Pregnant Kiara Advani At Hospital: দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই সুখবর দিয়েছেন মিসেস মলহোত্রা ওরফে কিয়ারা আডবাণী। নতুন বছরে জীবনের অন্যতম সেরা মুহূর্ত উপভোগ করছেন বলে জানান অভিনেত্রী। সিদ্ধার্থ মলহোত্রার হাতের উপর হাত, আর ছোট্ট একপাটি সাদা মোজা নিয়ে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছিলেন কিয়ারা। মিষ্টি মুহূর্ত উদযাপনের ছবি পোস্ট করে মম টু বি কিয়ারা লেখেন, 'আমাদের জীবনের সেরার সেরা উপহার খুব শীঘ্রই আসছে।'
সিদ-কিয়ারাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন ভক্তরা। শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ কয়েকটি ভিডিও। মুম্বইয়ের ক্লিনিকের বাইরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন তারকা দম্পতি। যা দেখে ভক্তদের অনুমান শীঘ্রই সুখবর শোনাবেন মম টু বি কিয়ারা। আর সেই উত্তেজনাকে আরও একটু নিশ্চিত করেছেন দুই পরিবারের সদস্যরা। কিয়ারার বাবা জগদীপ আডবানী ও সিদ্ধার্থের মা রইমার গাড়িতে ওঠার ভিডিও।
আরও পড়ুন 'জীবনের সেরা উপহার...', দ্বিতীয় বিবাহবার্ষিকীর পরই সুখবর, দুই থেকে তিন হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা
৭ ফেব্রুয়ারি বিয়ের দু'বছর পূর্তিতে সুন্দর একটি ভিডিও পোস্ট করে পার্টনারকে শুভেচ্ছা জানিয়েছিলেন গ্ল্যাম ডিভা কিয়ারা। সিদ-ও তাঁদের বিয়ের অদেখা দুটি ছবি পোস্ট করে প্রিয়তমাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন। ওয়েডিং অ্যানিভার্সরি সেলিব্রেশনের পরই সোশ্যাল মিডিয়ায় গুড নিউজ শেয়ার করেন বলউডের পাওয়ার কাপল সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী।
প্রসঙ্গত, ক্রিসমাসে পলকা ডট ড্রেস পরে সিদের সঙ্গে ছবি শেয়ার করার পরই নেটনাগরিক ও কিয়ারার অনুগামীরা অনুমান করেছিলেন, অভিনেত্রী প্রেগন্যান্ট। এর নেপথ্য অবশ্য বিশেষ যুক্তিও ছিল। অনুষ্কা শর্মা থেকে বিপাশা বসু সহ বলিউডের অনেক অভিনেত্রীই অন্তঃসত্ত্বার গোড়ার দিকে পলকা ডট ড্রেস পরই জনসমক্ষে এসেছিলেন। এটা যেন বলিউডের একটা ট্রেন্ড!
আরও পড়ুন লাল গালিচায় মাতৃত্ব উদযাপন, বেবি বাম্প আগলে মেট গালায় অভিষেক কিয়ারার
রাজস্থানের জয়সলমীরে বসেছিল সিদ-কিয়ারার রূপকথার বিয়ের আসর। পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের নিয়ে হয়েছিল রাজকীয় বিয়ের অনুষ্ঠান। করণ জোহর, শাহিদ কাপুর, মণিশ মলহোত্রা ও মীরা রাজপুত উপস্থিত ছিলেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে। চলতি বছরে মেট গালায় আত্মপ্রকাশ ঘটেছে কিয়ারা আডবাণীর। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চেই প্রথমবার বেবি বাম্প প্রদর্শন করেন গ্ল্যাম ডিভা কিয়ারা। বডি হাগিং কালো পোশাকে ঠিকরে বেরচ্ছিল মাতৃত্বকালীন জৌলুস। কিয়ারার উপস্থিতি যেন মেট গালায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছিল!!