এটাই যে আপনারা সত্যি বলতে দেন না।'
দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কে বিবেকের সমালোচনা করেছেন বাঙালি অভিনেতা ঋদ্ধি সেন থেকে ঋত্বিক চক্রবর্তী, প্রযোজক রাণা সরকার। এবার সেই তালকার নয়া সংযোজন পরিচালক বিরশা দাশগুপ্ত। রবি ঠাকুরের পংক্তি উল্লেখ করে বিবেকের নাম না নিয়ে খোঁচা মেরে বলেছেন, 'শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব - রবি ঠাকুর'